চলতি নভেম্বর মাসেই সাংবাদিক সুরক্ষা আইন পাশ হবে : প্রেস কাউন্সিল চেয়ারম্যান
Published: 13th, November 2025 GMT
বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম জানিয়েছেন চলতি নভেম্বর মাসের মধ্যেই সাংবাদিক সুরক্ষা আইন পাশ হবে।
তিনি বলেন, সাংবাদিক সুরক্ষা আইন নিয়ে সাংবাদিকদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল। প্রায় ১৯ টি ধাপ অতিক্রম করে আইনটি পাশ হতে যাচ্ছে। এ আইন পাশ হলে সাংবাদিকরা কিছুটা হলেও শারিরীক ও পেশাগতভাবে সুরক্ষা পাবেন।
প্রেস কাউন্সিলের চেয়ারম্যান জানান, সাংবাদিক সুরক্ষা আইন ছাড়াও আরও বেশ কয়েকটি প্রস্তাবিত আইন বাস্তবায়নের পথে রয়েছে। সে আইনগুলো অচিরেই পাশ হবে বলে তিনি আশা করছেন।
বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ সার্কিট হাউজ কনফারেন্স রুমে বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে “গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ কথা জানান। কর্মশালায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত জেলার ৪৫ জন গণমাধ্যম কর্মীর অংশ গ্রহন করেন।
কর্মশালায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা নানা বিষয়ে প্রশ্ন করলে বিস্তারিত ব্যাখ্যা সহ এর জবাবও দেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম।
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে সকাল দশটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মশালায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের উপসচিব মো.
সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, আমরা কেউ কাউকে দোষারোপ না করে আমরা আমাদের নিজ দ্বায়িত্ব গুলো সততার সাথে পালন করলেই সমাজের সকল অনিয়ম ও দূর্ণীতি দূর হবে এবং সুন্দর করে গড়ে তুলতে পারবো আমাদের দেশ ।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ল দ শ প র স ক উন স ল র ব দ ক স রক ষ
এছাড়াও পড়ুন:
নারায়ণগঞ্জে আওয়ামী লীগের ৪৫ নেতাকর্মী গ্রেপ্তার
নারায়ণগঞ্জের বিভিন্ন স্থান থেকে গত ৩৬ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।
তিনি বলেন, ‘‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বৃহস্পতিবারের কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতা ও বিশৃঙ্খলার পরিকল্পনা করেছিল গ্রেপ্তারকৃতরা। এর মধ্যে আড়াইহাজার থেকে গ্রেপ্তার ৮ জন পেট্রোল, ককটেল, টায়ার, গ্যাসলাইট ও লাঠিসোঁটা হাতে নিয়ে সরকারি স্থাপনা ও যানবাহনে অগ্নিসংযোগের প্রস্তুতি নিচ্ছিল। পরে তাদের হাতেনাতে ধরতে সক্ষম হই। এছাড়া, বাকিদের নাশকতার পরিকল্পনার পাশাপাশি অনেককে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।’’
আরো পড়ুন:
নিষিদ্ধ আওয়ামী লীগের ‘লকডাউন’: আমিনবাজারে পুলিশের তল্লাশি
১৩ নভেম্বরকে ঘিরে কক্সবাজারে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী
এদিকে আওয়ামী লীগের কর্মসূচিকে ঘিরে কোনো বিশৃঙ্খলার ঘটনা না ঘটে, সে জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে শুরু করে জেলার বিভিন্ন সড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে। কাউকে সন্দেহভাজন মনে হলে তল্লাশি করা হচ্ছে। মানুষের জানমাল নিরাপত্তায় পুলিশ সর্বোচ্চ তৎপর রয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী।
ঢাকা/অনিক/রাজীব