জাবিতে ভর্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা, বাড়ছে আসন
Published: 13th, November 2025 GMT
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২১ থেকে ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষার আবেদন আগামী ২৩ নভেম্বর থেকে শুরু হয়ে ৭ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত চলবে। এ বছর ২৬টি আসন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া পূর্বের মতোই শিফট পদ্ধতিতে হবে পরীক্ষা।
আরো পড়ুন:
কুবির ভর্তি পরীক্ষা শুরু ৩০ জানুয়ারি
চবিতে ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিল, কমেছে জিপিএ ও আসন
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা বিষয়টি নিশ্চিত করেন।
মোহাম্মদ আলী রেজা বলেন, “এ বছর মোট ছয়টি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘এ’ ইউনিটের অধীনে গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি), ‘বি’ ইউনিটে সমাজবিজ্ঞান অনুষদ, ‘সি’ ইউনিটে কলা ও মানবিক অনুষদ, আইন অনুষদ এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট, ‘সি ১’ ইউনিটে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ, ‘ডি’ ইউনিটের অধীনে জীববিজ্ঞান অনুষদ এবং ‘ই’ ইউনিটের অধীনে বিজনেস স্টাডিজ অনুষদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়াও ‘আইবিএ-জেইউ’ এর অধীনে ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অন্তর্ভুক্ত থাকবে।”
এ বছর ‘এ’, ‘বি’ এবং ‘সি’ ইউনিটের প্রতিটির জন্য ১ হাজার টাকা এবং ‘সি-১’, ‘ডি’, ‘ই’ ইউনিট এবং ‘আইবিএ’ এর জন্য ৭০০ টাকা করে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে।
ঢাকা/আহসান/মেহেদী
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ইউন ট র পর ক ষ
এছাড়াও পড়ুন:
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন স্টাফ নার্স ও স্টাফ অফিসার পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন বর্ডার গার্ড বাংলাদেশের ‘স্টাফ নার্স’ (দশম গ্রেড) এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ‘স্টাফ অফিসার’ (গ্রেড-১২) পদের প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। যথাক্রমে ১৭ ও ২৫ নভেম্বর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১০ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ ছাড়া বিভিন্ন কারণে স্টাফ নার্স পদে ১ জন ও স্টাফ অফিসার পদে ৩৪ জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। তাঁদের রোল নম্বর একই বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়েছে।
আরও পড়ুন৪৪তম বিসিএস: তৃতীয়বার চূড়ান্ত ফল, সুপারিশপ্রাপ্ত ১৬৭৬, যোগ্য প্রার্থী নেই ৩৪ পদে১ ঘণ্টা আগেমৌখিক পরীক্ষার বিস্তারিত১. স্টাফ নার্স
পরীক্ষার তারিখ ও সময়: ১১ নভেম্বর ২০২৫, সকাল ১০টা
পরীক্ষার স্থান: বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা।
২. স্টাফ অফিসার
পরীক্ষার তারিখ ও সময়: ২৫ নভেম্বর ২০২৫, সকাল ১০টা
পরীক্ষার স্থান: বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা।
আরও পড়ুনচাকরি বদলাবেন—এ তিনটি দিক না ভেবে সিদ্ধান্ত নয়৫ ঘণ্টা আগেপরীক্ষার্থীদের জন্য নির্দেশনা১. অনলাইনে রেজিস্ট্রেশনকালে ওয়েবসাইট থেকে ডাউনলোড করা প্রবেশপত্রই মৌখিক পরীক্ষার জন্য প্রযোজ্য হবে। মৌখিক পরীক্ষার জন্য প্রার্থীকে কমিশন থেকে কোনো আলাদা সাক্ষাৎকারপত্র প্রেরণ করা হবে না।
২. ‘স্টাফ অফিসার’ প্রার্থীদের ক্ষেত্রে মৌখিক পরীক্ষার দিন BPSC Form-5A (Applicant’s Copy)–এর সঙ্গে উচ্চতা সেন্টিমিটারে, ওজন কেজিতে ও বুকের মাপ সেন্টিমিটারে উল্লেখসংবলিত বিএমডিসি রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার কর্তৃক ত্রুটিমুক্ত শারীরিক গঠনের প্রত্যয়নপত্র জমা দিতে হবে।
৩. আবেদনপত্রে উল্লিখিত স্থায়ী ঠিকানা পরিবর্তিত হলে কিংবা নারী প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর ঠিকানা ব্যবহার করা হলে প্রার্থীকে পরিবর্তিত স্থায়ী ঠিকানার সপক্ষে সাবেক এবং বর্তমান সংশ্লিষ্ট সিটি করপোরেশনের মেয়র/কাউন্সিলর/পৌর মেয়র/ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/নোটারি পাবলিক কর্তৃক স্বাক্ষরিত সনদ জমা দিতে হবে।
৪. মৌখিক পরীক্ষার দিন কমিশন চত্বরে (ক্যানটিনসহ) মোবাইল ফোন বা কোনো প্রকার যোগাযোগ যন্ত্রসহ প্রবেশ ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ এবং কর্ম কমিশনের কোনো কর্মকর্তা–কর্মচারীর সঙ্গে আলোচনা বা আলাপচারিতায় মিলিত হওয়া নিষিদ্ধ।
আরও পড়ুন১০ম গ্রেডে পাচ্ছেন প্রাথমিকের ৬৫ হাজার ৫০২ জন প্রধান শিক্ষক, অর্থ বিভাগের সম্মতি১৯ ঘণ্টা আগে