ওয়েস্ট ইন্ডিজ সিরিজের টিকিট পাওয়া যাচ্ছে অনলাইনে
Published: 15th, October 2025 GMT
আফগানিস্তানের বিপক্ষে ধবলধোলাই হওয়ার ক্ষত এখনো টাটকা। তবে সেটি সামলে ওঠার সময় খুব বেশি নেই বাংলাদেশের ক্রিকেটারদের হাতে। তিন দিন পর তাঁদের মাঠে নামতে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজের জন্য টিকিট বিক্রিও শুরু হয়েছে। আজ সকাল থেকে অনলাইনে পাওয়া যাচ্ছে টিকিট।
সর্বনিম্ন ৩০০ টাকায় ইস্টার্ন গ্যালারির টিকিট পাওয়া যাবে। ৪০০ টাকায় পাওয়া যাবে শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ও নর্দার্ন গ্যালারির টিকিট। দুটি ক্লাব হাউস গ্যালারির টিকিটের দাম ধরা হয়েছে ৮০০ টাকা করে। দুটি ইন্টারন্যাশনাল গ্যালারির টিকিট ১ হাজার ৫০০ আর গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম ধরা হয়েছে ২ হাজার ৫০০ টাকা।
আরও পড়ুনবদলে গেল বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি০৭ অক্টোবর ২০২৫দর্শকেরা অনলাইনে https://www.
১৮, ২১ ও ২৩ অক্টোবর মাঠে গড়াবে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো। সব কটি ম্যাচই মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বেলা দেড়টায়। এরপর চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে ২৭, ২৯ ও ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
স্ট্রোক করে হাসপাতালে কাকলী, কেমন আছেন এখন
আগে থেকেই উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও থাইরয়েডের সমস্যায় ভুগছিলেন পরিচালক শাহনেওয়াজ কাকলী। এসবের চিকিৎসাও চলছিল। কিন্তু গত রোববার সকাল থেকে হঠাৎ অসুস্থতা বোধ করছিলেন। খেতে পারছিলেন না। হাত–পা ঝিমঝিম করছিল। সময় যতই গড়াতে থাকে, আরও বেশি অস্বস্তিবোধ করছিলেন। সন্ধ্যার পর শারীরিকভাবে বেশি অসুস্থতাবোধ করলে রাতেই হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেয় পরিবার। শেষমেশ যখন শাহনেওয়াজ কাকলী হাসপাতালে ভর্তি হন, তখন রোববার দিবাগত রাত। তাৎক্ষণিকভাবে পরীক্ষা–নিরীক্ষা শেষে চিকিৎসকেরা জানতে পারেন, তিনি স্ট্রোক করেছেন।
অভিনয়শিল্পী স্বামী প্রাণ রায়ের সেলফিতে পরিচালক শাহনেওয়াজ কাকলী