টানা দ্বিতীয় অর্ধশতক হলো না নাঈমের
Published: 22nd, January 2025 GMT
আগের ম্যাচে দুর্দান্ত হাফ সেঞ্চুরি করে চমক দেখিয়েছিলেন নাঈম ইসলাম। বিপিএলে প্রায় এক যুগ পর হাফ সেঞ্চুরি তুলে দলকে জেতানোর পাশাপাশি হয়েছিলেন ম্যাচসেরা। তবে ঢাকার বিপক্ষে সেই ফর্মটা ধরে রাখতে পারেননি চিটাগংয়ের এই অভিজ্ঞ ব্যাটার।
ঢাকার বিপক্ষে শুরুটা ধীরস্থিরই করেছিলেন নাঈম ও আফগান ওপেনার জুবায়েদ আকবরি। দুজনে গড়েন ৪০ রানের জুটি। তবে অষ্টম ওভারে প্রথম আঘাত হানেন মোসাদ্দেক হোসেন সৈকত। নিজের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে টার্ন করে নিচু হয়ে আসা ডেলিভারিতে আকবরিকে বোল্ড করেন তিনি। ১৯ বলে ২৩ রান করে স্টাম্প হারান এই আফগান ওপেনার।
প্রথম উইকেট হারানোর পর নাঈম ইসলাম ও গ্রাহাম ক্লার্কের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে চিটাগং। তবে ১৩তম ওভারে টানা দুটি উইকেট হারায় তারা। ১৯ বলে ১৮ রান করা ক্লার্ক অপু’র ফ্লাইট ডেলিভারিতে লং অফে ক্যাচ দিয়ে ফেরেন। তার ঠিক পরের বলেই স্টাম্পিংয়ের ফাঁদে পড়েন হুসাইন তালাত। পাকিস্তানের এই অলরাউন্ডার দুই বলে মাত্র ২ রান করেন।
১৪তম ওভারে দলের বড় ভরসা নাঈম ইসলামও বিদায় নেন। মোসাদ্দেক হোসেন সৈকতের অফ স্টাম্প লক্ষ্য করে করা ডেলিভারিতে স্লগ সুইপ করতে গিয়ে ডিপ মিড উইকেটে ক্যাচ তুলে দেন নাঈম। ৪০ বলে ৪৪ রান করে আউট হন তিনি। নাঈমের বিদায়ের পর ১৪.
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
গিয়াস কাদের চৌধুরী ও গোলাম আকবর খোন্দকারকে শোকজ
বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকারকে শোকজ করা হয়েছে। আজ বুধবার দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ তাদের এ নোটিশ পাঠানো হয়েছে বলে বিএনপির দপ্তর সূত্র নিশ্চিত করেছে।
গত বছরের নভেম্বরে কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস কাদের চৌধুরীকে একবার শোকজ করা হয়েছিল। তখন তিনি শোকজের জবাব দিয়েছিলেন। তবে অসন্তোষ প্রকাশ করে গিয়াস কাদেরকে সতর্ক করেছিল বিএনপি।
গিয়াস কাদের চৌধুরী ফজলুল কাদের চৌধুরীর ছেলে ও প্রয়াত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ভাই। আর চট্টগ্রাম উত্তর জেলার রাজনীতিতে গিয়াসের সঙ্গে গোলাম আকবরের প্রকাশ্য দ্বন্দ্ব দীর্ঘদিনের।