গাজার মানুষকে সম্মান দেখান, ট্রাম্পকে ফরাসি প্রেসিডেন্ট মাখোঁ
Published: 12th, February 2025 GMT
যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কার মধ্যে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ গাজার মানুষের প্রতি সম্মান দেখানোর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন। ট্রাম্পের ‘গাজা দখল’ ও ফিলিস্তিনিদের বের করে দেওয়ার হুমকির মধ্যে তিনি এ আহ্বান জানালেন। ফ্রান্সের রাজধানী প্যারিসের অ্যালিসি প্যালেসে সিএনএনের সঙ্গে বিশেষ সাক্ষাৎকারে মাখোঁ বলেন, আপনি ২০ লাখ মানুষকে বলতে পারেন না– ‘চলো, তুমি যাই মনে করো না কেন, তোমাকে যেতে হবে।’ এটা কোনো আবাসন ব্যবসাসংশ্লিষ্ট বিষয় নয়, এটা রাজনৈতিক বিষয়।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েলের ‘আত্মরক্ষার অধিকার’ সংক্রান্ত বয়ানের একজন সমর্থক হওয়া সত্ত্বেও গাজা ও লেবাননে হামলার প্রকাশ্যে বিরোধিতা করে আসছেন প্রেসিডেন্ট মাখোঁ। গত অক্টোবরে ফ্রান্স ইসরায়েলে অস্ত্র সরবরাহ স্থগিত করে।
সক্ষাৎকারে মাখোঁ বলেন, ‘আমি সব সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ভিন্নমত পোষণ করে আসছি। এখনও আমি এটা মনে করি না, এত বেশি বেসামরিক লোককে লক্ষ্যবস্তু করে রক্তক্ষয়ী অভিযান চালানো সঠিক।’
ট্রাম্পকে উদ্দেশ করে তিনি বলেন, গাজার দ্রুত পুনর্গঠনের মানে এই নয় যে, আপনি সেখানকার বাসিন্দাদের প্রতি অসম্মান প্রদর্শন করবেন।
সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প মিসর ও জর্ডানকে গাজার বাসিন্দাদের শরণার্থী হিসেবে গ্রহণের আহ্বান জানান। তিনি গাজাকে সংস্কার করে ‘মধ্যপ্রাচ্যের রিভেরা’ বানানোর পরিকল্পনার কথা জানান। বিশ্লেষকরা মনে করেন, তাঁর বক্তব্যে জাতিগত নিধনের উস্কানি রয়েছে। ফিলিস্তিনিরা গাজা ছাড়ার কথা অস্বীকার করেছে। সেই সঙ্গে হামাস ও তাদের সমর্থক সংগঠনগুলো প্রতিরোধের হুঁশিয়ারি দিয়েছে।
আলজাজিরা জানায়, আগামী শনিবারের মধ্যে গাজায় থাকা সব জিম্মিকে মুক্তি না দিলে আবারও যুদ্ধ শুরুর হুঁশিয়ারি দিয়েছেন নেতানিয়াহু। এর আগে একই কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার সামাজিক মাধ্যমে এক ভিডিওতে নেতানিয়াহু বলেন, যদি হামাস জিম্মিদের শনিবারের মধ্যে মুক্তি না দেয়, তাহলে যুদ্ধবিরতি বাতিল হবে এবং হামাসকে পরাজিত করা পর্যন্ত আইডিএফ লড়াই চালিয়ে যাবে। নেতানিয়াহুর হুমকিকে কেন্দ্র করে নতুন করে যুদ্ধের শঙ্কায় গাজায় চরম আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে।
এ অবস্থায় প্রতিরোধের বার্তা দিয়েছে ইয়েমেনের সশস্ত্র সংগঠন হুতি। তারা বলেছে, গাজায় যুদ্ধবিরতি ভঙ্গ করা হলে ইসরায়েলে হামলা চালানোর জন্য তারা প্রস্তুত। সংগঠনটির নেতা আবদেল মালিক আল হুতি এক টেলিভিশন ভাষণে মঙ্গলবার বলেন, গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘনে যে কোনো সময় সামরিক হস্তক্ষেপে তারা প্রস্তুত আছেন। এ সময় তিনি বলেন, ‘আমাদের হাত বন্দুকের ট্রিগারেই রয়েছে।’
বাদশাহ আব্দুল্লাহর সঙ্গে ট্রাম্পের বৈঠক
মঙ্গলবার জর্ডানের বাদশাহ আব্দুল্লাহর সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। এ সময় গাজার বাসিন্দাদের জন্য সর্বোচ্চটুকু করার কথা জানিয়ে তিনি বলেন, সেখানকার দুই হাজার অসুস্থ শিশুকে তিনি নিজ দেশে নিয়ে চিকিৎসা দেবেন।
পরিকল্পনা হাস্যকর, বলছে উত্তর কোরিয়া
প্রেসিডেন্ট ট্রাম্পের গাজা দখল ও ফিলিস্তিনিদের অন্য জায়গায় সরানোর পরিকল্পনাকে ‘হাস্যকর’ উল্লেখ করে নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। গতকাল বুধবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ নিন্দা জানানো হয়। কেসিএনএ ট্রাম্পের নাম উল্লেখ না করে লিখেছে, নিরাপত্তা ও শান্তির জন্য ফিলিস্তিনিদের মনে যে ক্ষীণ আশা বেঁচে ছিল, তা ওই প্রস্তাবের কারণে ভেঙে যাচ্ছে।
পুনর্গঠনে প্রয়োজন ৫৩ বিলিয়ন ডলার
জাতিসংঘ বলেছে, গাজায় স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি পুনর্গঠনে প্রয়োজনীয় অর্থের হিসাব করা হয়েছে। এতে দরকার হবে ৫৩ দশমিক ১৪২ বিলিয়ন ডলার। প্রথম তিন বছরে প্রায় ২০ দশমিক ৫৬৮ বিলিয়ন ডলার প্রয়োজন হবে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
অটোরিকশার ধাক্কায় ছিটকে বাসের নিচে, দুই বন্ধু নিহত
রাজধানীতে অটোরিকশার ধাক্কায় ছিটকে বাসের নিচে পড়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বুধবার বনশ্রীর এফ ব্লক সড়কে এ দুর্ঘটনা ঘটে। এদিন মতিঝিলের ফকিরাপুল মোড়ে প্রাইভেট কারের চাপায় আব্দুল মতিন (৩৬) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। এ ছাড়া পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় ছয়জন প্রাণ হারিয়েছেন।
বনশ্রীতে নিহত দু’জন হলেন– আব্দুল্লাহ আল নোমান (২১) ও পাভেল মিয়া (২০)। নোমানের মামা আব্দুল হামিদ জানান, নিহতরা পরস্পর বন্ধু। নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে ঢাকায় ঘুরতে যাওয়ার সময় দু’জন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। তারা রূপগঞ্জের নামারমুসুরি এলাকায় থাকতেন। নোমান মুড়াপাড়া ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী। পাভেল তেমন কিছুই করতেন না। এ ঘটনায় নোমানের পরিবারের পক্ষ থেকে সড়ক নিরাপত্তা আইনে খিলগাঁও থানায় মামলা হয়েছে।
প্রত্যক্ষদর্শী মোটরসাইকেল চালক টিপু সুলতান বলেন, সড়কটি যানবাহনে ঠাসা ছিল। এ কারণে গাড়ি চলছিল ধীরগতিতে। হঠাৎ একটি ব্যাটারিচালিত অটোরিকশা পাশ থেকে এসে নোমানের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে দু’জন সড়কের ওপর ছিটকে পড়েন। পরে মিয়ামি পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। নোমান ঘটনাস্থলেই মারা যান। মোটরসাইকেল আরোহী পাভেলকে গুরুতর আহত অবস্থায় ফরাজী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খিলগাঁও থানার ওসি দাউদ হোসেন জানান, বাসটি জব্দ করা হয়েছে। চালক ও তার সহকারী পালিয়ে গেছে। অটোরিকশা চালককেও আটক করা যায়নি। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।
গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ফকিরাপুল মোড়ে প্রাইভেটকারের চাপায় প্রাণ হারান রিকশাচালক আব্দুল মতিন। তাঁর বাড়ি রংপুরে। তিনি মুগদার মাণ্ডা এলাকায় একটি রিকশার গ্যারেজে থাকতেন। মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) মোহাইমিনুল ইসলাম জানান, প্রাইভেটকারের চালক আল আমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাইভেটকার জব্দ করা হয়েছে। ময়নাতন্ত শেষে পরিবারের কাছে মতিনের মরদেহ হস্তান্তর করা হয়েছে।
এদিকে মঙ্গলবার রাতে বিমানবন্দর থানার সিভিল এভিয়েশন কোয়ার্টার গেটের (সি-টাইপ) সামনের ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ২৫ বছর। বিমানবন্দর থানার এসআই আমিনুল ইসলাম বলেন, ওই যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।
সড়কে ঝরল আরও ছয় প্রাণ
খুলনার ডুমুরিয়ায় তেলবাহী লরির চাপায় দুই নারী নিহত হয়েছেন। গতকাল বিকেলে উপজেলার আটলিয়া ইউনিয়নের নরনিয়া মহিলা মাদ্রাসার কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন– রোকেয়া বেগম (৫৫) ও রশিদা বেগম (৪৫)।
গতকাল সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের গণস্বাস্থ্য কেন্দ্রের কাছে সেলফি পরিবহনের বাসের ধাক্কায় শামসুল হক নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি গাজীপুরের শ্রীপুরে গণস্বাস্থ্য উপকেন্দ্রের নিরাপত্তাকর্মী ছিলেন। সাভার থেকে অবসরের পাওনাদি নিয়ে ফেরার পথে তিনি প্রাণ হারান। শামসুলের বাড়ি চাঁদপুরে। ঘটনার পর গণস্বাস্থ্য মেডিকেল কলেজের শিক্ষার্থী ও গণস্বাস্থ্য কেন্দ্রের কর্মচারীরা সেলফি পরিবহনের পাঁচটি বাস আটক করেন।
এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অটোরিকশা ও পিকআপ ভ্যানের সংঘর্ষে নয়ন মিয়া (৩৭) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন। গতকাল বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগড়াপাড়া ইউনিয়নের রতনদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কুষ্টিয়ার দৌলতপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শান্ত ইসলাম (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন। গতকাল উপজেলার কুষ্টিয়া-প্রাগপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। শান্ত মথুরাপুর পশ্চিমপাড়া গ্রামের রিপন মণ্ডলের ছেলে।
রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী বাজারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে স্বপন শীল নামে এক স্যালুন ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল ছেলের বিয়ের অনুষ্ঠানের নিমন্ত্রণপত্র বিলি করতে বেরিয়ে দুর্ঘটনায় প্রাণ হারান তিনি।