বরিশালের ‘বিদেশি দাপট’, চিটাগং কতটা প্রস্তুত?
Published: 6th, February 2025 GMT
বিপিএলের শিরোপার লড়াইয়ে মুখোমুখি ফরচুন বরিশাল ও চিটাগং কিংস। শুক্রবার ফাইনালে গড়াবে প্রতিদ্বন্দ্বিতার শেষ ধাপ। প্রথম কোয়ালিফায়ারে চিটাগং কিংসকে হারিয়ে সরাসরি ফাইনালে উঠে বরিশাল। এবার ট্রফির লড়াইয়েও তামিমদের সামনে একই প্রতিপক্ষ। ফাইনালের জন্য বরিশাল দলে আগে থেকেই ছিলেন কাইল মায়ার্স। এরপর শুধু ফাইনাল খেলাতে উড়িয়ে আনা হল জিমি নিশামকেও। তবে চিটাগং কোনো নতুন বিদেশি না এনে আগের স্কোয়াডের ওপরই ভরসা রাখছে।
লিগ পর্ব থেকেই বরিশাল ও চিটাগংয়ের লড়াই ছিল নজরকাড়া। শেষ ম্যাচে বরিশালকে হারিয়ে কোয়ালিফায়ারে জায়গা করে নেয় চিটাগং, যেখানে তামিমদের কাছে বড় ব্যবধানে হেরে যায় তারা। তবে দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনা টাইগার্সকে নাটকীয়ভাবে হারিয়ে ফের ফাইনালে ওঠে কিংসরা।
বরিশাল এবার শক্তিশালী দল নিয়েই মাঠে নামছে। শুরু থেকেই দলে থাকা ডেভিড মালান ফাইনালের বড় ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। পাকিস্তানি পেসার মোহাম্মদ আলি প্রথম কোয়ালিফায়ারে দুর্দান্ত বোলিং করেছেন, নিয়েছিলেন পাঁচ উইকেট। আর বিশেষভাবে ফাইনালের জন্যই উড়ে এসেছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার জিমি নিশাম।
অন্যদিকে, চিটাগং কিংস নতুন কোনো বিদেশি আনেনি, বরং পুরনো দল নিয়েই ফাইনালের পরিকল্পনা সাজিয়েছে। গ্রাহাম ক্লার্ক, খাজা নাফে, হোসাইন তালাত ও বিনুরা ফার্নান্দোর ওপর ভরসা রেখেছে তারা। শেষ পর্যন্ত বরিশালের ‘বিদেশি দাপট’ নাকি চিটাগংয়ের পরিচিত কম্বিনেশন- কারা হাসবে শেষ হাসি, সেটিই দেখার অপেক্ষা!
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব প এল
এছাড়াও পড়ুন:
রামগড়ে ভ্যাকসিন দেয়ার পর অর্ধশত গরু-ছাগলের মৃত্যু
খাগড়াছড়ির রামগড় উপজেলার লামকুপাড়া এলাকায় উপজেলা প্রাণিসম্পদ অফিস থেকে ভ্যাকসিন দেয়ার ৪৮ ঘণ্টার মধ্যে রোগাক্রান্ত গরু ও ছাগল মারা গেছে। গত ১৫ দিনে চারটি গরু ও প্রায় অর্ধশত ছাগলের মৃত্যু হয়েছে। এ নিয়ে এলাকায় ক্ষতিগ্রস্ত খামারিদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
আজ বৃহস্পতিবার (১ মে) দুপুরে এলাকা পরিদর্শন করে মৃত পশুর ময়নাতদন্ত ও রোগাক্রান্ত পশুর নমুনা সংগ্রহ করেছেন প্রাণিসম্পদ বিভাগের চট্টগ্রাম থেকে আসা মেডিকেল টিমের সদস্যরা। তারা এলাকায় এসে খামারিদের সঙ্গে কথা বলেন। পরীক্ষা-নিরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেন।
চট্টগ্রাম বিভাগীয় পরিচালকের পক্ষে ৬ সদস্যের তদন্ত টিমের নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা ভেটেনারি কর্মকর্তা ডা. সাহব উদ্দিন।
আরো পড়ুন:
গোপালগঞ্জে মহাজনী সুদের চাপে শ্রমিকের মৃত্যু, দাবি পরিবারের
নোয়াখালীর মাদরাসায় শিক্ষার্থীর মৃত্যু, পরিবারের দাবি হত্যা
স্থানীয়রা খামারিরা জানান, উপজেলা প্রাণিসম্পদ অফিসের পশু চিকিৎসকের পরামর্শে সরকারি ভ্যাকসিন দেয়ার পর এ ঘটনা ঘটেছে। খামারিরা মনে করছেন, এ সব ভ্যাকসিনে সমস্যা ছিল অথবা একই সিরিঞ্জে সবগুলো পশুকে ভ্যাকসিন দেয়ায় এ দুর্ঘটনা ঘটেছে।
ভ্যাকসিন দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে পশুর অতিরিক্ত জ্বর, চামড়ায় গুটি ও ক্ষতের সৃষ্টি হয়। ২৪ ঘণ্টা যেতে না যেতে গরু ও ছাগল মারা যায়। কোনো চিকিৎসায় আর বাঁচানো যাচ্ছে না।
প্রাণিসম্পদ বিভাগের পক্ষ থেকে মৃত পশু মাটিচাপা দেয়া এবং আক্রান্ত পশুকে অন্য পশু থেকে আলাদা রাখার পরামর্শ দেয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত খামারিরা সরকারের কাছে ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।
ঢাকা/রূপায়ন/বকুল