পুরান ঢাকার মিটফোর্ড (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ) হাসপাতালের সামনে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে (৩৯)  হত্যার ঘটনায় ফুঁসে উঠেছে সারা দেশ। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। 

শুক্রবার (১১ জুলাই) রাতে বিভিন্ন ক্যাম্পাসে বিক্ষোভ করা হয়। 

বুয়েটে বিক্ষোভ
ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনায় বিক্ষোভ মিছিল করেছেন বুয়েট শিক্ষার্থীরা। তারা “আমার সোনার বাংলায়, চাঁদাবাজের ঠাঁই নাই, জুলাইয়ের হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার। চাঁদাবাজের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, সন্ত্রাসীদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন” এমন স্লোগান দেন।

শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল বুয়েট শহীদ মিনার থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদল। 
শুক্রবার (১১ জুলাই) রাত ১০টার দিকে এ বিক্ষোভ মিছিল করে সংগঠনটির নেতাকর্মীরা। মিছিলটি ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ডাস চত্বরের পাশের রাস্তায় সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এসময় ছাত্রদলের নেতা-কর্মীরা ‘আমাদের অধিকার, নিরাপদ বাংলাদেশ’, ‘দিয়েছি তো রক্ত, আরো দেবো রক্ত’, ‘বিচার-বিচার, বিচার চাই, সোহাগ হত্যার বিচার চাই’, ‘মানুষ মেরে উল্লাস করে, ইন্টেরিম কী করে’সহ নানা স্লোগান দেন। 

সংক্ষিপ্ত সমাবেশে সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, “৯ জুলাই মিটফোর্ড হাসাপাতালে সামনে যেভাবে হত্যাকণ্ড ঘটিয়ে উল্লাস করা হয়েছে, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল তার প্রতিবাদ জানাচ্ছি। আমরা চাই, অনতিবিলম্ব সোহাগ হত্যাকাণ্ডের জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে, অনতিবিলম্ব যদি বিচার নিশ্চিত না করা হয়, ছাত্রদল এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।”

এদিকে, একই সময়ে রাজু ভাস্কর্যের পাদদেশে দেশব্যাপী ধর্ষণ, চাঁদাবাজি, সহিংসতা ও ঢাকা মিডফোর্ড হাসপাতালের সামনে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে ইসলামি আন্দোলনের ঢাবি শাখা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ
সোহাগ হত্যার বিচার দাবিতে ও সারা দেশে অব্যাহত চাঁদাবাজি, সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। 

শুক্রবার (১১ জুলাই) রাত সাড়ে ৯টায় 'সন্ত্রাসবিরোধী ঐক্য' ব্যানারে মিছিল্টি অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে মিছিল শুরু হয়ে নতুন ছাত্র হল সংলগ্ন সড়ক, ট্রান্সপোর্ট, ১০ নম্বর হলের সামনে দিয়ে প্রদক্ষিণ করে বটতলায় এসে শেষ হয়। এসময় একটি সংক্ষিপ্ত সমাবেশও অনুষ্ঠিত হয়।

মিছিল চলাকালে শিক্ষার্থীদের ‘যুবদল খুন করে, তারেক রহমান কী করে, যুবদল খুন করে, ইন্টেরিম কী করে, বিএনপির অনেক গুণ, নয় মাসে দেড়শ খুন, উই ওয়ান্ট জাস্টিস, জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো, চাঁদা তোলে পল্টনে, চলে যায় লন্ডনে, সন্ত্রাসীদের কালো হাত, ভেঙ্গে দাও, গুড়িয়ে দাও, সন্ত্রাসীদের আস্তানা, ভেঙ্গে দাও গুড়িয়ে দাও, যে হাত চাঁদা তোলে, সে হাত ভেঙ্গে দাও, যুবদলের অনেক গুণ, পাথর দিয়ে মানুষ খুন এমন স্লোগান দেন। 

সংক্ষিপ্ত সমাবেশে গণতান্ত্রিক ছাত্রসংসদ জাবি শাখার সিনিয়র যুগ্ম সদস্য-সচিব আহসান লাবিবের সঞ্চালনায় বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

সংক্ষিপ্ত সমাবেশ ও বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক আহসান ইমাম। সমাবেশে তিনি বলেন, ‘আপনারা যদি নিজের দলের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে এদের থাকার প্রয়োজন কি? এমন নৃশংস হত্যাকাণ্ড কখনোই কাম্য নয়। পরিবর্তনের এখনো সময় আছে। দয়া করে হত্যাকাণ্ড বন্ধ করুন।”

নজরুল বিশ্বিবদ্যালয়ে বিক্ষোভ
ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনার প্রতিবাদে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।

শুক্রবার (১১ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয়ের বিদ্রোহী হলের নিচ থেকে এ কর্মসূচি পালন করা হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশে শেষ হয়। 

এসময় বিক্ষোভকারীরা আমার ভাই কবরে খুনি কেনো বাহিরে, সন্ত্রাসীরা উল্লাস করে ইন্টেরিম কী করে, জ্বালোরে জ্বালো আগুন জ্বালো, অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, চাঁদাবাজের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, চাঁদাবাজের আস্তানা ভেঙ্গে দাও, গুড়িয়ে দাও সহ বিভিন্ন স্লোগান দেন। 

বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব রাজু শেখ  বলেন, “বিএনপির মাধ্যমে যে যুগে বাংলাদেশে ফিরে এসেছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা বারবার দেখতে পাচ্ছি যে, যখনই চাঁদাবাজ বা সন্ত্রাস বিএনপির দল থেকে আসে দল থেকে বহিষ্কারের নামে এক ধরনের নাটক করা হয়। এই নাটক বাজি আর বাংলাদেশে চলবে না, চলতে পারে না। এই ইন্টিরিম সরকারকে বলতে চাই জুলাই-আগস্টের বিপ্লবের মাধ্যমে আপনারা ক্ষমতা নিয়েছেন হাত ও গাছ লাগানোর জন্য নয়। এই সন্ত্রাসকে উৎখাত করার জন্য। এই সন্ত্রাসীদের যদি বিচার না করতে পারেন ক্ষমতা ছেড়ে চলে যান।” 

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ 

সোহাগকে নির্মমভাবে হত্যার প্রতিবাদ এবং সারা দেশে অব্যাহত খুন, চাঁদাবাজি, সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীরা। এসময় তারা হত্যাকারী যুবদল নেতাদের সর্বোচ্চ বিচার নিশ্চিতের দাবি জানায়।

শুক্রবার (১১ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের সালাম হল বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মালেক হল, খাদিজা হল, জুলাই স্মৃতি হল প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে একটি সংক্ষিপ্ত সমাবেশ করে মিছিলটি শেষ হয়। প্রতিবাদ জানাতে মেয়ে শিক্ষার্থীরাও হল থেকে বেরিয়ে বিক্ষোভ মিছিলে যোগ দেন। 

এ সময় শিক্ষার্থীরা আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ,  যুবদলের চাঁদাবাজরা, হুঁশিয়ার সাবধান, যুবদলের সন্ত্রাস, রুখে দেবে ছাত্রসমাজ, আমার ভাই মরলো কেন? তারেক রহমান জবাদ দে; মিটফোর্ডে খুন কেন? তারেক রহমান জবাব দে; সারা দেশে সন্ত্রাস কেন? বিএনপি জবাদ দে; জালোরে জালো আগুন জালো এমন নানা স্লোগান দেন।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ 
ঢাকায় ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদ এবং দেশব্যাপী অব্যাহত চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। 

শুক্রবার রাত সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ বিক্ষোভ মিছিল করা হয়। 

এসময় শিক্ষার্থীরা সন্ত্রাসীর বিরুদ্ধে, আগুন জ্বালো একসাথে, সন্ত্রাসীদের কালো হাত গুঁড়িয়ে দাও, গুঁড়িয়ে দাও, মিটফোর্ডে খুন কেন, ইন্টেরিম জবাব দে, আমার ভাই মরলো কেন, তারেক রহমান জবাব দে, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ ইত্যাদি স্লোগান দেন। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা মহানগর শাখার সদস্য সচিব মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, “একজন ব্যবসায়ীকে পাথর দিয়ে হত্যার ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যারা এমন সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে, তারা স্পষ্টভাবে হাসিনার পথেই হাঁটছে। ৫ আগস্টের পর সংস্কারের কথা বলা হলেও বাস্তবে প্রশাসন ও আইনে কোনো পরিবর্তন দেখা যায়নি। ক্ষমতায় যাওয়ার আগেই যারা ক্ষমতার স্বাদ নিতে শুরু করেছে, জনগণ আর কখনো তাদের ভোট দিয়ে নির্বাচিত করবে না।”

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

সোহাগ হত্যার প্রতিবাদে মধ্যেরাতে বিক্ষোভ মিছিল করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

শুক্রবার (১১ জুলাই) রাত ১১টায় বিশ্ববিদ্যালয়ের জননেতা আব্দুল মান্নান হলের সামনে থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটক হয়ে আবার মান্নান হলের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে বিক্ষোভ মিছিলটি শেষ হয়।

এসময় শিক্ষার্থীরা যুবদলের অনেক গুণ, পাথর মেরে করে খুন, এক দুই তিন চার, যুবদল বাংলা ছাড়, আমার ভাই কবরে, খুনি কেনো বাহিরে, 'চাঁদাবাজের ঠিকানা, এই বাংলায় হবে না, বিচার বিচার বিচার চাই, সোহাগ হত্যার বিচার চাই, সহ বিভিন্ন ধরনের স্লোগান দেন।

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী রেজাউল করিম বলেন, “কয়লা ধুইলে যেরকম ময়লা যায়না, ঠিক তেমনি দুই-একজন নেতাকর্মীকে বহিষ্কার করলে যুবদল পবিত্র হবে না। আগস্টের পর আমরা নতুন করে কোনো দল স্বৈরাচার হয়ে উঠুক তা চাই না।”

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ 

নৃশংস এ হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

শুক্রবার (১১ জুলাই) রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ফটক থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।

মিছিলটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আগারগাঁও হয়ে আবার একই স্থানে এসে শেষ হয়। মিছিলে দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে ইসলামী ছাত্রশিবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

বিক্ষোভে শিক্ষার্থীরা চাঁদাবাজদের ঠিকানা, এই বাংলায় হবে না, খুনিদের ঠিকানা, এই বাংলায় হবে না, আমার ভাই মরলো কেন, ইন্টেরিম জবাব দে, মিটফোর্ডে খুন কেন, তারেক রহমান জবাব দে, বিএনপির অনেক গুণ, এক বছরে দেড়শ খুন, যুবদলের অনেক গুণ, পাথর মেরে মানুষ খুন এমন স্লোগান দেন। 

ছাত্রশিবির সভাপতি আবুল হাসান বলেন, “২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের লগি বৈঠার সন্ত্রাসের কথা আমরা ভুলিনি। আজ আবার বিএনপির সন্ত্রাসীরা ক্ষমতায় আসার আগেই দেড় শতাধিক খুন করেছে। মিটফোর্ডের ঘটনায় একজন় ব্যবসায়ীকে চাঁদা না দেওয়ায় পাথর দিয়ে হত্যা করা হয়েছে, যা বর্বরতার চরম উদাহরণ। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।”

শিক্ষার্থীরা অবিলম্বে মিটফোর্ডের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ 
মিটফোর্ড ব্যবসায়ীকে পাথর দিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রদল।

শুক্রবার রাত সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। 

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক আল আমিন বলেন, “আপনারা জানেন এর আগে খুলনায় আমাদের যুবদলের একজনকে হত্যা করা হয়েছে এবং মিটফোর্ডে চাঁদাবাজিরা-সন্ত্রাসীরা একজনকে হত্যা করেছে। এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের সাম্যকে হত্যা করা হয়েছে। প্রাইম ইউনিভার্সিটিতে পারভেজ হত্যা করা হয়েছে। পাঁচই আগস্টের পরে একটি স্বাধীন দেশে এ ধরনের হত্যাকাণ্ডগুলো কীভাবে হচ্ছে। আমরা বলতে চাই এগুলো হচ্ছে একই সূত্রে গাথা। এগুলোর পিছনে আওয়ামী লীগ ও আওয়ামী লীগের দোসরা জড়িত। আমরা জাতীয়তাবাদী ছাত্রদল সকল হত্যাকাণ্ডের তদন্ত করে সুষ্ঠু বিচারের দাবি করছি।”

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ
সোহাগ হত্যার বিচারসহ চলমান চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।

শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে রায় সাহেব বাজার, তাঁতিবাজার, মিটফোর্ড হাসপাতাল এলাকা ঘুরে আবার ক্যাম্পাসে ফিরে আসে। সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

বিক্ষোভকারীরা এ সময় অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, চাঁদাবাজের গদিতে আগুন জ্বালো, বিএনপি চাঁদাবাজ, মিটফোর্ড খুন কেন, ইন্টারিম জবাব দে, যুবদলের অনেক গুণ, পাথর মেরে মানুষ খুন এমন স্লোগান দেন। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জবি শাখার আহ্বায়ক মাসুদ রানা বলেন, “৫ আগস্টের পর আমরা একটি সাম্যের বাংলাদেশ চেয়েছিলাম। কিন্তু হাসিনার সরকার যাওয়ার পরপরই বিএনপির লোকজন আবার চাঁদাবাজি শুরু করেছে। আবু সাঈদের ভাইরা, শহীদ সাজিদরা, ওয়াসিমরা আজো মরে যায়নি। প্রয়োজনে আবার জুলাই ফিরে আসবে।”

জবি শাখা শিবিরের সাধারণ সম্পাদক আব্দুল আলীম আরিফ প্রশ্ন তোলেন মিডিয়ার ভূমিকা নিয়ে। তিনি বলেন, “৯ জুলাইয়ের ভিডিও ১১ তারিখ কেন প্রচার হলো? মিডিয়া কী লুকাতে চায়? আমরা মুক্তি চাই—শুধু চাঁদাবাজদের হাত থেকে নয়, দুই রাজনৈতিক পরিবারের দুঃশাসন থেকেও।”


বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ 
ব্যবসায়ী সোহাগ হত্যান প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময়ে তারা বিশ্ববিদ্যালয়ের হল থেকে শুরু করে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে গ্রাউন্ড ফ্লোরে গিয়ে অবস্থান নেয় এবং ঢাকা-কুয়াকাটা মহাসড়ক ১০ মিনিটের জন্য অবরোধ করে স্লোগান দেয়।

শুক্রবার রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হল থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। 

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা এ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, “আমরা এমন বাংলাদেশ চাইনি, যেখানে প্রকাশ্যে এভাবে একজন মানুষকে নির্মমভাবে হত্যা করা হবে। আমরা নৃশংসতা সহ্য করার জন্য জুলাই গণঅভ্যুত্থান করি নাই।” যথাযথ বিচার না হলে এ ধরনের বর্বরতা বারবার ঘটবে উল্লেখ করে দোষীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান তারা।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ 
নৃশংস হত্যার ঘটনায় এবং সারা দেশে চাঁদাবাজির প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।

শুক্রবার (১১ জুলাই) রাত সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের শাহপরাণ হলের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বঙ্গবন্ধু হল ঘুরে পুনরায় শাহপরাণ হলে গিয়ে শেষ হয়। এতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ 
ঢাকায় ব্যবসায়ী সোহাগকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। এসময় সোহাগ হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা। 

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ক্যাম্পাসের জিয়া মোড় থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শুরু হয়। 

পরে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলের এক পর্যায়ে বৈষম্যবিরোধীর নেতারা ক্যাম্পাসের ডায়না চত্বরে সমাবেশ শুরু করলে অধিকাংশ শিক্ষার্থী প্রধান ফটকে সমাবেশের জন্য দাবি তোলেন। এসময় বৈষম্যবিরোধীর নেতারা বক্তব্য প্রদান করে সমাবেশ শেষ করলেও এক অংশ শিক্ষার্থী প্রধান ফটকে এসে অবস্থান করেন।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, স্বাধীন বাংলার একজন নাগরিককে চাঁদা দেয় নাই, সেই অজুহাতে পাথর নিক্ষেপ করে হত্যা করা হয়েছে। কারা করেছে সেটা জাতির কাছে স্পষ্ট হয়েছে। তারা মানুষকে হত্যাই করে নাই লাশের উপর দাঁড়িয়ে নিত্য করেছে। আমরা হুঁশিয়ার করে বলতে চাই চব্বিশের স্বাধীন বাংলাদেশে যারা চাঁদাবাজ কায়েম করতে চাইবে জনগণ তাদেরকে কখনো মেনে নেবে না। যারা একের পর এক ধর্ষণ, চাঁদাবাজি করে যাচ্ছে তাদেরকে বলতে চাই আমরা এই বাংলাদেশ দেখার জন্য আন্দোলন করি নাই। আবু সাঈদরা এই বাংলাদেশ করার জন্য রক্ত দেয় নাই।

(এ প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন রাইজিংবিডির সংশ্লিষ্ট ক্যাম্পস প্রতিনিধি ও সাংবাদদাতারা )

ঢাকা/ইভা 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব ভ ন ন সড়ক প রদক ষ ণ ব ক ষ ভ ম ছ ল কর ছ ন স হ গ হত য র ব চ র এমন স ল গ ন দ ন হত য ক ণ ড র শ ক রব র র ত আগস ট র পর র ন ত কর ম ন শ স হত য আগ ন জ ব ল ব যবস য় ক ইন ট র ম ১১ জ ল ই ল র স মন আম র ভ ই ব এনপ র ছ ত রদল শ ষ হয় র জন য কর ম র ইসল ম ক ষমত ধরন র

এছাড়াও পড়ুন:

সমাজ পরিবর্তনে আলেমদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে : মাও. জব্বার

ফতুল্লা থানা জামায়াতের উদ্যােগে ওলামা মাশায়েখদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। বুধবার ফতুল্লা দক্ষিন জামায়াতের  সাংগঠনিক থানার উদ্যােগে বাদ আসর ওলামা মাশায়েখদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের  আমীর ও নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবদুুল জব্বার। 

এসময় তিনি বলেন, সমাজ পরিবর্তনে  আলেমদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।  সমাজের সর্বক্ষেত্রে অন্যায় ও বিশৃঙ্খলা বিরাজমান, যদি কোরআনের বিধান দিয়ে, ওলামাদের নেতৃত্বে সমাজ ও রাষ্ট্র পরিচালিত হয়, তাহলে সমাজের সকল বিশৃঙ্খলা দূরীভূত হবে।

দেশের টাকা চুরি হবে না, জনগণের সম্পদ লুট হবে না, কোন বোন নিরাপত্তাহীনতায় ভুগবে না, কোন শিশু তার উপর জুলুমের ভয়ে আঁতকে  উঠবে না, এমনকি মদিনায় রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সোনালী একটি অধ্যায় রচিত হতে পারে।

তাই আসুন আগামী নির্বাচনে কোরআনের বিধান দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনায় যারাই এগিয়ে আসবে তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করি। 

জাতীয় সংসদ নির্বাচনে সৎ আল্লাহভীরু নেতৃত্বের বিজয় নিশ্চিত করার লক্ষে আলেম ওলামাদের প্রতি জনগনের প্রত্যাশা সবচেয়ে বেশি । 

এসময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না, ফতুল্লা সাংগঠনিক দক্ষিন থানা আমির মাওলানা নাসির উদ্দিন, সেক্রেটারি ডাক্তার ফরিদ সহ স্থানীয় আলেম ওলামাগন।

 

সম্পর্কিত নিবন্ধ

  • ভেড়ামারায় স্বেচ্ছা‌সেবক দল নেতার বা‌ড়ি‌তে আগুন, কক‌টেল বি‌স্ফোরণ
  • নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে নবনির্বাচিতদের কাছে দায়িত্ব হস্তান্তর
  • পানগাঁও কাস্টমস হাউস পরিদর্শনে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ
  • সমাজ পরিবর্তনে আলেমদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে : মাও. জব্বার