বৈশ্বিক নিন্দা সত্ত্বেও ফিলিস্তিনের গাজা দখলে আবারও নিজের অনড় অবস্থানের কথা জানালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় গত রোববার ন্যাশনাল ফুটবল লিগের ‘সুপার বৌল চ্যাম্পিয়নশিপ’ দেখতে নিউ অরলিন্সে যাওয়ার পথে এয়ার ফোর্স ওয়ান উড়োজাহাজে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

ট্রাম্প বলেন, ‘গাজা কিনে নিতে এবং এর মালিকানা পেতে আমি প্রতিশ্রুতিবদ্ধ। আমরা যখন এটি পুনর্গঠন করব, মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশকেও কিছু অংশ পুনর্গঠনের জন্য দিতে পারি। আমাদের তদারকিতে অন্যরাও এ কাজ করতে পারে। কিন্তু আমরা এটির মালিকানা নিতে এবং দখলে নিতে প্রতিশ্রুতিবদ্ধ, যাতে হামাস আর ফিরতে না পারে তা নিশ্চিত করা যায়।’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, এই অবস্থান থেকে ফিরে আসার কিছু নেই। এটি (গাজা) এখন গুঁড়িয়ে দেওয়া একটি জায়গা। বাকিটাও গুঁড়িয়ে দেওয়া হবে। সবকিছুই মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে।

কিছু ফিলিস্তিনি শরণার্থীকে যুক্তরাষ্ট্রে আশ্রয় দেওয়ার সম্ভাবনার বিষয়টি বিবেচনা করতে প্রস্তুত আছেন বলে জানান ট্রাম্প। তবে এ ক্ষেত্রে প্রত্যেকের আবেদন আলাদা আলাদাভাবে বিবেচনা করা হবে বলে জানান তিনি।

গাজা দখলে ট্রাম্পের ঘোষণার কড়া প্রতিবাদ জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। সংগঠনটির গাজা প্রধান খলিল আল-হাইয়া আজ সোমবার বলেন, গাজা নিয়ে পশ্চিমা বিশ্ব, যুক্তরাষ্ট্র ও প্রেসিডেন্ট ট্রাম্পের পরিকল্পনা ব্যর্থ হবে।

ইরানের রাজধানী তেহরানে দেশটির ইসলামি বিপ্লবের ৪৬তম বার্ষিকীর অনুষ্ঠানে অংশগ্রহণের সময় এই হামাস নেতা আরও বলেন, ‘এসব পরিকল্পনা আমরা পরাস্ত করব, যেভাবে আগের প্রকল্পগুলো পরাস্ত করেছি।’

ট্রাম্পের বক্তব্যের নিন্দা জানিয়ে হামাসের রাজনৈতিক শাখার সদস্য ইজ্জাত আল-রাশক বলেন, গাজা কেনা-বেচার জন্য আবাসন সম্পত্তি নয়। এটি দখল হয়ে যাওয়া ফিলিস্তিনের অবিচ্ছেদ্য অংশ। বাস্তুচ্যুত করার এই পরিকল্পনা ব্যর্থ করে দেবেন ফিলিস্তিনিরা।

গাজা থেকে ফিলিস্তিনিদের বিতাড়ন এবং সেখানে মার্কিন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা নিয়ে ট্রাম্পের বক্তব্যে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

মালয়েশিয়ার উদ্দেশে রওনা দেওয়ার আগে গতকাল রোববার রাতে ইস্তাম্বুল বিমানবন্দরে তিনি সাংবাদিকদের বলেন, হাজার হাজার বছর ধরে বসবাস করে আসা গাজার জনগণকে তাঁদের চিরন্তন মাতৃভূমি থেকে সরিয়ে দেওয়ার ক্ষমতা কারও নেই। এরদোয়ান আরও বলেন, গাজা, পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের মালিক ফিলিস্তিনিরা।

এদিকে গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা করতে গতকাল কাতারে পৌঁছেছে ইসরায়েলের একটি প্রতিনিধিদল। চলতি সপ্তাহে ইসরায়েল ও হামাসের মধ্যে এ পরোক্ষ আলোচনা শুরু হওয়ার কথা। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তরের একটি সূত্র জানিয়েছে, গাজা কারা শাসন করবে, এমন বড় বিষয়ের চেয়ে বরং প্রতিনিধিদলটি কেবল যুদ্ধবিরতির কারিগরি দিক নিয়ে আলোচনা করবে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

জামায়াতের পর এবার সমাবেশে অংশ নিতে বিশেষ ট্রেন ভাড়া ছাত্রদলের

জামায়াতে ইসলামীর পর এবার বিশেষ ট্রেন ভাড়া করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে ৩ আগস্ট ছাত্র সমাবেশে অংশ নিতে প্রায় ১০ লাখ টাকার বিনিময়ে চট্টগ্রাম ছাত্রদল ২০ বগির এই বিশেষ ট্রেন ভাড়া করেছে।  

জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ৩ আগস্ট ছাত্র সমাবেশ করবে ছাত্রদল।

এই কর্মসূচিতে অংশ নিতে চট্টগ্রাম নগর ছাত্রদলের পক্ষ থেকে ২০ বগির একটি বিশেষ ট্রেনের জন্য আবেদন করা হয়। ছাত্রদলের আবেদনের পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার বিশেষ ট্রেন বরাদ্দ রেলওয়ে। আগামী রোববার সকাল সোয়া ৭টায় চট্টগ্রাম স্টেশন থেকে এই ট্রেন ছেড়ে যাবে। আর ঢাকায় পৌঁছাবে বেলা সোয়া ১টায়। এই ট্রেন সন্ধ্যা সাতটায় আবার ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসবে।

রেলওয়ে সূত্র জানায়, ২০ বগির ট্রেনটিতে ১ হাজার ১২৬টি আসন রয়েছে। বিশেষ ট্রেন পরিচালনার জন্য রেলওয়ের চট্টগ্রাম, ঢাকা বিভাগসহ সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে।

রেলওয়ের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা তৌষিয়া আহমেদ প্রথম আলোকে বলেন, ছাত্রদলের আবেদনের পরিপ্রেক্ষিতে রেল ভবনের অনুমোদন সাপেক্ষে বিশেষ ট্রেন বরাদ্দ দেওয়া হয়েছে। এই কারণে নিয়মিত ট্রেন চলাচলে কোনো সমস্যা হবে না।

চট্টগ্রাম নগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) সাব্বির আহমেদ প্রথম আলোকে বলেন,  এই ট্রেনে চট্টগ্রাম নগর, উত্তর ও দক্ষিণ জেলার প্রায় দেড় হাজার নেতা-কর্মী যাবেন। সবাই একসঙ্গে যেতে চাওয়ায় ট্রেন ভাড়া করেছেন। বাসে হলে তা সম্ভব ছিল না।

এর আগে গত ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করেছিল জামায়াতে ইসলামী। সমাবেশে নেতা-কর্মীদের যাতায়াতের জন্য ময়মনসিংহ, সিরাজগঞ্জ, রাজশাহী ও চট্টগ্রাম থেকে চার জোড়া বিশেষ ট্রেন ভাড়া করে দলটি। এই চার ট্রেন ভাড়া করতে দলটিকে গুনতে হয়েছে প্রায় ৩২ লাখ টাকা।

জামায়াতের ট্রেন ভাড়া করা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার মধ্যে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি দিয়ে রেলপথ মন্ত্রণালয় জানায়, বিশেষ ট্রেন পরিচালনায় স্বাভাবিক নিয়মের কোনো ব্যত্যয় ঘটেনি।

সম্পর্কিত নিবন্ধ