দিল্লিতে নারী মুখ্যমন্ত্রীর কথা ভাবছে বিজেপি? তালিকায় কারা
Published: 13th, February 2025 GMT
ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী কে হবেন, সেই জল্পনা আজও অব্যাহত। দৌড়ে রয়েছে একাধিক নাম। এর মধ্যে এ পদে এক নারীর কথাও বিবেচনা করা হচ্ছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিদেশ সফরে থাকায় দিল্লির সরকার গঠনের প্রক্রিয়া আপাতত বন্ধ। কিন্তু মুখ্যমন্ত্রী পদ কে পাবেন, তা নিয়ে আলোচনা আছে।
ফ্রান্স ও যুক্তরাষ্ট্র সফর শেষে নরেন্দ্র মোদি দিল্লি ফেরার পরই রাজধানী রাজ্যের মুখ্যমন্ত্রী কে হবেন, বিজেপি তা ঠিক করবে। এখন পর্যন্ত ঠিক আছে, নতুন মুখ্যমন্ত্রী ও মন্ত্রিপরিষদ আগামী রোববার শপথ নেবে।
বিজেপির সভাপতি জে পি নাড্ডা এই অবসরে দিল্লির নেতাদের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করছেন। কিন্তু কে হবেন মুখ্যমন্ত্রী, তা এখনো কোটি টাকার প্রশ্ন। অথচ ফল ঘোষণার পর এক সপ্তাহ কাটতে চলেছে। এই অবসরে আম আদমি পার্টি (আপ) সরব হয়েছে। তাদের অভিযোগ, সরকার না থাকায় রাজ্যের সব পরিষেবা ও জরুরি কাজ থমকে রয়েছে। ভোগান্তি হচ্ছে সাধারণ মানুষের।
আম আদমির প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে হারিয়েছেন বিজেপির প্রভেশ শর্মা। তিনি প্রধান দাবিদার। প্রভেশের বাবা সাহেব সিং ভার্মা দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন। তবে তাঁর বিরুদ্ধে ঘৃণাভাষণের বেশ কিছু অভিযোগ আছে। গোষ্ঠীদ্বন্দ্বের ঊর্ধ্বেও তিনি নন।
গত বছর লোকসভা ভোটে বিজেপি নেতৃত্ব দিল্লির সাত সাংসদের মধ্যে ছয়জনকেই বাদ দিয়ে নতুন মুখের ওপর ভরসা রেখেছিলেন। বাদ দেওয়া হয়নি শুধু উত্তর–পূর্ব দিল্লির সংসদ সদস্য ভোজপুরি সিনেমার জনপ্রিয় নায়ক মনোজ তিওয়ারিকে। পূর্ব–উত্তর প্রদেশ ও বিহারের যেসব মানুষ দিল্লিতে পাকাপাকিভাবে বাস করছেন, পূর্বাঞ্চলি বলে যাঁদের পরিচয়, তাঁদের সমর্থন পেতে বিজেপি মনোজ তিওয়ারিকে ব্যবহার করেছে। এই প্রথম পূর্বাঞ্চলীয় ভোটারদের সমর্থন বিজেপি ভালো রকম আদায় করেছে। সে কারণে মনোজও মুখ্যমন্ত্রিত্বের অন্যতম দাবিদার।
বিজেপির দিক থেকে দিল্লির শেষ মুখ্যমন্ত্রী ছিলেন সুষমা স্বরাজ। তাঁর অকালপ্রয়াণের পর মেয়ে বাঁশুরি আইন পেশা ছেড়ে রাজনীতিতে এসেছেন। নিউ দিল্লি কেন্দ্র থেকে গত ভোটে জিতে লোকসভার সদস্যও হয়েছেন। নারী মুখ্যমন্ত্রী করতে হলে তাঁর নামই প্রথম পছন্দ বলে মনে করা হচ্ছে। নারী দাবিদারদের মধ্যে আরও রয়েছেন শালিমারবাগ কেন্দ্র থেকে জয়ী রেখা গুপ্ত ও গ্রেটার কৈলাস কেন্দ্র থেকে জয়ী শিখা রায়।
মুখ্যমন্ত্রী বাছাইয়ের ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অবশ্য ইদানীং বেশ চমক সৃষ্টি করছেন। আগে উত্তরাখন্ড, পরে রাজস্থান, হরিয়ানা ও মধ্যপ্রদেশের পরিচিতদের দাবি উপেক্ষা করে বেছে নিয়েছেন আনকোরা নতুন বিশ্বস্ত মুখ, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের আগে যাঁরা কেন্দ্রীয় নেতৃত্বের মতামত নেবেন। দিল্লিতেও যে তেমন হবে না, জোর দিয়ে বলা যায় না। সাসপেন্স আপাতত এটুকুই।
তবে সরকার গঠিত না হলেও বিজেপি থেমে নেই। রাজ্যের আমলা মহলকে ইতিমধ্যেই বলা হয়েছে ১৫ দিন, ৫০ দিন ও ১০০ দিনের মধ্যে রূপায়ণ করা যাবে—এমন সরকারি প্রকল্পগুলোর তালিকা প্রস্তুত করে ফেলতে। রাজনৈতিক নির্দেশ পেয়ে রাজ্যের মুখ্য সচিব বিভাগীয় কর্তাদের এই নির্দেশ দিয়ে বলেছেন, দেশের সঙ্গে দিল্লিও যে দ্রুত ‘বিকশিত’ হতে চলেছে, তার প্রমাণ মানুষের কাছে রাখতে হবে।
নির্দেশে বলা হয়েছে, সরকারি স্বাস্থ্য পরিষেবা, নিকাশি ব্যবস্থা, জঞ্জাল অপসারণ, পানীয় জল সরবরাহের মতো জরুরি বিষয়গুলো কিছু দিন ধরে বেহাল অবস্থার মধ্যে ছিল। দ্রুত সেই অবস্থা শোধরাতে কী কী করতে হবে, তা যেন শুক্রবারের মধ্যে ঠিক করে রাখা হয়। সরকার গড়ার সঙ্গে সঙ্গে সেই কাজ হাতে নিতে হবে। ১০০ দিন অতিক্রান্ত হওয়ার আগেই দেখাতে হবে বিজেপির সরকার কাজের।
বিজেপি এই সঙ্গে আরও জানিয়েছে, নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকেই দিল্লিতে কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্যবিমা ‘আয়ুষ্মান প্রকল্প’ চালু করা হবে। আপ সরকার এই প্রকল্প দিল্লিতে চালু করেনি। তার বদলে সরকারের নিজস্ব চিকিৎসাবিমা চালু করা হয়েছিল। দিল্লির মতো পশ্চিমবঙ্গেও ‘আয়ুষ্মান প্রকল্প’ চালু করা হয়নি। এই বিমা প্রকল্পে রাজ্যবাসী নাগরিকদের চিকিৎসার জন্য ৫ লাখ রুপি কেন্দ্রীয় সরকার দেবে। অনুরূপভাবে রাজ্য সরকারও দেবে ৫ লাখ রুপি।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ম খ যমন ত র প রকল প মন ত র সরক র
এছাড়াও পড়ুন:
নোয়াখালীতে পলাতক আওয়ামী লীগ নেতাকে আশ্রয় দেওয়ায় তাঁতী দলের নেতা বহিষ্কার
নোয়াখালীর হাতিয়া উপজেলায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলাউদ্দিনকে নিজ বাড়িতে আশ্রয় দেওয়ার অভিযোগে জাতীয়তাবাদী তাঁতী দলের এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত মোহাম্মদ সৈকত উপজেলার বুড়িরচর ইউনিয়ন তাঁতী দলের সভাপতি ছিলেন। আজ শুক্রবার বিকেলে জেলা তাঁতী দলের সদস্যসচিব মোরশেদ আলম প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে বৃহস্পতিবার রাতে জেলা তাঁতী দলের আহ্বায়ক ইকবাল করিম সোহেল ও সদস্যসচিব মোরশেদ আলমের যৌথ স্বাক্ষরিত চিঠিতে বহিষ্কারের আদেশ দেওয়া হয়।
চিঠিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মোহাম্মদ সৈকতকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে ইউনিয়ন পর্যায়ে কমিটি মূল্যায়নে ব্যর্থ হওয়ায় হাতিয়া উপজেলা তাঁতী দলের দক্ষিণ কমিটিকে সতর্ক করা হয়েছে।
দলীয় সূত্র জানায়, বৃহস্পতিবার ভোরে হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের জোড়খালী গ্রামে সৈকতের বাড়ি থেকে সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিনকে গ্রেপ্তার করে হাতিয়া থানা–পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে ১০টি ককটেল উদ্ধার করা হয়। আলাউদ্দিন ও মোহাম্মদ সৈকত সম্পর্কে ফুফা–ভাগনে।
এ বিষয়ে মোহাম্মদ সৈকত প্রথম আলোকে বলেন, ‘আমাদের বাড়িতে অনেকগুলো পরিবার থাকে। আমি ব্যবসার কাজে দিনের বেশির ভাগ সময় বাইরে থাকি। আলাউদ্দিন কখন বাড়িতে এসেছেন, তা আমার জানা নেই। আমাদের ঘর থেকে তাঁর শ্বশুরদের ঘর অনেক দূরে। উদ্দেশ্যমূলকভাবে আমাকে জড়ানো হয়েছে।’
নোয়াখালী জেলা তাঁতী দলের সদস্যসচিব মোরশেদ আলম বলেন, আওয়ামী লীগের পলাতক নেতাকে আত্মগোপনে থাকার সুযোগ করে দেওয়ায় মোহাম্মদ সৈকতকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি উপজেলার দক্ষিণাঞ্চলের তাঁতী দল কমিটিকেও সতর্ক করা হয়েছে।
আরও পড়ুনহাতিয়ায় শ্বশুরবাড়িতে পালিয়ে থাকা সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার৩১ জুলাই ২০২৫