গাজায় ৬৬ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার
Published: 7th, February 2025 GMT
ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের পর থেকেই সেখানে ধ্বংসস্তূপের নিচে থেকে একের পর এক উদ্ধার হচ্ছে নিহতদের লাশ। আর এতে করে বেড়েই চলেছে প্রাণহানির সংখ্যা।
এবার গাজা ভূখণ্ডে বালির ঢিবি থেকে ৬৬ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করা হয়েছে। উত্তর গাজার ওই বালির ঢিবিটি ইসরায়েলের সেনাবাহিনী তৈরি করেছিল।
শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
বার্তাসংস্থাটি বলছে, বেসামরিক প্রতিরক্ষা দলগুলো উত্তর গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর নির্মিত বালির ঢিবি থেকে ৬৬ ফিলিস্তিনির লাশ উদ্ধার করেছে বলে সংস্থাটি বৃহস্পতিবার জানিয়েছে।
গাজার বেসামরিক প্রতিরক্ষা মুখপাত্র মাহমুদ বাসাল আনাদোলুকে বলেছেন, ইসরায়েলের বুলডোজিং অভিযানের কারণে গাজা শহর এবং উত্তরের বেশ কয়েকটি এলাকায় আত্মরক্ষার্থে ইসরায়েলি সেনাবাহিনীর ব্যবহার করা বালির ঢিবির নিচে ফিলিস্তিনিদের কবর দিয়েছিল তারা (ইসরায়েলি বাহিনী)।
গাজার এই বেসামরিক প্রতিরক্ষা মুখপাত্র বলেছেন, গাজায় ঝোড়ো আবহাওয়া গাজাজুড়ে বাস্তুচ্যুত বেসামরিক নাগরিকদের কয়েক ডজন তাঁবু উড়িয়ে নিয়েছে। এছাড়া বৃষ্টির পানি অন্যান্য আরও অনেক তাঁবুকে প্লাবিত করেছে।
তিনি বলেন, ফিলিস্তিনিদের থাকার জন্য গাজায় জরুরিভাবে ১ লাখ ২০ হাজার তাঁবুর প্রয়োজন যাদের বাড়ি ইসরায়েলি অভিযানে ধ্বংস হয়ে গেছে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
প্রতিমা বিসর্জনে গিয়ে নদীতে পড়ে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার
নওগাঁর মহাদেবপুর উপজেলায় আত্রাই নদীতে দুর্গাপূজার প্রতিমা বিসর্জন দিতে গিয়ে নৌকা থেকে পানিতে পড়ে নিখোঁজ কিশোর রনির (১৬) লাশ ২৪ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা।
শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৬টায় আত্রাই নদীর বেইলি ব্রিজের দক্ষিণ পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
আরো পড়ুন:
নিজ ঘর থেকে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
মাতামুহুরী নদীতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার
ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যদের উদ্ধার অভিযান পরিচালনার সময় লাশ ভাসতে দেখে স্থানীয়রা তাদের খবর দেয়। তারা লাশ উদ্ধার করে।
বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেল ৫টায় আত্রাই নদীতে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে রনিসহ দুই কিশোর নৌকা থেকে পড়ে যায়। সঙ্গে সঙ্গে এক যুবক তাদের উদ্ধারে পানিতে ঝাঁপিয়ে পড়ে। তিনি একজনকে উদ্ধার করতে পারেন। তবে রনিকে খুঁজে পাওয়া যায়নি।
ঢাকা/সাজু/বকুল