জুলাই অভ্যুত্থান থেকে জন্ম নেওয়া রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) নিয়ে রচিত প্রথম গ্রন্থ ‘এনসিপির যাত্রা’ প্রকাশিত হতে যাচ্ছে আগামী ১৫ নভেম্বর। বইটি লিখেছেন এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও সহ-শিক্ষা সম্পাদক মাহাবুব আলম। বইটি প্রকাশ করবে আদর্শ প্রকাশনী।

লেখক মাহাবুব আলম জানান, ‘এনসিপির যাত্রা’ হলো রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) নিয়ে রচিত প্রথম গ্রন্থ। এতে এনসিপির রাজনৈতিক কর্মসূচি, সাংগঠনিক কার্যক্রম এবং রাজনৈতিক বক্তব্য সন্নিবেশিত হয়েছে। যার মাধ্যমে দলটির প্রাথমদিকের কর্মকাণ্ডের একটি সামগ্রিক চিত্র পাঠকের সামনে উপস্থাপিত হবে।

আরো পড়ুন:

ভ্রমণগ্রন্থ ‘নান্দনিক নেপাল’ প্রকাশিত

উপন্যাস ‘মোকাম সদরঘাট’ নিয়ে বুকটক

তিনি বলেন, “বইটিতে শেখ হাসিনার দীর্ঘমেয়াদি ফ্যাসিবাদী শাসনের একটি সমালোচনামূলক বিশ্লেষণ অন্তর্ভুক্ত করা হয়েছে, যা বাংলাদেশের গণতান্ত্রিক কাঠামো, নাগরিক অধিকার এবং রাজনৈতিক সংস্কৃতির জটিল বাস্তবতা বোঝার ক্ষেত্রে বিশেষভাবে সহায়ক হবে।”

মাহাবুব আলম জানান, এই বই তিন শ্রেণির পাঠকের জন্য উপযোগী হতে পারে—সাধারণ পাঠক, যারা এনসিপির রাজনৈতিক কর্মকাণ্ড ও অবস্থান সম্পর্কে জানতে আগ্রহী। এনসিপির নেতাকর্মী, যারা নিজেদের অতীত কর্মকাণ্ডের একটি সুনির্দিষ্ট ধারণা লাভ করবেন, যা তাদের আগামী দিনের কর্মপরিকল্পনা নির্ধারণে সহায়ক হতে পারে। গবেষক ও শিক্ষাবিদ, যারা বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক ইতিহাস নিয়ে গবেষণা করতে চান, বিশেষত নতুন উদীয়মান রাজনৈতিক শক্তি হিসেবে এনসিপিকে নিয়ে একাডেমিক অনুসন্ধান চালাতে আগ্রহী গবেষকদের জন্যও এই বই একটি প্রাথমিক সূত্র হিসেবে কাজ করবে।

ঢাকা/রায়হান/সাইফ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর জ ত য় ন গর ক প র ট এনস প এনস প র য র জন ত ক প রক শ

এছাড়াও পড়ুন:

মুশফিকের স্টাম্পিংয়ের রেকর্ড এখন লিটনের

গত জুনে গলে প্রথম টেস্টে শ্রীলঙ্কার ওপেনার লাহিরু উদারাকে স্টাম্পড করে মুশফিকুর রহিমের পাশে বসেছিলেন লিটন দাস। টেস্ট লিটনের সেটি ছিল ১৫তম স্টাম্পিং। মুশফিকের স্টাম্পিংও ১৫টি। এত দিন এটাই ছিল বাংলাদেশের উইকেটকিপারদের স্টাম্পিংয়ের রেকর্ড।

আজ সিলেটে সেই রেকর্ডটা একান্তই নিজের করে নিলেন লিটন। হাসান মুরাদের বলে লোরকান টাকারকে স্টাম্পড করেই রেকর্ডটা করেছেন লিটন। বাংলাদেশের উইকেটকিপার চার ওভার পরেই পেয়ে যান ১৭তম স্টাম্পিং শিকার। এবার মেহেদী হাসান মিরাজের বলে অ্যান্ডি ম্যাকব্রাইনকে ফিরিয়েছেন লিটন।

তিন সংস্করণ মিলিয়ে বাংলাদেশের স্টাম্পিংয়ের রেকর্ডটা মুশফিকের। ১০১টি স্টাম্পিং করেছেন মুশফিক। স্টাম্পিংয়ের রেকর্ডে বিশ্বে মুশফিকের অবস্থান চারে। ভারতের মহেন্দ্র সিং ধোনি (১৯৫) ও দুই শ্রীলঙ্কান কুমার সাঙ্গাকারা (১৩৯) ও রমেশ কালুভিতারানাই (১০১) শুধু স্টাম্পিংয়ের এই রেকর্ডে মুশফিকের ওপরে আছেন।

সরাসরি: সিলেট টেস্ট

বাংলাদেশের কিপারদের মধ্যে ৪৪ স্টাম্পিং নিয়ে দুইয়ে খালেদ মাসুদ। ৩৪টি স্টাম্পিং করে এরপরই আছেন লিটন।

টেস্টে সবচেয়ে বেশি স্টাম্পিংয়ের রেকর্ড বার্ট ওল্ডফিল্ডের। ১৯২০ থেকে ১৯৩৭ সালের মধ্যে অস্ট্রেলিয়ার হয়ে ৫৪ টেস্টে ৫২ বার স্টাম্পিং করেছেন ওল্ডফিল্ড।

আরও পড়ুনটেস্টে বাংলাদেশের যত গৌরব ও অগৌরবের বিশ্ব রেকর্ড ২০ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ