‘ক্যায়সে পেহচানেঙ্গে…মিলিমিটার আব সেন্টিমিটার হো গ্যায়া হ্যায়’—আলোচিত ‘থ্রি ইডিয়টস’ সিনেমার সাড়া জাগানো চরিত্র মিলিমিটারকে মনে আছে? চরিত্রটিতে প্রাণ দিয়েছেন অভিনয়শিল্পী রাহুল কুমার। সেদিনের কিশোর রাহুলের বয়স এখন ৩০ বছর।

‘থ্রি ইডিয়টস’–এর মতো আরও কয়েকটি সিনেমায় অভিনয় করলেও নিজেকে ছাড়িয়ে যেতে পারেননি রাহুল। পাদপ্রদীপের আলোর বাইরে ছিলেন। এবার বিয়ের খবর নিয়ে সংবাদের শিরোনামে এলেন রাহুল। এই বছরের ৪ মে তুরস্কের মেয়ে কেজিবান দোগানকে বিয়ে করেন তিনি।

সম্প্রতি দিল্লির রাস্তায় দুজনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা গেছে, এক আলোকচিত্রী দুজনের ছবি তুলছেন।

তুরস্কের মেয়ে কেজিবান দোগানকে বিয়ে করেন রাহুল কুমার.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বন্দরে আওয়ামীলীগ ও প্রজন্মলীগের ২ নেতা গ্রেপ্তার 

বন্দরে অপরেশন ডেভিল হান্ট অভিযানে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের  ২ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ধৃতরা হলো বন্দর থানার ২৩ নং ওয়ার্ডের নবীগঞ্জ লতিফ হাজী মোড় এলাকার আব্দুল মালেক খলিফা মিয়ার ছেলে নারায়ণগঞ্জ মহানগর প্রজন্মলীগের সভাপতি রাতুল হাসান (২৮) ও একই থানার কলাগাছিয়া ইউনিয়নের বুরুন্দী এলাকার মৃত মনসুর আলী মিয়ার ছেলে আওয়ামীলীগ নেতা শাহীন (৫০)।

ধৃতদের বৃহস্পতিবার  (১৩ নভেম্বর) দুপুরে বন্দর থানার দায়েরকৃত ১১(১১)২৫ নং মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত বুধবার  (১২ নভেম্বর)  দুপুরে বন্দর থানার নবীগঞ্জস্থ লতিফ হাজী মোড় ও একই দিন রাতে বন্দর উপজেলার বুরুন্দী এলাকায় পৃথক অভিযান চালিয়ে এদেরকে  গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

জানা গেছে, গত ৬ নভেম্বর দিবাগত রাত পৌনে ৯টায় বন্দর থানার  ঢাকা টু চট্টগ্রাম মহাসড়কের কেওঢালা মেগাসিটি ফিলিং স্টেশনের সামনে পাঁকা রাস্তার উপরে জড়ো হয় নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠন আওয়ামীলী ও অঙ্গ সংগঠন ৫০/৫৫ জনের একটি দল।

পরে তারা শেখ হাসিনা ও অয়ন ওসমানের ব্যানারে একটি ঝটিকা মশাল মিছিল বের করলে তা পুলিশের নজরে আসলে ওই সময় পুলিশ উধ্বর্তন কর্তৃপক্ষকে অবহিত করে ঘটনাস্থলে আসলে ওই সময় ১৫/২০টি মোটরসাইকেল যোগে বি়ভিন্ন শ্লোগান দিতে দিতে দ্রুত  ঢাকা দিকে চলে যায়।

এ ঘটনায় জড়িত থাকার অপরাধে প্রজন্মলীগের সভাপতি রাতুল হাসান ও আওয়ামীলীগ নেতা শাহীনকে  গ্রেপ্তার করে ওই মামলায় তাদের আদালতে প্রেরণ করা হয় । 
 

সম্পর্কিত নিবন্ধ