খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মাইনী নদী থেকে অজ্ঞাতপরিচয় এক পাহাড়ি যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল ১০টার দিকে উপজেলার বাবুছড়া ইউনিয়নের মগ্যা কার্বারিপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, সকালে নদীতে লাশটি ভাসতে দেখে এলাকার লোকজন স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য ও চেয়ারম্যানকে অবহিত করেন। এরপর তাঁদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.

জাকারিয়া প্রথম আলোকে বলেন, নিহত ব্যক্তির শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: উদ ধ র

এছাড়াও পড়ুন:

স্ট্রোক করে হাসপাতালে কাকলী, কেমন আছেন এখন

আগে থেকেই উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও থাইরয়েডের সমস্যায় ভুগছিলেন পরিচালক শাহনেওয়াজ কাকলী। এসবের চিকিৎসাও চলছিল। কিন্তু গত রোববার সকাল থেকে হঠাৎ অসুস্থতা বোধ করছিলেন। খেতে পারছিলেন না। হাত–পা ঝিমঝিম করছিল। সময় যতই গড়াতে থাকে, আরও বেশি অস্বস্তিবোধ করছিলেন। সন্ধ্যার পর শারীরিকভাবে বেশি অসুস্থতাবোধ করলে রাতেই হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেয় পরিবার। শেষমেশ যখন শাহনেওয়াজ কাকলী হাসপাতালে ভর্তি হন, তখন রোববার দিবাগত রাত। তাৎক্ষণিকভাবে পরীক্ষা–নিরীক্ষা শেষে চিকিৎসকেরা জানতে পারেন, তিনি স্ট্রোক করেছেন।

অভিনয়শিল্পী স্বামী প্রাণ রায়ের সেলফিতে পরিচালক শাহনেওয়াজ কাকলী

সম্পর্কিত নিবন্ধ