একুশে বইমেলায় অনুপ্রাণন প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে বিশিষ্ট নারী পরিব্রাজক ও কাহিনিকার এলিজা বিনতে এলাহীর ভ্রমণকাহিনি ‘পূর্ব আফ্রিকার তিনকাহন’।

সাবলীল গদ্যে বইটিতে রয়েছে আফ্রিকার তিনটি দেশ যথাক্রমে কেনিয়া, উগান্ডা ও রুয়ান্ডা ভ্রমণের বিস্তারিত কাহিনি। এই দেশ তিনটির আকর্ষণীয় স্থানের বর্ণনার পাশাপাশি বইটিতে দেশ তিনটির ইতিহাস, ঐতিহ্য, মানুষ ও সাংস্কৃতিক বিবরণ রয়েছে।

গ্রন্থটি সম্পর্কে এলিজা বিনতে এলাহী বলেন, “পূর্ব আফ্রিকার তিনদেশ কেনিয়া, উগান্ডা ও রুয়ান্ডা ভ্রমণ অভিজ্ঞতা লিখেছি "পূর্ব আফ্রিকার তিনকাহন’ ভ্রমণগদ্যে। আফ্রিকার সংস্কৃতি, প্রত্নস্থল, বৈচিত্র্যপূর্ণ খাবার, মানুষ, বিস্তীর্ণ সাভানা অঞ্চল, জাদুঘর, পাহাড়, প্রাণীদের  কথা যারা পড়তে আগ্রহী তারা সংগ্রহ করতে পারেন বইমেলা থেকে গ্রন্থটি।”

আরো পড়ুন:

বইমেলায় ‘আবৃত্তির কলাকৌশল ও নির্বাচিত কবিতা’

সালাহ উদ্দিন মাহমুদের নতুন গ্রন্থ ‘বিষণ্ন সন্ধ্যা কিংবা বিভ্রম’

‘পূর্ব আফ্রিকার তিনকাহন’ গ্রন্থটির প্রকাশক অনুপ্রাণন প্রকাশন। প্রচ্ছদ করেছেন আইয়ুব আল আমিন। 

ঢাকা/এসবি

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর বইম ল বইম ল

এছাড়াও পড়ুন:

বৈদ্যুতিক গাড়ির জন্য নতুন ধরনের ব্যাটারি তৈরি করছে ফোর্ড

কম খরচে দীর্ঘ পথ যেতে সক্ষম বৈদ্যুতিক গাড়ি তৈরির জন্য লিথিয়াম ম্যাঙ্গানিজ রিচ (এলএমআর) সেলযুক্ত ব্যাটারি তৈরি করছে ফোর্ড। নতুন এ ব্যাটারি ভবিষ্যতে বৈদ্যুতিক গাড়ির সক্ষমতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি। ফোর্ডের ইলেকট্রিফাইড প্রপালশন ইঞ্জিনিয়ারিং বিভাগের পরিচালক চার্লস পুন জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের মিশিগানের রোমুলাসে অবস্থিত আয়ন পার্ক ব্যাটারি গবেষণা ও উন্নয়ন কেন্দ্রে বিশেষ প্রযুক্তির মাধ্যমে লিথিয়াম ম্যাঙ্গানিজ সমৃদ্ধ এলএমআর ব্যাটারি তৈরি করা হচ্ছে।

ফোর্ডের তথ্যমতে, এলএমআর ব্যাটারির শক্তির ঘনত্ব নিকেল ব্যাটারির তুলনায় বেশি। তাই নতুন ব্যাটারি কাজে লাগিয়ে দীর্ঘ পথ চলতে পারবে বৈদ্যুতিক গাড়ি। নতুন ব্যাটারির বিষয়ে চার্লস পুন বলেছেন, ‘ফোর্ড প্রথমে নিকেল-ম্যাঙ্গানিজ-কোবাল্ট (এনএমসি) ব্যাটারি তৈরি করেছে। এরপর ২০২৩ সালে তৈরি করেছে লিথিয়াম-আয়রন-ফসফেট এলএফপি ব্যাটারি। এবার আসছে এলএমআর ব্যাটারি। আমরা এই দশকের মধ্যেই এলএমআর ব্যাটারির উৎপাদন বাড়াতে চাই। ফোর্ডের ভবিষ্যৎ মডেলের গাড়িতে এই ব্যাটারি ব্যবহারের জন্য কাজ চলছে।’

সায়েন্স ডাইরেক্ট সাময়িকীতে প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, লিথিয়াম-সমৃদ্ধ ম্যাঙ্গানিজভিত্তিক ক্যাথোড উপকরণ ৩০ বছর আগে আবিষ্কৃত হয়েছে। নিকেল ও কোবাল্টের অনুপস্থিতির কারণে এসব ব্যাটারির শক্তির ঘনত্ব বেশি।

সূত্র: ইনসাইড ইভিস

সম্পর্কিত নিবন্ধ