সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর ১৬৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ‘নাচ–গান হওয়ার খবর শুনে’ একদল ব্যক্তি বাধা দিতে এসেছিলেন। মঙ্গলবার বিকেলে পুরান ঢাকার লালবাগ কেল্লায় সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠান শুরুর আগে শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন প্রথম আলোকে বলেন, এখানে নাচ-গান হবে শুনে বাধা দিতে এসেছিলেন একদল লোক। তিনি তাঁদের সঙ্গে কথা বলেছেন। তাঁদের জানিয়েছেন, এখানে নাচ–গান নয়, ওস্তাদ আলাউদ্দিন খাঁর অনুষ্ঠান হবে। সেটা শুনে তাঁরা চলে গেছেন।

একই কথা বলেছেন পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার (ডিসি) মল্লিক আহসান উদ্দিন সামী। তিনি আজ রাত সোয়া ১০টার দিকে প্রথম আলোকে বলেন, এটা ভুল–বোঝাবুঝি ছিল। এখানে নাচ–গান হবে মনে করে যাঁরা এসেছিলেন, তাঁদের বিষয়টি বুঝিয়ে বলা হয়। তারপর তাঁরা চলে যান।

দেশের গৌরব কিংবদন্তি সংগীতজ্ঞ ব্রাহ্মণবাড়িয়ার সন্তান ওস্তাদ আলাউদ্দিন খাঁর ১৬৩তম জন্মদিন ছিল বুধবার। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাঁর উত্তরসূরি সাধক ও নবীন প্রজন্মের শিল্পীরা প্রয়াত ওস্তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তাঁরা মোহনীয় সুরের বিস্তারে মুগ্ধ করেন শ্রোতাদের। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল ওস্তাদ আলাউদ্দিন খাঁর প্রপৌত্র সিরাজ আলী খানের সরোদবাদন।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: অন ষ ঠ ন এস ছ ল ন

এছাড়াও পড়ুন:

দীপাবলিতে মুক্তি পাবে চার সিনেমা

আলোর উৎসব দীপাবলি। বাহারি আলোকছটায় রঙিন হয়ে ওঠে এ রাত। ভারতসহ বিশ্বের বেশ কটি দেশে পালিত হয় উৎসবটি। জমকালো আয়োজনে এ উৎসব উদযাপন করেন ভারতীয় তারকারা। ফলে বেশ আগে থেকেই শোবিজ অঙ্গনের তারকারাও নানা প্রস্তুতি নিয়ে থাকেন। এ উপলক্ষে প্রতি বছর মুক্তি পেয়ে থাকে ভারতীয় সিনেমা। দীপাবলিতে উপলক্ষে তেলেগু ভাষার চারটি সিনেমা মুক্তি পাবে। এই চার সিনেমা নিয়েই এই প্রতিবেদন—

তেলুসু কাডা
নীরজা কোনা নির্মিত তেলেগু ভাষার সিনেমা ‘তেলেসু কাডা’। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন—সিদ্ধু, রাশি খান্না, শ্রীনিধি শেঠি, হর্ষ চেমুদু, রবি মারিয়া। রোমান্টিক-কমেডি ঘরানার এ সিনেমার গল্পে একজন পুরুষ একসঙ্গে দুজন নারীর প্রেমে পড়েন। এ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে নীরজার অভিষেক হতে যাচ্ছে। আগামী ১৭ অক্টোবর মুক্তি পাবে সিনেমাটি। 

আরো পড়ুন:

সড়ক দুর্ঘটনায় দুমড়েমুচড়ে গেছে বিজয়ের গাড়ি

করুর ট্র্যাজেডির পর বিজয়কে নিয়ে যা বললেন কাজল

কে-র‍্যাম্প
রোমান্টিক-অ্যাকশন ঘরানার ‘কে-র‌্যাম্প’ সিনেমা নির্মাণ করেছেন জেইনস নানি। সিনেমাটির গল্পে একজন অ্যাথলেট তার ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠেন। ফলে মানসিক ও ব্যক্তিগত সমস্যার সঙ্গে তাকে লড়াই করতে হয়। সিনেমাটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন—কিরন আবাভারাম, যুক্তি থারেজা। প্রেম-অ্যাকশন এবং স্পোর্টস-ড্রামার সংমিশ্রণে নির্মিত সিনেমাটি আগামী ১৮ অক্টোবর মুক্তি পাবে।

মাস জাতারা
ভানু বোগাভারাপু নির্মিত তেলেগু ভাষার সিনেমা ‘মাস জাতারা’। সিনেমাটিতে রবি তেজা ও শ্রীলীলার মতো তারকা শিল্পীরা অভিনয় করেছেন। সিনেমাটির গল্পে, রবি তেজা রেলওয়ে পুলিশের চরিত্রে অভিনয় করেছেন; যে ভয়ঙ্কর অপরাধী চক্র ও দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদদের বিরুদ্ধে লড়াই করেন। এতে রবি তেজার সঙ্গে হাঁটুর বয়সি শ্রীলীলাকে রোমান্স করতে দেখা যাবে। চার বছর পর একসঙ্গে অভিনয় করেছেন তারা। আগামী ৩১ অক্টোবর মুক্তি পাবে সিনেমাটি।

ভ্রুশাভা
মালায়ালাম ও তেলেগু ভাষার ‘ভ্রুশাভা’ সিনেমা নির্মাণ করেছেন নন্দা কিশোর। সিনেমাটিতে প্রথমবার রাজার চরিত্রে অভিনয় করেছেন বরেণ্য অভিনেতা মোহন লাল। গল্পে পিতা-পুত্রের জন্মান্তরের শত্রুতা ও পুনর্জন্মে তাদের সম্পর্কের রূপান্তর দেখানো হয়েছে। এতে এক মহাকাব্যিক ও আবেগঘন কাহিনি তুলে ধরেছেন পরিচালক। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—সমরজিৎ লঙ্কেশ, রাগিনী দ্বিবেদী, নায়ন সারিকা, অজয়, আলী, নেহা সাক্সেনা, সিদ্দিক প্রমুখ। আগামী ১৬ অক্টোবর মুক্তি পাবে সিনেমাটি। 

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ

  • সুরে-তালে মুখর লালবাগ কেল্লা
  • পোস্টাল ব্যালটের গোপনীয়তা অটুট থাকবে: ফয়েজ আহমদ তৈয়্যব
  • ২৪ এর গণ-অভ্যুত্থানে কন্যাদের জয়ধ্বনি শোনা যায়: শারমীন
  • দীপাবলিতে মুক্তি পাবে চার সিনেমা
  • ১২ দিনের ছুটি শেষ, খুলেছে নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো
  • বিশ্ব ডাক দিবস ৯ অক্টোবর
  • রাঙ্গাটুঙ্গীর খুদে ফুটবলারদের পাশে কিশোর আলো
  • শিশুর মেধা বিকাশে তার কাজের প্রশংসা করতে হবে, উৎসাহ দিতে হবে
  • নারায়ণগঞ্জে বিশ্ব বসতি দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা