ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নিয়োগ শব্দটির সঙ্গে গত ১৫ বছর ‘বাণিজ্য’ শব্দটি যেন নিবিড়ভাবে জড়িত ছিল। শিক্ষক-কর্মচারী নিয়োগ নিয়ে এই ১৫ বছরে অসংখ্যবার বিশ্ববিদ্যালয়ে বাণ্যিজ্যের অভিযোগ, অডিও ফাঁস, ভাঙচুর, আন্দোলন, সংঘর্ষ, হট্টগোলসহ বিভিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এ নিয়ে বিভিন্ন মাধ্যমে ক্ষোভ প্রকাশ, গণমাধ্যমে লেখালেখি হলেও পাল্টায়নি কিছু। দলীয় প্রভাবের কারণে শাস্তির আওতায় আসত না অভিযুক্তরা। বর্তমানে পরিবর্তিত পরিস্থিতিতে নিয়োগ নিয়ে দুর্নীতি-অনিয়মের ইতিহাস ভুলে নতুনভাবে শুরু করতে চায় প্রশাসন। এর মধ্যেই বিশ্ববিদ্যালয়ে আবার শুরু হচ্ছে শিক্ষক নিয়োগ। এর আগে হওয়া বিভিন্ন অনিয়মের ঘটনার পুনরাবৃত্তি চান না কেউ। শিক্ষক-শিক্ষার্থী সবার দাবি, যোগ্যতা ও মেধার ভিত্তিতে হোক শিক্ষক নিয়োগ।

গত ২০ জানুয়ারি পাঁচটি বিভাগে শিক্ষক নিয়োগ-সংক্রান্ত বিজ্ঞপ্তি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রচার করা হয়। ২২ জানুয়ারি আরও ছয়টি বিভাগে দেওয়া হয় নিয়োগ বিজ্ঞপ্তি। একটি সূত্র জানিয়েছে, বিজ্ঞপ্তি প্রচারের পরপরই নিয়োগ নিয়ে আবার বিশ্ববিদ্যালয়ে কয়েকটি মহল তৎপর হয়ে উঠেছে। পছন্দের প্রার্থীর জন্য শুরু হয়েছে তোড়জোড়-লবিং। 

ইসলামী বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বাণিজ্যের সূচনা হয় মূলত ২০০৪ সালে তৎকালীন উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলামের সময়ে। এ সময় নিয়োগ বাণিজ্য এমন পর্যায়ে পৌঁছেছিল যে, দায়িত্ব গ্রহণের মাত্র দুই বছর পর আন্দোলনের মুখে উপাচার্য পদ ছাড়তে বাধ্য হন। নবম উপাচার্য অধ্যাপক ফয়েজ সিরাজুল হক তাঁর মেয়াদে কোনো নিয়োগই দেননি। এর পর ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত চারজন উপাচার্য দায়িত্ব পালন করেছেন। প্রত্যেকেই দায়িত্বের শুরুতে দুর্নীতির বিরুদ্ধে কঠোর বার্তা দিলেও নিয়োগসহ নানা বিষয়ে অনিয়ম-দুর্নীতির বিভিন্ন অভিযোগ তাদের পিছু ছাড়েনি। দশম উপাচার্য ড.

এম আলাউদ্দিন ও একাদশতম উপাচার্য ড. আবদুল হাকিম সরকারের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ ওঠায় ইউজিসির দুর্নীতি তদন্ত এবং শিক্ষক সমিতির লাগাতার আন্দোলনের কারণে তাদের অব্যাহতি দেওয়া হয়। ২০১৬ সালে ড. হারুন-উর-রশীদ আসকারী দ্বাদশ উপাচার্য হিসেবে যোগদানের পর তিন দফায় ফাঁস হয় নিয়োগ বাণিজ্যের অডিও ক্লিপ। সর্বশেষ ১৩তম উপাচার্য ড. শেখ আবদুস সালামেরও নিয়োগ বাণিজ্য ও চাকরির পরীক্ষার প্রশ্নফাঁসের ১৪টি অডিও ফাঁস হয়েছিল। নিয়োগকে কেন্দ্র করে অফিস ভাঙচুর, উপাচার্যের কার্যালয়ে হট্টগোল, গাড়ি ভাঙচুর ও পুড়িয়ে দেওয়াসহ শিক্ষকদের ওপর হামলার মতো ন্যক্কারজনক ঘটনার জন্ম দিয়েছিল ছাত্রলীগ। এ ছাড়া তৎকালীন প্রশাসনগুলোর আমলে অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটি নিয়েও রয়েছে বিতর্ক।
অভিযোগ আছে, গত ১৫ বছরে নিয়োগ পাওয়া মোট ১৮৪ জন শিক্ষকের সবাই ছিলেন আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত। বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থি শিক্ষক সংগঠন শাপলা ফোরামের সর্বশেষ নির্বাচনের ভোটার তালিকায় তাদের সবার নাম পাওয়া গেছে।

সচেতন শিক্ষক-শিক্ষার্থীরা বলছেন, বিশ্ববিদ্যালয়ে নিয়োগ নিয়ে এর আগে যা ঘটেছে, সেগুলো কলঙ্কজনক অধ্যায়। এসবের যেন আর পুনরাবৃত্তি না হয়। জুলাই অভ্যুত্থানের পর সবাই দুর্নীতির বিরুদ্ধে অবস্থানের শপথ করেছেন। এবার প্রশাসনের নিজেদের প্রমাণের পালা। 
ইবি ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, নিয়োগে দলীয় প্রভাব খাটানোর কোনো সুযোগ নেই। বিশ্ববিদ্যালয় প্রশাসন যেভাবে 
ভালো মনে করবে, সেভাবেই হবে। আমরা চাই, সততা, যোগ্যতা ও মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগ দেওয়া হোক।
একই কথা বলেছেন ইবি শাখা ছাত্রশিবির সভাপতি মাহমুদুল হাসান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক মুখলেসুর রহমান সুইট বলেন, শিক্ষক নিয়োগে অনিয়মে কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের অপসারণের দাবিতে ছাত্রসমাজ মাঠে থাকবে।
এ বিষয়ে কথা বলতে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর ফোন নম্বরে বারবার কল করা হলেও তিনি সাড়া দেননি। উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী বলেন, ‘আমরা কোনো দলের নই। তাই দলীয়করণের প্রশ্নই আসে না। কঠিন পরীক্ষার মাধ্যমে যাচাই করা হবে। কেউ মেধার ভিত্তিতে নিয়োগ হয়নি প্রমাণ করতে পারলে এই পদে থাকব না।’
 

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

বিএনপির শ্রমিক সমাবেশ শুরু 

কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়েছে বিএনপির শ্রমিক সমাবেশ। মহান মে দিবস উপলক্ষে ঢাকার নয়াপল্টনে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত এ সমাবেশে হাজার হাজার নেতকর্মী উপস্থিত হয়েছেন।

বৃহস্পতিবার (১ মে) দুপুর ২টা ১৫ মিনিটে ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কারী গোলাম মোস্তফার কোরআন তেলাওয়াত শুরু করেন।

এর আগে দুপুর ১২টা থেকে সমাবেশ মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। এতে বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাসের শিল্পীরা গান পরিবেশন করেন। 

দুপুর আড়াইটায় আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই মিছিল নিয়ে ঢাকা মহানগরী ও আশপাশের জেলা থেকে দলে দলে নেতাকর্মীরা যোগ দেন সমাবেশে।

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে সমাবেশ মঞ্চে উপস্থিত আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুসহ বিএনপির সিনিয়র নেতারা। সমাবেশে শ্রমিক দলের পক্ষ থেকে তুলে ধরা হবে ১২ দফা দাবি। 

সমাবেশ স্থলে দেখা যায়, নেতাকর্মীরা ব্যানার, মাথায় নানা রঙের ক্যাপ, দলীয় টি-শার্ট পরে নয়পল্টনে আসছেন। জায়গায় জায়গায় চলছে স্লোগান, দলীয় সংগীত আর ঢাক-ঢোলের বাদ্য।

সমাবেশস্থলে দলের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি উপস্থিত রয়েছেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আহ্বায়ক হেলাল খান, সদস্যসচিব জাকির হোসেন রোকন প্রমুখ।

এদিকে, আইনশৃঙ্খলা রক্ষায় সমাবেশস্থলে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। জিরো পয়েন্ট থেকে পল্টনমুখী সড়ক সাময়িকভাবে বন্ধ রাখা রাখা হয়েছে।

টানা চার মেয়াদে ক্ষমতায় থাকা আওয়ামী লীগের সরকার পতনের পর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রথম এতো বড় সমাবেশ করছে জাতীয়তাবাদী শ্রমিক দল।

এর আগে শেখ হাসিনা সরকারের পতনের পর গত বছরের ৮ আগস্ট প্রথম বাধাহীন সমাবেশ করে বিএনপি। এতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। পুরো এলাকায় ছিল উচ্ছ্বল নেতাকর্মীদের ভিড়।

ঢাকা/এএএম/ইভা 

সম্পর্কিত নিবন্ধ