জুলাই গণ–অভ্যুত্থানে শহীদ গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) শিক্ষার্থী জাহিদুজ্জামান তানভীনের মা বিলকিস জামানকে রাস্তায় একা পেয়ে মারধর ও হয়রানির অভিযোগ উঠেছে। গত শনিবার বিকেলে টঙ্গীবাজার খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। মারধরের অভিযোগ তাঁরই (জাহিদুজ্জামান) খালা নাজমা পারভীনের বিরুদ্ধে।

এ নিয়ে বিলকিস জামান গত সোমবার টঙ্গী পূর্ব থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তবে অভিযোগ দেওয়ার পরও পুলিশ যথাযথ ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ তাঁর।

জাহিদুজ্জামান তানভীন ছাত্র আন্দোলনে গিয়ে গত ১৮ জুলাই উত্তরার আজমপুরে পুলিশের গুলিতে নিহত হন। তিনি আইইউটির মেকানিক্যাল বিভাগের শিক্ষার্থী ছিলেন। ২০২২ সালে পড়াশোনা শেষে নিজেই ড্রোন তৈরির প্রতিষ্ঠান ‘অ্যান্টস’ (পিপিলিকা) গড়ে তোলেন। তাঁর মা বিলকিস জামান ও বাবা শামসুজ্জামান থাকেন উত্তরার কাঁচাবাজার এলাকায়। বড় বোন জেসিকা জামান স্বামীর সঙ্গে থাকেন আমেরিকায়।

থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার সকালে টঙ্গীর জহির মার্কেট এলাকায় তাঁর (বিলকিস জামান) ছোট বোন সালমা আক্তার মনির বাসায় বেড়াতে যান তিনি। বেড়ানো শেষে বিকেল সাড়ে পাঁচটার দিকে টঙ্গীবাজার খেয়াঘাট পার হয়ে বাসায় ফিরছিলেন। সেখানে হঠাৎ তাঁর পথ আটকে দাঁড়ান তাঁর আরেক ছোট বোন নাজমা পারভীন ও তাঁর স্বামী অলিউল্লাহ। কিছু বুঝে ওঠার আগেই তাঁকে টানাহেঁচড়া শুরু করেন। তাঁকে অপহরণের চেষ্টা করেন। এ সময় তিনি বাধা দিলে নাজমা ও তাঁর স্বামী তাঁকে মারধর করেন। একপর্যায়ে তিনি চিৎকার শুরু করলে আশাপাশের লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন। পরে তিনি উত্তরার কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে চিকিৎসা নেন। পরে সোমবার রাতে টঙ্গী পূর্ব থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।

বিলকিস জামান জানান, তাঁরা মোট ছয় বোন এক ভাই। তাঁর বাবার বাসা টঙ্গীর হোসেন মার্কেট এলাকায়। সেখানে একটি চারতলা বাড়ি আছে তাঁদের। এর মধ্যে ছোট বোন নাজমা বাড়িটির অর্ধেক মালিক দাবি করে তাঁর (বিলকিস জামান) ওয়ারিশ সূত্রে পাওয়া অংশ লিখে দিতে বলেন। বিলকিস কথামতো নাজমাকে তাঁর অংশ লিখে দেন। এরপর নাজমা ওয়ারিশ লিখে দিতে বিলকসকে অন্য বোনদের বলতে বলেন। কিন্তু তাতে রাজি না হওয়ায় নাজমা বিলকিসের ওপর ক্ষিপ্ত হন। নাজমা বিভিন্নভাবে বিলকিস ও অন্য বোনদের বিরক্ত করেন। পরে এসব নিয়ে বিলকিস ও তাঁর অন্য বোনেরা গত ৩০ ডিসেম্বর নাজমার বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এর জেরে শনিবার টঙ্গীবাজার খেয়াঘাটে একা পেয়ে নাজমা ও তাঁর স্বামী তাঁকে হয়রানি করেন।

বিলকিস জামান বলেন, ‘আমি কেন আমার অন্য বোনদের ওয়ারিশ লিখে দিতে বলি না, এটাই ছিল আমার অপরাধ। এ কারণে নাজমা আমার আপন বোন হয়েও রাস্তায় একা পেয়ে যা–তা ব্যবহার করেছে। পরে বাধ্য হয়ে আমি থানায় অভিযোগ দায়ের করেছি। কিন্তু পুলিশ আসামিদের ধরতে বাসায় গিয়েও আবার ছেড়ে দিছে। কোনো ব্যবস্থা নেয়নি।’

এসব অভিযোগের বিষয়ে জানতে নাজমা পারভীনের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি। কথা বলতে চেয়ে খুদে বার্তা পাঠালেও কোনো উত্তর দেননি।

এ বিষয়ে জানতে চাইলে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.

ফরিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, এ বিষয়ে ইতিমধ্যে মামলা হয়েছে। তদন্তকাজ চলমান। আসামি ধরতে গিয়ে আবার ছেড়ে দেওয়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, ‘এ ব্যাপারে তদন্ত কর্মকর্তা বলতে পারবেন। আপনি তদন্ত কর্মকর্তার সঙ্গে কথা বলেন।’

পরে মামলার তদন্ত কর্মকর্তা উৎপলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, ‘আমাদের তদন্তের কাজ চলছে। এসব বিষয়ে সঠিক তদন্ত ছাড়া কাউকে ধরা যায় না।’

উৎস: Prothomalo

কীওয়ার্ড: দ য় র কর র কর ন এল ক য় তদন ত ম রধর

এছাড়াও পড়ুন:

নভেম্বরে বৃষ্টি ফসলের জন্য কতটা ক্ষতির

বাড়ির সামনে ১৫ শতক জমিতে সবজি আবাদ করেছেন ময়মনসিংহ সদর উপজেলার বয়রা গ্রামের কৃষক শাম্মত আলী (৬০)। পালংশাক, মুলা, ডাঁটা ও মরিচের বীজ বুনেছেন তিনি। মরিচের বীজ বোনার দুই দিন পর বৃষ্টি শুরু হয়। বৃষ্টিতে বীজ পচে গেছে। নভেম্বরে অসময়ের বৃষ্টিতে তিনি ক্ষতির মুখে পড়েছেন।

ইতিমধ্যে ময়মনসিংহের বিভিন্ন এলাকায় আমন ধান কাটতে শুরু করেন কৃষকেরা। এ ছাড়া শীত মৌসুমকে সামনে রেখে কৃষকেরা সবজি চাষ শুরু করেছেন। ব্রহ্মপুত্র নদের চরাঞ্চলগুলোতে বিপুল পরিমাণ সবজির আবাদ হয়। তবে নভেম্বরের শুরুতে টানা বৃষ্টি এসব ফসলের ওপর প্রভাব পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এর প্রভাব বাজারেও পড়তে পারে।

কৃষি বিভাগ জানিয়েছে, জেলার ১৩টি ‍উপজেলায় চলতি আমন মৌসুমে ২ লাখ ৬৮ হাজার ১১০ হেক্টর জমিতে ধানের আবাদ করা হয়েছে। এবার শর্ষে চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪১ হাজার ৬৫০ হেক্টর জমিতে। কিন্তু বৃষ্টির কারণে শর্ষে আবাদ করা যাচ্ছে না। ২১ হাজার ৬০০ হেক্টর জমিতে শাকসবজি আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে ৫ হাজার হেক্টর জমিতে সবজি আবাদ হয়েছে। বৃষ্টির কারণে বাঁধাকপি, ফুলকপি, করলা, চিচিঙ্গা, মিষ্টিকুমড়া, চালকুমড়ার কিছুটা সমস্যা হতে পারে। বৃষ্টি দীর্ঘায়িত হলে ক্ষতির পরিমাণ বাড়তে পারে।

নভেম্বরের বৃষ্টি ফসলের জন্য কতটা ক্ষতির জানতে চাইলে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক মো. পারভেজ আনোয়ার বলেন, নিম্নচাপের কারণে প্রচুর বৃষ্টি হয়েছে। নভেম্বরে এমন বৃষ্টি অপ্রত্যাশিত। ইতিমধ্যে আমন ধান কাটা শুরু হয়েছে। কৃষকেরা ধান শুকাতে সমস্যায় পড়বেন। যাঁরা কাটতে পারেননি, তাঁদের জমিতে পানি ওঠায় ধানের অপচয় বেশি হবে। রবি ফসলের ক্ষেত্রে ভুট্টা, ডাল-জাতীয় শস্য ও শর্ষে লাগানো দেরি হয়ে যাবে। ফসল লাগাতে দেরি হলে পরে বোরো ফসল লাগাতেও দেরি হয়ে যাবে।

অধ্যাপক পারভেজ আনোয়ার প্রথম আলোকে বলেন, শীতকালীন সবজি যাঁরা দেরিতে লাগাচ্ছেন, তাঁদের চারা নষ্ট হয়ে যাবে। আগাম যাঁরা আবাদ করেছেন, অতিবৃষ্টির কারণে পচে যাবে এবং রোগবালাই ও পোকার আক্রমণও বাড়বে। সব মিলিয়ে ধান, রবি শস্য ও শীতকালীন সবজি—সবকিছুই ক্ষতিগ্রস্ত হবে অসময়ের বৃষ্টির কারণে।

কৃষক শাম্মত আলী বলেন, ‘কয়েক দিন আগে মরিচ বুনছিলাম। বৃষ্টিতে সব পইচ্চা গেছে। আমার সব ফসল নষ্ট হয়ে গেছে। সব গাইব হয়ে গেছে। আষাঢ় মাসেও এমন বৃষ্টি হয় না, যে বৃষ্টি হইছে। এমন বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা আছিন না। এমন সময়ে ছিডাছাডা বৃষ্টি হইলেও এমন বৃষ্টি আর কখনো হয় নাই।’

গতকাল শনিবার রাত আড়াইটা থেকে রোববার সকাল ৬টা ২০ মিনিট পর্যন্ত ময়মনসিংহ জেলায় ৬৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। ময়মনসিংহ আবহাওয়া কার্যালয়ের উচ্চ পর্যবেক্ষক মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হচ্ছে। গত শুক্রবার দিবাগত রাত ৪টা ২৫ মিনিট থেকে বৃষ্টি শুরু হয়। আগামী মঙ্গলবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

ময়মনসিংহ শহরের দীঘারকান্দা এলাকার লাল মিয়া বলেন, ‘২ কাডা জমিতে শাকসবজি করছিলাম। বৃষ্টিতে সব ক্ষতি হইয়া গেছে। এমন টাইমে তো বৃষ্টি হয় না।’

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ময়মনসিংহ কার্যালয়ের উপপরিচালক মো. এনামুল হক প্রথম আলোকে বলেন, নভেম্বর মাসের শুরুতে বৃষ্টি হওয়ায় সবজি লাগানো কিছুটা পিছিয়ে যেতে পারে। শর্ষে আবাদের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, বৃষ্টির কারণে লাগাতে দেরি হলে অর্জন কিছুটা কম হবে। এখন শর্ষে আবাদের ভালো সময়। এ সময় শর্ষের বীজ বুনতে না পারলে আবাদ কমে যাবে। বৃষ্টি কয়েক দিনের মধ্যে থেমে গেলে তেমন ক্ষতি হবে না।

সম্পর্কিত নিবন্ধ