ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘বৃত্তের বাইরে যাওয়ার আকাঙ্ক্ষার প্রশংসা’ করলে তিনি তা উপভোগ করেন। যখন এটি গাজার প্রসঙ্গে এলো, অর্থাৎ মঙ্গলবার ট্রাম্প যেভাবে তাঁর পরিকল্পনার কথা জানালেন, তাতে তিনি বৃত্তের বাইরে যাওয়ার চেষ্টা করছেন বলে মনে হয়নি; এটা স্পষ্টত ছিল পুরো বৃত্তকেই অস্বীকার করা।
গতকাল বুধবার দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। প্রতিবেদনটি তৈরি করেছেন পিটার বেকার, যিনি ১৯৯৬ সাল থেকে হোয়াইট হাউসে প্রেসিডেন্টদের অনুষ্ঠানের সংবাদ সংগ্রহ করে আসছেন। এতে বলা হয়, গাজা দখল করে এর নিয়ন্ত্রণ নেওয়া, ফিলিস্তিনিদের আবার বাস্তুচ্যুত করা এবং পুরো উপত্যকাকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে মনোরম স্থানে পরিণত করতে ট্রাম্পের পরিকল্পনার ঘোষণা যেন তাঁর কোনো টেলিভিশন শোয়ের মতো বিষয়! এক বা দুই দশক আগে তিনি এসব শো করতেন। গাজা নিয়ে তাঁর পরিকল্পনা উস্কানিমূলক, অস্বাভাবিক, ষড়যন্ত্রমূলক ও আপত্তিকর; মোটেও প্রেসিডেন্টসুলভ নয়।
হোয়াইট হাউসের এ মেয়াদে ট্রাম্প আগের যে কোনো সময়ের চেয়ে বেশি নির্লজ্জ ধারণার দিকে এগোচ্ছেন। তিনি উনিশ শতকের প্রথাগত উপনিবেশবাদী বৈশ্বিক মানচিত্রের দিকেই আবার যুক্তরাষ্ট্রকে টেনে নিচ্ছেন। প্রথমত, তিনি গ্রিনল্যান্ড কেনার কথা বলেন; তারপর কানাডায় আগ্রাসনের ইচ্ছা প্রকাশ করেন; তিনি পানামা খালের নিয়ন্ত্রণও চান। এরই মধ্যে ট্রাম্প মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে ‘আমেরিকান উপসাগর’ করার প্রস্তাব করেছেন। এবার তিনি মধ্যপ্রাচ্যের ধ্বংসপ্রাপ্ত একটি যুদ্ধক্ষেত্রকে দখলের পরিকল্পনার কথা বলছেন। এর আগে কোনো মার্কিন প্রেসিডেন্ট এমন পরিকল্পনা নেননি।
কোন আইনে ট্রাম্প এটা করবেন, তার কোনো বিবরণ তিনি দেননি। এমন কোনো আইন নেই, যা যুক্তরাষ্ট্রকে আরেক জনেগোষ্ঠীর ভূমি দখল অথবা জোরপূর্বক সেখানকার বাসিন্দাদের সরিয়ে দেওয়ার অনুমতি দেয়। এটা করলে তা হবে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। বলা বাহুল্য, ২০ লাখ ফিলিস্তিনিকে পুনরায় স্থানান্তর হবে বিশাল পরিবহন ও আর্থিক চ্যালেঞ্জের কাজ। এর জন্য প্রয়োজন পড়বে হাজার হাজার মার্কিন সেনার। এ ছাড়া সহিংস সংঘাত তো ঘটবেই।
এ প্রসঙ্গে সেন্টার ফর আমেরিকান প্রগ্রেসের জ্যেষ্ঠ ফেলো সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও জো বাইডেনের মধ্যপ্রাচ্যবিষয়ক সাবেক উপদেষ্টা এন্ড্রু মিলার বলেন, ‘এটা বাস্তবিক অর্থে অত্যন্ত ধারণাতীত একটি নীতির প্রস্তাব, যা এর আগে কোনো মার্কিন প্রেসিডেন্টের কাছ থেকে আমি শুনিনি।’
এদিকে বিবিসির প্রতিবেদনে বলা হয়, ১০ দিন ধরে ট্রাম্প গাজা নিয়ে আকাশকুসুম পরিকল্পনার কথা জানিয়ে আসছেন। তিনি বলছেন, গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, এটা পরিষ্কার করতে হবে। এ জন্য সেখানকার সব বাসিন্দাকে সরে যেতে হবে। মিসর ও জর্ডান যেন তাদের নিয়ে নেয়। এরই মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্র সফর করছেন। সফরকালে ট্রাম্পের সঙ্গে বৈঠক হয় নেতানিয়াহুর। এর পরই তিনি নতুন বার্তা দিলেন। তা হলো, যুক্তরাষ্ট্র পুরো গাজা দখল করে নেবে।
হালকাভাবে বিষয়গুলো বলছেন, শুরুতে এমনটা মনে হলেও এখন এটি নিয়ে তাঁর কঠোর হওয়ার বার্তা প্রকাশ পাচ্ছে। এ দুই নেতা ইসরায়েল ও ফিলিস্তিন নিয়ে সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে কঠোর অবস্থানে রয়েছেন। তারা আন্তর্জাতিক আইনের মুখে চপেটাঘাতের পরিকল্পনা করছেন।
আন্তর্জাতিক আইন অনুযায়ী, জোরপূর্বক কোনো এলাকার মানুষকে সরিয়ে দেওয়ার চেষ্টা কঠোরভাবে নিষিদ্ধ। ফিলিস্তিনি ও আরবরা এটাকে ‘জাতিগত নিধন’ ছাড়া অন্য কিছু হিসেবে দেখছেন না। এ কারণে আরব দেশগুলো কঠোরভাবে এর বিরোধিতা করে আসছে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
অটোরিকশার ধাক্কায় ছিটকে বাসের নিচে, দুই বন্ধু নিহত
রাজধানীতে অটোরিকশার ধাক্কায় ছিটকে বাসের নিচে পড়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বুধবার বনশ্রীর এফ ব্লক সড়কে এ দুর্ঘটনা ঘটে। এদিন মতিঝিলের ফকিরাপুল মোড়ে প্রাইভেট কারের চাপায় আব্দুল মতিন (৩৬) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। এ ছাড়া পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় ছয়জন প্রাণ হারিয়েছেন।
বনশ্রীতে নিহত দু’জন হলেন– আব্দুল্লাহ আল নোমান (২১) ও পাভেল মিয়া (২০)। নোমানের মামা আব্দুল হামিদ জানান, নিহতরা পরস্পর বন্ধু। নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে ঢাকায় ঘুরতে যাওয়ার সময় দু’জন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। তারা রূপগঞ্জের নামারমুসুরি এলাকায় থাকতেন। নোমান মুড়াপাড়া ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী। পাভেল তেমন কিছুই করতেন না। এ ঘটনায় নোমানের পরিবারের পক্ষ থেকে সড়ক নিরাপত্তা আইনে খিলগাঁও থানায় মামলা হয়েছে।
প্রত্যক্ষদর্শী মোটরসাইকেল চালক টিপু সুলতান বলেন, সড়কটি যানবাহনে ঠাসা ছিল। এ কারণে গাড়ি চলছিল ধীরগতিতে। হঠাৎ একটি ব্যাটারিচালিত অটোরিকশা পাশ থেকে এসে নোমানের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে দু’জন সড়কের ওপর ছিটকে পড়েন। পরে মিয়ামি পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। নোমান ঘটনাস্থলেই মারা যান। মোটরসাইকেল আরোহী পাভেলকে গুরুতর আহত অবস্থায় ফরাজী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খিলগাঁও থানার ওসি দাউদ হোসেন জানান, বাসটি জব্দ করা হয়েছে। চালক ও তার সহকারী পালিয়ে গেছে। অটোরিকশা চালককেও আটক করা যায়নি। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।
গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ফকিরাপুল মোড়ে প্রাইভেটকারের চাপায় প্রাণ হারান রিকশাচালক আব্দুল মতিন। তাঁর বাড়ি রংপুরে। তিনি মুগদার মাণ্ডা এলাকায় একটি রিকশার গ্যারেজে থাকতেন। মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) মোহাইমিনুল ইসলাম জানান, প্রাইভেটকারের চালক আল আমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাইভেটকার জব্দ করা হয়েছে। ময়নাতন্ত শেষে পরিবারের কাছে মতিনের মরদেহ হস্তান্তর করা হয়েছে।
এদিকে মঙ্গলবার রাতে বিমানবন্দর থানার সিভিল এভিয়েশন কোয়ার্টার গেটের (সি-টাইপ) সামনের ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ২৫ বছর। বিমানবন্দর থানার এসআই আমিনুল ইসলাম বলেন, ওই যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।
সড়কে ঝরল আরও ছয় প্রাণ
খুলনার ডুমুরিয়ায় তেলবাহী লরির চাপায় দুই নারী নিহত হয়েছেন। গতকাল বিকেলে উপজেলার আটলিয়া ইউনিয়নের নরনিয়া মহিলা মাদ্রাসার কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন– রোকেয়া বেগম (৫৫) ও রশিদা বেগম (৪৫)।
গতকাল সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের গণস্বাস্থ্য কেন্দ্রের কাছে সেলফি পরিবহনের বাসের ধাক্কায় শামসুল হক নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি গাজীপুরের শ্রীপুরে গণস্বাস্থ্য উপকেন্দ্রের নিরাপত্তাকর্মী ছিলেন। সাভার থেকে অবসরের পাওনাদি নিয়ে ফেরার পথে তিনি প্রাণ হারান। শামসুলের বাড়ি চাঁদপুরে। ঘটনার পর গণস্বাস্থ্য মেডিকেল কলেজের শিক্ষার্থী ও গণস্বাস্থ্য কেন্দ্রের কর্মচারীরা সেলফি পরিবহনের পাঁচটি বাস আটক করেন।
এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অটোরিকশা ও পিকআপ ভ্যানের সংঘর্ষে নয়ন মিয়া (৩৭) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন। গতকাল বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগড়াপাড়া ইউনিয়নের রতনদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কুষ্টিয়ার দৌলতপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শান্ত ইসলাম (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন। গতকাল উপজেলার কুষ্টিয়া-প্রাগপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। শান্ত মথুরাপুর পশ্চিমপাড়া গ্রামের রিপন মণ্ডলের ছেলে।
রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী বাজারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে স্বপন শীল নামে এক স্যালুন ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল ছেলের বিয়ের অনুষ্ঠানের নিমন্ত্রণপত্র বিলি করতে বেরিয়ে দুর্ঘটনায় প্রাণ হারান তিনি।