স্ট্রোক করে হাসপাতালে শাহনেওয়াজ কাকলী
Published: 15th, October 2025 GMT
অসুস্থ হয়ে পড়ায় চলচ্চিত্র পরিচালক শাহনেওয়াজ কাকলীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ররিবার (১৪ অক্টোবর) দিবাগত রাতে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। তার স্ট্রোক হয়েছে বলে জানিয়েছেন চিকৎসকরা।
আগে থেকেই উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও থাইরয়েডের সমস্যায় ভুগছিলেন শাহনেওয়াজ কাকলী। এসবের চিকিৎসাও চলছিল। গত রবিবার সকালে হঠাৎ অসুস্থ বোধ করেন। হাত–পা ঝিমঝিম করছিল, খেতে পারছিলেন না। সময় যতই গড়াতে থাকে, তার অস্বস্তি আরো বাড়তে থাকে। সন্ধ্যার পর আরো বাড়ে। রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তাৎক্ষণিকভাবে পরীক্ষা–নিরীক্ষা শেষে চিকিৎসকরা জানান, তার স্ট্রোক হয়েছে।
আরো পড়ুন:
দে দে পেয়ার দে টু: টাবুকে খুঁজছেন ভক্তরা, যা বললেন অজয়
অভিনেতা পঙ্কজ ধীর মারা গেছেন
ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও চিকিৎসক আশীষ কুমার চক্রবর্তী গণমাধ্যমে বলেন, “তিনি ইস্কেমিক স্ট্রোক করেছেন। শরীরের বাঁ পাশ কিছু অবশ। সিটিস্ক্যান করানো হয়েছে, ফিজিওথেরাপিসহ প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসাসেবা চলছে। আগামী দিনে তাকে চিকিৎসকের পর্যবেক্ষণে থাকতে হবে।”
২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘উত্তরের সুর’ চলচ্চিত্রের মাধ্যমে পরিচালনায় অভিষেক ঘটে শাহনেওয়াজ কাকলীর। মুক্তির পরই সিনেমাটি দেশ-বিদেশে প্রশংসা কুড়ায়। ভারতের গোয়া, কলকাতা ও থার্ড আই মুম্বাই ফিল্ম ফেস্টিভ্যালসহ বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হয় এটি।
কেবল তাই নয়, কাকলী পরিচালিত ‘উত্তরের সুর’ জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা সিনেমা, পার্শ্ব-অভিনেত্রী ও শিশুশিল্পী—এই তিন বিভাগে পুরস্কার লাভ করে। তার ‘নদীজন’ সিনেমা ২০১৫ সালে মুক্তি পায়। এটিও প্রশংসিত হয় এবং পুরস্কার জিতে নেয়।
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র পর চ ল
এছাড়াও পড়ুন:
জকসুর নীতিমালা পাসের সময় নিয়ে এখনো দ্বিধায় জবি প্রশাসন
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের সময় ঘনিয়ে এলেও এখনো চূড়ান্ত নীতিমালা পাস হয়নি। কবে নাগাদ নীতিমালা অনুমোদিত হবে—এ নিয়েও কোনো স্পষ্ট বক্তব্য দিচ্ছে না বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার (১৫ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তবে সভা শেষে কোনো নির্দিষ্ট নির্দেশনা পাওয়া যায়নি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যও এ বিষয়ে পরিষ্কার করে কিছু জানাতে পারেননি।
আরো পড়ুন:
জবিতে প্রথমবার স্নাতকোত্তর থিসিসে ৫০ লাখ টাকা সহায়তা
রাষ্ট্রপতির অনুমোদনের অপেক্ষায় জকসু নীতিমালা
জানা গেছে, বুধবার (১৫ অক্টোবর) সকালে জকসু নির্বাচন ২০২৫ উপলক্ষে সার্বিক প্রস্তুতি ও আইন–শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী। এতে জকসুর নির্বাচন সময়ে ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার, সিসিটিভি স্থাপন, নারী নিরাপত্তা, রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশ বজায় রাখা ও অপপ্রচার রোধে সচেতনতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাত কার্যদিবসের কথা বললেও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ রকম কোন স্পষ্ট বার্তা দেননি।
প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, “আমরা আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে মিটিং সম্পন্ন করেছি। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, আইজিপি, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আশা করছি এক সপ্তাহের মধ্যেই নীতিমালা পাস হবে। রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠানো হয়েছে, শিগগিরই হাতে পাব।”
উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, “সবকিছু ইতিবাচকভাবে এগোচ্ছে। ইনশাআল্লাহ, শিক্ষার্থীদের অংশগ্রহণ ও সহযোগিতায় নিয়ম মেনে জকসু নির্বাচন হবে।”
জকসু নীতিমালা কবে পাস হবে—জানতে চাইলে তিনি বলেন, “এটা তো আমি বলতে পারব না। এই সংবিধি নিয়ে তো আলোচনা হয়নি। আলোচনা হয়েছে আমরা কিভাবে এটা কনডাক্ট করব। তবে একটু আলোচনায় এসেছে, যতদ্রুত সম্ভব এটা হয়ে আসবে।”
ঢাকা/লিমন/মেহেদী