বাংলাদেশ-সহ এশিয়া, আফ্রিকা এবং ইউরোপীয় বিভিন্ন দেশ থেকে ভেড়া, ছাগল, হাঁস-মুরগি, অন্যান্য পশু এবং পশুপণ্য আমদানি নিষিদ্ধ করেছে চীন। গবাদি পশুর পক্স ও পা-মুখের রোগের প্রাদুর্ভাবের কারণে দেশটির জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস এই নিষেধাজ্ঞা আরোপ করেছে বলে সোমবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে।

এর আগে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বের বিভিন্ন দেশে গবাদিপশু ও অন্যান্য পশুপাখির রোগের প্রাদুর্ভাবের বিষয়ে তথ্য প্রকাশ করে। এরপর গত ২১ জানুয়ারি চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস একাধিক বিবৃতি জারি করে নিষেধাজ্ঞা আরোপের তথ্য জানায়।

চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস বলছে, গবাদিপশু ও অন্যান্য পশুপাখির মাঝে পক্স ও পা-মুখের রোগ ছড়িয়ে পড়ায় আফ্রিকা, এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে ভেড়া, ছাগল, হাঁস-মুরগি ও অন্যান্য পশুর আমদানি নিষিদ্ধ করা হয়েছে। বিভিন্ন ধরনের প্রক্রিয়াজাত এবং অপ্রক্রিয়াজাত পশুপণ্যও এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছে।

বিশ্বের বৃহত্তম মাংস আমদানিকারক দেশ চীনের এই নিষেধাজ্ঞায় ঘানা, সোমালিয়া, কাতার, কঙ্গো প্রজাতন্ত্র, নাইজেরিয়া, তানজানিয়া, মিসর, বুলগেরিয়া, পূর্ব তিমুর এবং ইরিত্রিয়া ক্ষতিগ্রস্ত হবে। এছাড়াও চীনা কর্তৃপক্ষ বলেছে, ভেড়া ও ছাগলের পক্সের প্রাদুর্ভাবের কারণে ফিলিস্তিন, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল এবং বাংলাদেশ থেকেও ভেড়া, ছাগল এবং অন্যান্য পশুপণ্য আমদানি নিষিদ্ধ করা হয়েছে।

পা ও মুখের রোগের প্রাদুর্ভাবের কারণে জার্মানি থেকেও শূকর ও শূকরের পণ্য আমদানি নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছে বেইজিং।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: আমদ ন ন ষ দ ধ কর

এছাড়াও পড়ুন:

জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। সে অনুযায়ী আগামী ৩১ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে।

বুধবার (৩০ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপাচার্যের কাউন্সিল কক্ষে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান তফসিল ঘোষণা করেন।

নির্বাচনি তফসিল অনুযায়ী, আগামী ১২ মে খসড়া ভোটার তালিকা ও খসড়া আচরণবিধি প্রকাশ করা হবে। ২১ মে বিকেল ৫টা পর্যন্ত ভোটার তালিকা সম্পর্কে আপত্তি ও মতামত গ্রহণ করা হবে। ৩০ জুন চূড়ান্ত হালনাগাদ ভোটার তালিকা ও চূড়ান্ত আচরণবিধি প্রকাশ করা হবে। 

নির্বাচনে অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রার্থীগণ ১ থেকে ৩ জুলাই বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। ১ থেকে ৭ জুলাই বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন প্রার্থীগণ। মনোনয়নপত্র যাচাই-বাছাই ও খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ৯ জুলাই।

মনোনয়নপত্রের বৈধতার বিষয়ে এবং বাতিলের বিরুদ্ধে আপিল আবেদন গ্রহণ করা হবে ১১ জুলাই বিকেল ৫টা পর্যন্ত। আপিলের শুনানি গ্রহণ ও রায় ঘোষণা করা হবে ১৩ জুলাই বিকেল ৫টা পর্যন্ত।

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৪ জুলাই বিকেল ৫টা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ১৫ জুলাই। ১৬ থেকে ২৮ জুলাই রাত ১২টা পর্যন্ত চলবে নির্বাচনী প্রচারণা। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ১৬ জুলাই।

১৯৯২ সালে সর্বশেষ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘ ৩২ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের জাকসু নির্বাচন।

ঢাকা/আহসান/রাজীব

সম্পর্কিত নিবন্ধ