সাবেক খাদ্যমন্ত্রীর বাড়িতে ভাঙচুর ও আগুন
Published: 7th, February 2025 GMT
নওগাঁ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়, জেলা কমিটির সভাপতি ও সাবেক খাদ্যমন্ত্রীর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকাল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত এসব ঘটনা ঘটে বলে জানিয়েছেন নওগাঁ সদর মডেল থানার ওসি নুরে আলম সিদ্দিকী।
বিকেলে ছাত্র-জনতাসহ একদল লোক শহরের প্রধান সড়কের পাশে অবস্থিত আওয়ামী লীগের কার্যালয়ের দিকে যায় এবং ভেকু দিয়ে কার্যালয়টিতে ভাঙচুর চালায়। পরে তারা নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বাসার দিকে যায়। এ সময় বাসাটিতে ভাঙচুর করে অগ্নিসংযোগ করা হয়।
এছাড়া নওগাঁ ৫ আসনের সাবেক সংসদ সদস্য নিজামুদ্দিন জলিল জন ও আওয়ামী লীগ নেতা ইকবাল শাহরিয়ার রাসেলের বাসায় রাত ৯টা পর্যন্ত ভাঙচুর চালানো হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নওগাঁর ছাত্র প্রতিনিধি আরমান হোসেন বলেন, “ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশের বাইরে থেকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। দেশের কোথাও ফ্যাসিবাদের চিহ্ন থাকবে না। ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠার কার্যক্রম ছাত্র-জনতা এভাবেই রুখে দেবে।”
রাতে ওসি নূরে আলম সিদ্দিকী বলেন, “ওই চারটি স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ছাড়া অন্য কোথাও কিছু হয়েছে কিনা জানা নেই।”
ঢাকা/সাজু/টিপু
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
রাজকীয় ভোজে ডায়ানার সাজে ভক্তদের চমকে দিলেন কেট মিডলটন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা নৈশভোজের কিছু ছবি দেখে বিশ্বজুড়ে প্রিন্সেস ডায়ানার ভক্তরা চমকে উঠেছেন।
ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে গতকাল বুধবার রাতে উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হলে রাজকীয় নৈশভোজের আয়োজন করেছিলেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা। সেখানে প্রয়াত প্রিন্সেস ডায়ানার বিখ্যাত ‘লাভার্স নট টিয়ারা’ পরে আসেন প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন।
লাভার্স নট টিয়ারা পরে নৈশভোজে আসেন প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন