বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রর দুই ছেলে সানি দেওল ও ববি দেওল। ববি থেকে বছর দশেকের বড় সানি। বলা চলে, ছোট থেকেই ভাইকে আগলে রেখেছেন প্রতি মুহূর্তে। ৫৬ বছরে পা দিলেন ববি। অর্থাৎ আজ তার জন্মদিন। ভক্ত-সহকর্মীরাও অভিনেতাকে জন্মদিনে শুভেচ্ছা ও ভালোবাসা ভরা বার্তায় ভরিয়ে দিয়েছেন। ছোট ভাইকে শুভেচ্ছা জানিয়েছেন বড় ভাই সানি দেওলও।

৯০-এর দশকের নায়ক হলেও প্রজন্মের কাছে তিনি নতুনভাবে নজর কেড়েছেন তার ছবি ‘অ্যানিম্যাল’র মাধ্যমে। এই ছবিতে খলনায়কের ভূমিকায় ধরা দিয়েছিলেন অভিনেতা। ‘অ্যানিম্যাল’ সিনেমা সূত্রেই এখন তিনি ‘লর্ড ববি’।

সানি ও ববির মধ্যে সম্পর্কের সমীকরণ কারও অজানা নয়। বিশেষ এই দিনে ববিকে শুভেচ্ছা জানিয়েছেন তার ভাই অভিনেতা সানি দেওল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ববি দেওলের সঙ্গে একটি ছবি পোস্ট করে ভাইকে শুভেচ্ছা জানিয়েছেন সানি। ছবিতে ধর্মেন্দ্রর দুই ছেলে একে অপরকে জড়িয়ে ছিলেন।

ক্যাপশনে সানি দেওল লিখেছেন, ‘শুভ জন্মদিন আমার ছোট ভাই আমার লর্ড ববি।’ এখানেও সেই ‘লর্ড ববি’র জয়জয়কার। কারণ সোশ্যাল মিডিয়ায় ববির ভক্তরা তাকে ভালোবেসে এই নামেই বর্তমানে ডাকেন। আর তাই ববি অনুরাগীদের সুরে সুর মিলিয়ে সানিও ভালোবেসে মজা করে ভাই ববিকে ‘লর্ড ববি’ বলেছেন।

সানির এই মন ছুঁয়ে যাওয়া পোস্ট প্রকাশ্যে আসতেই তা দ্রুত ভক্তদের দৃষ্টি আকর্ষণ করেছে। তারাও সানি দেওলের পোস্টে নানা কমেন্টে ভরিয়ে দিয়েছেন। তারা জন্মদিনের শুভেচ্ছার পাশাপাশি ববিকে প্রশংসায়ও ভরিয়ে দিয়েছেন। সূত্র: হিন্দুস্থান টাইমস।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

আমির খান আলোচিত যে ৭ সিনেমা ফিরিয়ে দিয়েছিলেন

‘সাজন’
লরেন্স ডিসুজার এই রোমান্টিক সিনেমাটি উপমহাদেশজুড়েই ব্যাপক জনপ্রিয়তা পায়, সিনেমাটির গানগুলোও মানুষের মুখে মুখে ফেরে। বিভিন্ন ভাষায় সিনেমাটির রিমেক হয়। তবে মূল সিনেমাটিই আদতে একটি ফরাসি নাটক থেকে অনুপ্রাণিত। আলোচিত এ হিন্দি সিনেমায় অভিনয় করেন সঞ্জয় দত্ত, মাধুরী দীক্ষিত ও সালমান খান। এ ছাড়া ছিলেন কাদের খান। ১৯৯১ সালে এটি ছিল সবচেয়ে ব্যবসাসফল হিন্দি সিনেমা। শুরুতে এ ছবির প্রস্তাব যায় আমির খানের কাছে। কিন্তু তাঁর কাছে চরিত্রটি পছন্দ হয়নি। আমির খান জানান, চরিত্রটির সঙ্গে তিনি কোনোভাবেই একাত্মবোধ করতে পারছেন না, তাই ফিরিয়ে দেন।

‘ডর’ সিনেমার দৃশ্য। আইএমডিবি

সম্পর্কিত নিবন্ধ