ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে শিল্পী সামিনা জামানের ‘সময়ের চিত্রকাব্য’-শিরোনামে একক চিত্র প্রদর্শনীর শেষ দিন আজ বুধবার। গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) প্রদর্শনীটি শুরু হয়েছে, চলবে আজ সন্ধ্যা সাতটা পর্যন্ত। এর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অধ্যাপক আব্দুস সাত্তার। প্রদর্শনীটি কিউরেটিং করেন শিল্পকলার ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শেখ মনির উদ্দিন। সামিনা জামান প্রাচ্যকলা বিভাগের সাবেক শিক্ষার্থী।

প্রদর্শনীতে মানব সভ্যতার প্রাচীন স্মৃতি, কাহিনি ও প্রতীকগুলোকে মানচিত্রের ভেতর নতুন আঙ্গিকে উপস্থাপন করা হয়েছে। বেশির ভাগ চিত্রকর্ম জলরংয়ে আঁকা। মূল ফ্রেমের ভেতরে মাটির গায়ের রঙে অঙ্কিত দৃশ্যগুলো পৌরাণিক কাহিনি, লোকজ উপাখ্যান এবং চিরন্তন জীবনের গল্পকে একত্রিত করেছে। এখানে মানুষ, প্রাণী, দেব-দেবী, পাখি ও নানান প্রতীক পাশাপাশি অবস্থান করছে, যেন তারা একই সময়ে ভিন্ন ভিন্ন গল্প বুনছে।

সামিনা জামানের শিল্পকর্ম সময়, প্রকৃতি এবং মানুষের অনুভূতির সূক্ষ্ম মিলনের এক ভিজ্যুয়াল যাত্রা। তাঁর প্রতিটি ছবি যেন একটি গল্প বলছে—কখনো প্রাকৃতিক দৃশ্যের নরম ছোঁয়ায়, কখনো বিমূর্ত রং ও রূপের তীব্র খেলায়। এই শিল্পকথায় দেখা যায় মানুষের অন্তর্গত আবেগ, চিন্তাভাবনা এবং জীবনচক্রের প্রতিফলন।

‘সময়ের চিত্রকাব্য’ শীর্ষক একক চিত্র প্রদর্শনীতে শিল্পী সামিনা জামানসহ অতিথিরা.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

কুবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বাংলা বিভাগ বনাম ইংরেজি বিভাগের মধ্যকার ম্যাচ দিয়ে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা- ২০২৫ উদ্বোধন করা হয়েছে। ম্যাচে ইংরেজি বিভাগকে ৪- ১ গোলে হারিয়ে বাংলা বিভাগ জয়লাভ করে। 

বুধবার (১৫ অক্টোবর) বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রতিযোগিতা উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী।

আরো পড়ুন:

হংকংয়ের মাঠ থেকে পয়েন্ট নিয়ে ফিরল বাংলাদেশ

পেনাল্টি গোলে প্রথমার্ধে পিছিয়ে বাংলাদেশ

ক্রীড়া পরিচালনা কমিটির সভাপতি প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাব উদ্দীনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপ- উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল এবং প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম।

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, “খেলোয়াড় সুলভ আচরণের মাধ্যমেই খেলা সম্পন্ন হোক এটাই আমাদের প্রত্যাশা। গতবারের তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার সুষ্ঠুভাবে খেলা সম্পন্ন হবে বলে আমি আশাবাদী। এছাড়া প্রশিক্ষকের মাধ্যমে বাছাইকৃত খেলোয়াড়দের নিয়ে জাতীয় পর্যায়ের দল গঠনের পরিকল্পনাও রয়েছে।”

ক্রীড়া পরিচালনা কমিটির সভাপতি সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাব উদ্দীন বলেন, “খেলাধুলা আয়োজনের মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীরা ভালো খেলবে, ভালো খেলা দেখবে। খেলাধুলার মাধ্যমে খেলোয়াড়দের মন হয় বড়, মানসিকতা হয় উন্নত। আর সেই মনোভাব যেন মাঠে প্রতিফলিত হয়।”

তিনি বলেন, “সৌহার্দ্যের জন্য খেলা, বন্ধুত্বের জন্য খেলা, বিরোধিতার জন্য নয়। খেলোয়াড়দের প্রতি আহ্বান জানাই, যেন তারা সুস্থ ও সুন্দরভাবে খেলা সম্পন্ন করে এবং মাঠে রেফারির সিদ্ধান্ত মেনে নিয়ে খেলা চালিয়ে যায়।”

এবারের টুর্নামেন্টে ১৯টি বিভাগ অংশগ্রহণ করেছে। আগামী ২৯ অক্টোবর ফাইনাল খেলার মধ্য দিয়ে ফুটবল প্রতিযোগিতা ২০২৫ এর আনুষ্ঠানিকতা শেষ হবে।

ঢাকা/এমদাদুল/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ