তুরস্কে বোলুতে একটি স্কি রিসোর্টে অগ্নিকাণ্ডে অন্তত ৬৬ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও অন্তত ৫১ জন। সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে গ্রান্ড কার্তাল হোটেল নামের ১২ তলা ওই আবাসিক হোটেলে আগুন লাগে। খবর বিবিসির 

জানা গেছে, বছরের এই ব্যস্ত সময়ে হোটেলটিতে ২৩৪ জন অতিথি ছিলেন।

তুরস্কের গণমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, অনেকে জানালা থেকে বিছানার চাদর বা কাপড় ঝুলিয়ে ভবনের আগুন থেকে পালানোর চেষ্টা করছেন।

বোলু গভর্নর আবদুল্লাআজিজ আয়দিন বলেন, প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে চারতলায় হোটেলের রেস্তোরা থেকে আগুনের সূত্রপাত হয়েছিল। পরে সেটি ওপরের তলাগুলোয় ছড়িয়ে পড়ে।

হোটেলের কক্ষগুলো আরও অতিথি আটকে আছে কিনা, এখন তার অনুসন্ধান চলছে বলেও জানান তিনি। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ত রস ক

এছাড়াও পড়ুন:

প্রতিমা বিসর্জনে গিয়ে নদীতে পড়ে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার

নওগাঁর মহাদেবপুর উপজেলায় আত্রাই নদীতে দুর্গাপূজার প্রতিমা বিসর্জন দিতে গিয়ে নৌকা থেকে পানিতে পড়ে নিখোঁজ কিশোর রনির (১৬) লাশ ২৪ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা। 

শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৬টায় আত্রাই নদীর বেইলি ব্রিজের দক্ষিণ পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। 

আরো পড়ুন:

নিজ ঘর থেকে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

মাতামুহুরী নদীতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যদের উদ্ধার অভিযান পরিচালনার সময় লাশ ভাসতে দেখে স্থানীয়রা তাদের খবর দেয়। তারা লাশ উদ্ধার করে। 

বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেল ৫টায় আত্রাই নদীতে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে রনিসহ দুই কিশোর নৌকা থেকে পড়ে যায়। সঙ্গে সঙ্গে এক যুবক তাদের উদ্ধারে পানিতে ঝাঁপিয়ে পড়ে। তিনি একজনকে উদ্ধার করতে পারেন। তবে রনিকে খুঁজে পাওয়া যায়নি। 

ঢাকা/সাজু/বকুল 

সম্পর্কিত নিবন্ধ