মার্কিন কূটনৈতিক পরিসরে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়ার সহকারী সচিবের দায়িত্ব পেলেন এস পল কাপুর। এই ভারতীয় ডোনাল্ড লু’র স্থলাভিষিক্ত হয়েছেন। ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

পল কাপুর ক্যালিফোর্নিয়ার বাসিন্দা এবং ভারত ও পাকিস্তান বিষয়ক বিশেষজ্ঞ হিসেবে পরিচিত। তিনি পাকিস্তানের কঠোর সমালোচক বলেও বিভিন্ন মহলে পরিচিত।

প্রসঙ্গত, ডোনাল্ড লু’র বিরুদ্ধে পাকিস্তানে ইমরান খান সরকারের পতনের পেছনে কলকাঠি নাড়ার অভিযোগ ছিল। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তার বিরুদ্ধে প্রকাশ্যে বক্তব্য দিয়েছিলেন। ট্রাম্প দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর বাইডেন প্রশাসনে নিয়োগ পাওয়া লু দায়িত্ব থেকে সরে দাঁড়ান।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়াল জানিয়েছে, ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় মেয়াদে ভারত, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, নেপাল ও ভুটানের সঙ্গে সম্পর্ক রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন পল কাপুর।

কূটনৈতিক মহলের মতে, পল কাপুরের নিয়োগের ফলে দক্ষিণ এশিয়ায় জঙ্গি তৎপরতা দমনে পাকিস্তান ও তাদের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের বিরুদ্ধে ভারতের লড়াই সহজ হতে পারে।

নতুন দায়িত্ব নেওয়ার আগে পল কাপুর মার্কিন নৌবাহিনীর পোস্ট গ্র্যাজুয়েট স্কুলে অধ্যাপনা করতেন। এছাড়া, প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম মেয়াদে তিনি হোয়াইট হাউসের পররাষ্ট্রবিষয়ক মন্ত্রণালয়ের পলিসি প্ল্যানিং বিভাগে দায়িত্ব পালন করেছেন।

প্রেসিডেন্ট ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে বেশ কয়েকজন ভারতীয় বংশোদ্ভূতকে প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিয়েছেন। বিশেষজ্ঞদের মতে, এটি ভারত-মার্কিন সম্পর্ককে আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখবে।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

পরিচালকের আপত্তিকর মন্তব্য নিয়ে মুখ খুললেন শোলাঙ্কি

শোবিজ অঙ্গনের অনেক অভিনেত্রী প্লাস্টিক সার্জারি করিয়েছেন। লিপ জব, নোস জব কিংবা শরীরের অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গের সার্জারিও করিয়ে থাকেন। ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির কিছু মানুষের মত—এ ধরনের অস্ত্রোপচার না করালে নায়িকা হিসেবে কাজ পাওয়া সমস্যা হয়। এমন অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছেন ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শোলাঙ্কি রায়।  

কয়েক দিন আগে ‘স্টেট আপ উইথ শ্রী’ পডকাস্টে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন শোলাঙ্কি রায়। এ আলাপচারিতায় এ অভিনেত্রী বলেন, “আমি কারো নাম নেব না। কিন্তু আমাকে অনেকে বলেছেন, ‘তোমার মুখ টিভির তুলনায় সিনেমায় দেখতে বেশি খারাপ লাগে।’ আসলে আমার মুখে তো কোনো ইনজেকশন দেওয়া হয়নি।”

ঘটনার বর্ণনা দিয়ে শোলাঙ্কি রায় বলেন, “একবার এক অনুষ্ঠানে এক পরিচালক আমাকে ‘ব্রেস্ট সার্জারি’ করাতে বলেছিলেন। ‘নায়িকা হতে গেলে একটু খাঁজ থাকা দরকার’—এই ভাষায় কথাটি তিনি আমাকে বলেছিলেন। এটা শুনে স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। কিন্তু প্রভাবিত হইনি। আমি যেহেতু যথেষ্ট ম্যাচিউর ছিলাম, তাই সেই কথাটা পাশ কাটিয়ে বেরিয়ে আসতে পেরেছিলাম। কিন্তু যে মেয়েটি নতুন এসেছে, যার বয়স অল্প, এখনো এতটা ম্যাচিউরিটি আসেনি তার উপর তো এর প্রভাব পড়বেই।”

আরো পড়ুন:

বরাবর নারীকেই কামনা-বাসনার বস্তু হিসেবে তুলে ধরা হয়েছে: জয়া

বধূবেশে অভিষেক কন্যা

পরিচালকের আপত্তিকর মন্তব্য শোলাঙ্কির উপরে প্রভাব ফেলেছি। তা জানিয়ে এই অভিনেত্রী বলেন, “এমনিতে স্যোশাল মিডিয়ায় সারাক্ষণ বলা হয়, এটা করো ওটা করো। তারপর যদি সামনে এসে কেউ বলে তাহলে সেটা কিছুটা হলেও প্রভাব ফেলে, খুব যন্ত্রণাদায়ক হয়। এটা অনেকদিন আমাদের মাথায় থেকে যায়। আর মেয়েদের এটা বেশি শুনতে হয়। আমি যখন এটা শুনেছিলাম আমার স্বাভাবিকভাবেই খুব খারাপ লেগেছিল। তবে সেই মুহূর্তে আমি সেই পরিচালককে বলেছিলাম, ‘এটা আমি বুঝে নেব’। কিন্তু ভেতরে ভেতরে তো নিশ্চয়ই প্রভাব ফেলেছিল, না হলে এখনো এটা নিয়ে কথা বলতাম না।” 

রোগা বলেও নানা কথা শুনতে হয় শোলাঙ্কিকে। এ কারণে পারিবারিক অনুষ্ঠানে যাওয়াও ছেড়ে দিয়েছিলেন। শোলাঙ্কি রায় বলেন, “আমি মাঝখানে পারিবারিক অনুষ্ঠানে যাওয়া বন্ধ করে দিয়েছিলাম। কারণ দেখা হলেই ওখানে অনেকে জিজ্ঞাসা করতেন, আমি কেন এতটা রোগা হয়েছি। আমি তো সারা জীবনই রোগা ছিলাম। ফলে আমাকে দেখে অবাক হওয়ার মতো তো কিছু হয়নি।” 

টিভি সিরিয়ালের মাধ্যমে অভিনয়ে পা রাখের শোলাঙ্কি রায়। ছোট পর্দার পাশাপাশি বড় পর্দায়ও অভিষেক হয়েছে তার। ২০২২ সালে ‘বাবা বেবি’-এর মাধ্যমে সিনেমায় অভিষেক হয়। এতে তার সহশিল্পী হিসেবে কাজ করেন যীশু সেনগুপ্ত।  

নাম লিখিয়েছেন ওয়েব সিরিজেও। তার অভিনীত উল্লেখযোগ্য ওয়েব সিরিজ ‘পাপ’, ‘মন্টু পাইলট’। ‘মন্টু পাইলট’ সিরিজের দ্বিতীয় সিজনে শোলাঙ্কির পরিবর্তে অভিনয় করেন বাংলাদেশের মডেল-অভিনেত্রী রাফিয়াথ রশীদ মিথিলা। শোলাঙ্কি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ ‘বিষহরি’। গত ১৪ ফেব্রুয়ারি মুক্তি পায় এটি। 

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ