বড় পর্দায় পা রাখতে চলেছেন জুনাইদ খান। আমির খান-পুত্রের এই ছবির নায়িকা আরেক তারকা-কন্যা খুশি কাপুর। নতুন এই জুটিকে অদ্ভেত চন্দন পরিচালিত লাভইয়াপা ছবিতে দেখা যাবে। জুনাইদ আর খুশি আগেই অভিনয়জগতে পা রেখেছেন। নেটফ্লিক্সের ‘মহারাজ’ ছবিতে জুনাইদকে দেখা গিয়েছিল। আর নেটফ্লিক্সের ‘দ্য আর্চিজ’ সিরিজে অভিনয় করেছেন শ্রীদেবী-বনি কাপুরের কন্যা খুশি। তবে বড় পর্দায় এই প্রথম তাঁদের সিনেমা মুক্তি পেতে চলেছে। গত শুক্রবার মুম্বাইয়ের এক প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে রোমান্টিক-কমেডি ছবিটির ট্রেলার। আসরে উপস্থিত ছিলেন স্বয়ং আমির খান। এদিন একদম বিন্দাস মেজাজে ছিলেন আমির। সবার সঙ্গে অকপটে ভাগ করে নিয়েছিলেন নিজের জীবনের নানা কথা।

আমার কাছে প্রেমের অর্থ হলো এমন এক আত্মার সাথিকে খুঁজে পাওয়া, যার সঙ্গে আপনি সুখী থাকবেন। আর মনে হবে আপনি আপনার গন্তব্যে পৌঁছে গেছেন। আমি যখন এমন একজন মানুষকে খুঁজে পাব, তখন নিজের সঙ্গে নিজেকে সংযোগ করতে পারব।আমির খান


ছবির নাম ‘লাভইয়াপা’, হয়তো এ কারণে ঘুরেফিরে আসে প্রেম-ভালোবাসার প্রসঙ্গ। ব্যক্তিগত জীবনে আমির কতটা রোমান্টিক?

অকপটে জবাব, ‘কসম, আমি খুব রোমান্টিক মানুষ। শুনে হয়তো খুব মজার লাগছে। আমার দুই সাবেক স্ত্রীকে জিজ্ঞেস করতে পারেন। তাই আমার সব প্রিয় ছবি রোমান্টিক। রোমান্টিক ছবিতে আমি হারিয়ে যাই। প্রকৃত ভালোবাসার প্রতি আমার আস্থা আছে। আমরা যেমন জীবনের পথে আরও এগিয়ে যাই, ভালোবাসাকে ঘিরে আমাদের বোধবুদ্ধি এভাবেই এগিয়ে যায়। আমি যত এগোচ্ছি, আমার মধ্যে কী কী খামতি এবং ত্রুটি আছে, তা খুঁজে পাচ্ছি। সেসব ভুলত্রুটি সংশোধন করার চেষ্টা করছি।’

খুশি কাপুর, আমির খান ও জুনাইদ খান। এএনআই.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

আমির খান আলোচিত যে ৭ সিনেমা ফিরিয়ে দিয়েছিলেন

‘সাজন’
লরেন্স ডিসুজার এই রোমান্টিক সিনেমাটি উপমহাদেশজুড়েই ব্যাপক জনপ্রিয়তা পায়, সিনেমাটির গানগুলোও মানুষের মুখে মুখে ফেরে। বিভিন্ন ভাষায় সিনেমাটির রিমেক হয়। তবে মূল সিনেমাটিই আদতে একটি ফরাসি নাটক থেকে অনুপ্রাণিত। আলোচিত এ হিন্দি সিনেমায় অভিনয় করেন সঞ্জয় দত্ত, মাধুরী দীক্ষিত ও সালমান খান। এ ছাড়া ছিলেন কাদের খান। ১৯৯১ সালে এটি ছিল সবচেয়ে ব্যবসাসফল হিন্দি সিনেমা। শুরুতে এ ছবির প্রস্তাব যায় আমির খানের কাছে। কিন্তু তাঁর কাছে চরিত্রটি পছন্দ হয়নি। আমির খান জানান, চরিত্রটির সঙ্গে তিনি কোনোভাবেই একাত্মবোধ করতে পারছেন না, তাই ফিরিয়ে দেন।

‘ডর’ সিনেমার দৃশ্য। আইএমডিবি

সম্পর্কিত নিবন্ধ