হাফভাড়া দিতে চাওয়ায় সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) এক শিক্ষার্থীকে বাসের হেলাপর মারধর করার প্রতিবাদে সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।

সোমবার (২৭ জানুয়ারি) সকাল ১১টার দিকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এসময় শিক্ষার্থীরা ৬ দফা দাবি জানান। শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুকান্ত সাহা ঘটনাস্থলে গিয়ে সমস্যা সমাধানের আশ্বাস দিলে আধাঘণ্টা পর শিক্ষার্থীরা সড়ক থেকে সরে যান।  

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবিগুলো হলো- পুরো সপ্তাহ ২৪ ঘণ্টা হাফপাস নিশ্চিত করতে হবে। বিকেল ৪টার মধ্যে বাসের অভিযুক্ত হেলপারকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে সবার সামনে ক্ষমা চেতে হবে। সব শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মার্জিত ব্যবহার করতে হবে। প্রতিটি বাসে হাফপাস লিফলেট লাগাতে হবে। শিক্ষার্থী সংখ্যা নূন্যতম একজন হলেও বাস দাঁড় করানো ও হাফপাস নিতে হবে। 

আরো পড়ুন:

অবশেষে ঢাবি থেকে আলাদা হলো ৭ কলেজ 

বিচারক অপসারণের দাবি
জেলা প্রশাসকের আশ্বাসে ঘরে ফিরলেন আন্দোলনকারীরা

অবরোধ শেষে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন ইউএনও সুকান্ত সাহা। এসময় সেখানে উপস্থিত ছিলেন- সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড.

সেখ আব্দুল লতিফ, বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন ও গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. হারুন অর রশিদ, বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের চেয়ারম্যান রাশেদ মাহমুদ, সুনামগঞ্জ জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুল হক ও মালিক পরিবহনের দায়িত্বশীল মিজানুর রহমান।

ঢাকা/মনোয়ার/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর স ন মগঞ জ

এছাড়াও পড়ুন:

৭ দফা দাবিতে নর্থ বেঙ্গল সুগার মিলে ফটক সভা

নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলে ৭ দফা দাবিতে গেট মিটিং (ফটক সভা) করেছে মিলের শ্রমিক-কর্মচারীরা। মঙ্গলবার বেলা ১১টায় মিলের প্রশাসনিক ভবনের সামনে এই সভা অনুষ্ঠিত হয়।

এসময় সরকারি প্রণোদনার ৫ শতাংশ পে-কমিশনের কর্মচারী ও কর্মকর্তাদের ন্যায় প্রতিমাসে শ্রমিক এবং দৈনিক হাজিরার জনবলকে দিতে হবে, পে-কমিশনের কর্মচারীদের সঙ্গে ওয়েজ কমিশনের শ্রমিক ও দৈনিক হাজিরার চুক্তিভিত্তিক জনবলদের নামসম্বলিত মহার্ঘ ভাতা ঘোষণাসহ ৭ দফা দাবি জানান বক্তারা।

গেট মিটিংয়ে নর্থ বেঙ্গল সুগার মিলের সিবিএ সভাপতি আশরাফুজ্জামান উজ্জ্বলের সভাপতিত্বে বক্তব্য রাখেন শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সহ-সভাপতি মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পিন্টু, সাংগঠনিক সম্পাদক মমিনুল ইসলাম মমিন, সাবেক সাধারণ সম্পাদক আ. মমিন, শ্রমিক নেতা আব্দুল হাই প্রমুখ। এসময় চিনিশিল্পকে দুর্নীতি মুক্ত করার দাবিও জানান বক্তারা।

সম্পর্কিত নিবন্ধ

  • ব্রাহ্মণবাড়িয়ায় রাতে ‘টর্চলাইট জ্বালিয়ে’ দুই পক্ষের সংঘর্ষ, ইউএনও-ওসিসহ আহত ৩০
  • পড়াশোনায় ফিরছেন দিনাজপুরের ‘ইংলিশম্যান’ হৃদয়, শেখাবেন ইংরেজি
  • চকলেটের লোভ দেখিয়ে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, বৃদ্ধ গ্রেপ্তার
  • আ.লীগ নেতাকে নিয়ে মানববন্ধন করে ইউএনওকে ‘ফ্যাসিবাদের দোসর’ আখ্যা
  • আড়াইহাজারে পাওয়ারলুম শ্রমিকদের সড়ক অবরোধ
  • নারায়ণগঞ্জে ৩০ স্কুলে চালু হলো ‌‘মিড ডে মিল’
  • ৭ দফা দাবিতে নর্থ বেঙ্গল সুগার মিলে ফটক সভা
  • গাজীপুরে ১০ মাটি খেকোকে কারাদণ্ড
  • পাঠাগার থেকে লুট হওয়া বই ফেরত পেলো কর্তৃপক্ষ
  • দমদমিয়া আলোর পাঠশালায় গিয়ে শিক্ষার্থীদের খোঁজখবর নিলেন ইউএনও