জাতীয় পলিসি হ্যাকাথনে চ্যাম্পিয়ন বেরোবি শিক্ষার্থীরা
Published: 15th, October 2025 GMT
জাতীয় পলিসি হ্যাকাথন ২০২৫ এর চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীদের ‘টিম কনভার্স’।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বাংলাদেশ মিলিটারি মিউজিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আরো পড়ুন:
জাপানের ইয়ামানাশি বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন পাবিপ্রবির ৮ শিক্ষক-শিক্ষার্থী
সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহতের ঘটনায় জাবিতে শোক
আইআইডি ও ইয়ুথ ফর পলিসি আয়োজিত ‘এডুকেশন টাইমস ফর ট্রানজিশন’ শীর্ষক পলিসি হ্যাকাথনে দেশের ২২টি জেলার প্রতিনিধিরা অংশগ্রহণ করে। এতে রংপুর জেলার প্রতিনিধিত্ব করে বেরোবির ‘টিম কনভার্স’।
এর আগে, প্রতিযোগিতার প্রাথমিক পর্যায়ে ২২টি জেলার দলগুলোর মধ্য থেকে ১৫টি দলকে পাঁচ দিনব্যাপী ঢাকায় আয়োজিত রেসিডেন্সিয়াল ক্যাম্পের জন্য নির্বাচিত করা হয়। পাঁচদিনের এই নিবিড় প্রশিক্ষণ ও প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।
টিম কনভার্স টিমের নেতৃত্বে ছিলেন, বেরোবির পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী খোকন ইসলাম। টিমের অন্য সদস্যরা হলেন, ম্যানেজমেন্ট সিস্টেম বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কাজী রিজওয়ানুর রহমান, ইংরেজি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আইরিন আক্তার লাবণ্য ও দুর্যোগ ও বিজ্ঞান ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী আফিয়া জামান।
অনুভুতি জানিয়ে খোকন ইসলাম বলেন, “পাঁচদিনে আমরা অনেক কিছু শিখেছি। আমার টিমমেট্র চমৎকার করেছে। আমরা এটা নিয়ে আমাদের ক্যাম্পাসে কাজ করব। তাছাড়াও উদ্যোক্তাদের নিয়েও থাকবে কাজ। এর আগেও এসব কাজ করতে গিয়ে অনেক সংগ্রাম পার করতে হয়েছে। অবশেষে আমরা সফল। এ অনুভুতি বলে প্রকাশ করা যাবে না।”
ঢাকা/সাজ্জাদ/মেহেদী
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সোনারগাঁয়ে দৈনিক খবরের কাগজের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
দৈনিক খবরের কাগজের পত্রিকার ৩য় বছরে পদার্পন উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় সোনারগাঁও রিপোর্টার ক্লাবে আনুষ্ঠানিক ভাবে কেক কাটার মধ্য দিয়ে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
দৈনিক খবরের কাগজের পত্রিকার সোনারগাঁ উপজেলা প্রতিনিধি ইমরান হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ রিপোটার্স ক্লাবের সভাপতি আব্দুস সাত্তার প্রধান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাকের অসিত কুমার দাস, যুগান্তর পত্রিকার সাংবাদিক আল-আমিন তুষার, নয়া দিগন্ত পত্রিকার সাংবাদিক হাসান মাহমুদ রিপন, দৈনিক মানবজমিনের আবু বকর সিদ্দিক, সমকাল পত্রিকার সাংবাদিক শাহাদাত হোসেন রতন, দৈনিক দেশ রূপান্তর পত্রিকার রবিউল হোসেন, দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সাংবাদিক মাজহারুল ইসলাম, দৈনিক আমাদের সময়ের পত্রিকার মিজান রহমান, দৈনিক যায়যায়দিনের কামরুজ্জামান রানা, কালবেলা পত্রিকার সাংবাদিক রুবেল মিয়া, বাংলা টিভির সাংবাদিক শফিকুল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন, সাংবাদিক মনির হোসেন, শাহিন সাকি, আকাশ মিয়া, কবির হোসেন, ডালিম হোসাইন, আরাফাত হোসেন সিফাত, তৌরভ হোসেন, রাশেদুল হাসান রাসেল, হিরুসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা দৈনিক খবরের কাগজের পত্রিকায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনসহ আগামীর জন্য উত্তরোত্তর সাফল্য কামনা করেন।