বৈদ্যুতিক ত্রুটিতে দেরিতে চলা শুরু করল মেট্রোরেল
Published: 10th, October 2025 GMT
বৈদ্যুতিক ত্রুটির কারণে আজ শুক্রবার যথাসময়ে মেট্রোরেল চলাচল শুরু করা যায়নি।
প্রতিদিন সকাল ৭টা ১০ মিনিটে রাজধানীর উত্তরা থেকে মেট্রোরেল চলাচল শুরু হয়। শুক্রবার ছুটির দিনে উত্তরা থেকে চলাচল শুরু হয় বিকেল ৩টা থেকে। আজ তাতে বিঘ্ন ঘটে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) জনসংযোগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো.
জাহিদুল বিকেল চারটার দিকে জানান, মেট্রোরেল চলাচল শুরু হয়েছে।
ঢাকার উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চলাচলকারী মেট্রোরেল নগরবাসীর যাতায়াতের ক্ষেত্রে স্বাচ্ছন্দ্য এনেছে।
২০২২ সালের ২৮ ডিসেম্বর বাংলাদেশের প্রথম মেট্রোরেল চালু হয়। ডিএমটিসিএলের তথ্য বলছে, উদ্বোধনের পর থেকে গত জুন পর্যন্ত ১৫ কোটি ৭৫ লাখের মতো যাত্রী মেট্রোরেলে যাতায়াত করেছে।
শুরুতে মেট্রোরেল সীমিত আকারে চলেছে। সব স্টেশনে যাত্রী ওঠা-নামা শুরু হয় ২০২৩ সালের শেষ দিনে।
উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চালু মেট্রো রেলপথটি লাইন-৬ নামে পরিচিত। এই লাইনের জন্য ২৪ সেট মেট্রো ট্রেন রয়েছে। ছয়টি বগি নিয়ে একেকটি মেট্রোরেলের সেট তৈরি হয়েছে। এই পথে স্টেশন রয়েছে ১৬টি।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
খুলনার মাঠে গোপালগঞ্জের জয়োল্লাস
হাসি–কান্নার এক অন্য রকম দৃশ্য মঞ্চায়িত হলো আজ খুলনা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে। এক দলের আনন্দ, আরেক দল ডুবে গেছে বিষাদে। ফুটবলে দিন শেষে এমনই হয়। এই বিকেলে জয়ী দলটার নাম গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। খুলনার আঞ্চলিক ফাইনালে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে যারা উঠে গেছে ইস্পাহানি-প্রথম আলো তৃতীয় আন্তবিশ্ববিদ্যালয় ফুটবলের চূড়ান্ত পর্বে।
উত্তেজনাপূর্ণ আঞ্চলিক ফাইনাল দারুণ উপভোগ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। নিজ নিজ দলকে সমর্থন দিয়েছেন। কিন্তু শেষ হাসি গোপালগঞ্জের। শেষ বাঁশির পর তাদের খেলোয়াড়েরা এমন আনন্দে মেতে ওঠেন যেন পুরো টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়ে গেছে দল।
ম্যাচসেরার পুরস্কার হাতে গোপালগঞ্জের ডিফেন্ডার ইমরান হোসেন