আফগানিস্তানের বিপক্ষে ধবলধোলাই হওয়ার ক্ষত এখনো টাটকা। তবে সেটি সামলে ওঠার সময় খুব বেশি নেই বাংলাদেশের ক্রিকেটারদের হাতে। তিন দিন পর তাঁদের মাঠে নামতে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজের জন্য টিকিট বিক্রিও শুরু হয়েছে। আজ সকাল থেকে অনলাইনে পাওয়া যাচ্ছে টিকিট।

সর্বনিম্ন ৩০০ টাকায় ইস্টার্ন গ্যালারির টিকিট পাওয়া যাবে। ৪০০ টাকায় পাওয়া যাবে শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ও নর্দার্ন গ্যালারির টিকিট। দুটি ক্লাব হাউস গ্যালারির টিকিটের দাম ধরা হয়েছে ৮০০ টাকা করে। দুটি ইন্টারন্যাশনাল গ্যালারির টিকিট ১ হাজার ৫০০ আর গ্র‍্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম ধরা হয়েছে ২ হাজার ৫০০ টাকা।

আরও পড়ুনবদলে গেল বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি০৭ অক্টোবর ২০২৫

দর্শকেরা অনলাইনে https://www.

gobcbticket.com.bd ওয়েবসাইট থেকে টিকিট কিনতে পারবেন। প্লে স্টোর থেকে ‘গো বিসিবি টিকিট’ অ্যাপ ডাউনলোড করেও টিকিট কেনা যাবে।

১৮, ২১ ও ২৩ অক্টোবর মাঠে গড়াবে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো। সব কটি ম্যাচই মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বেলা দেড়টায়। এরপর চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে ২৭, ২৯ ও ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

সিদ্ধিরগঞ্জে খালেদা জিয়া ও সানীর রোগমুক্তি কামনায় জাসাসের দোয়া

বিএনপির চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও জাসাসের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এবং নারায়ণগঞ্জ বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আনিসুল ইসলাম সানীর আশু রোগমুক্তি ও সুস্থ্যতা কামনায় সিদ্ধিরগঞ্জ থানা জাসাসের সদস্য সচিব ও থানা কৃষকদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আকাশ প্রধানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জের গোদনাইল ভূইঁয়াপাড়া এলাকায় এই দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়।

এসময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন জাসাসের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এবং নারায়ণগঞ্জ বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আনিসুল ইসলাম সানীর আশু রোগমুক্তি ও সুস্থ্যতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন গোদনাই ভুইয়াপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শরীফ হোসেন।

সিদ্ধিরগঞ্জ থানা জাসাসের আহ্বায়ক শামীম ঢালীর সভাপতিত্বে উক্ত  দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর জাসাসের সভাপতি স্বপন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তু, মহানগর জাসাসের সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন স্বাধীন ও জাতীয়তাবাদী তরুন দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ইঞ্জি. শহিদুল ইসলাম।

এসময় অন্যান্যদের মধ্েয উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নুরুজ্জামান সাউদ, সিদ্ধিরগঞ্জ থানা কৃষকদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো: দুলাল হোসেন, যুবদল নেতা আসলাম, জামাল প্রধান, সেলিম মাদবর, জাসাসের নাসিক ৭নং ওয়ার্ড সভাপতি সোলাইমান ভুইয়া, সাধারণ সম্পাদক আল ইসলাম, ৮নং ওয়ার্ড সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন শান্ত, ১০নং ওয়ার্ড সভাপতি নাজমুল হোসেন, সাধারণ সম্পাদক নাহিদ হোসেন, ৭নং ওয়ার্ড বিএনপি নেতা মোজাম্মেল হক শিপু, রুবেল আহমেদ ও কামাল হোসেনসহ প্রমূখ।
 

সম্পর্কিত নিবন্ধ