শাবিপ্রবিতে জুলাই শহীদদের স্মরণে ১ আগস্ট ম্যারাথন
Published: 10th, July 2025 GMT
জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে আগামী ১ আগস্ট একটি ব্যতিক্রমধর্মী ম্যারাথনের আয়োজন করতে যাচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভয়েস ফর জাস্টিস’।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনটির নেতারা।
সংগঠনের সভাপতি মামুনুর রশীদ শুভ বলেন, “আমরা ১ আগস্ট একটি স্মরণিক ম্যারাথনের আয়োজন করছি। এটি শুধুই একটি দৌড় প্রতিযোগিতা নয়, জুলাই অভ্যুত্থানে নিহত ও আহতদের প্রতি শ্রদ্ধা জানানোই আমাদের মূল উদ্দেশ্য।”
আরো পড়ুন:
জুলাই স্পিরিটকে ধারণ করে ছাত্র সংসদ চায় শাবিপ্রবি শিবির
সিকৃবির প্রধান ফটকের নাম ‘জুলাই ৩৬’
তিনি আরো বলেন, “এ আয়োজনে সিলেটের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ও সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন। আমরা চাই সবাই একত্রে এ স্মৃতিকে সম্মান জানাবে এবং নতুন প্রজন্ম এ চেতনা ধারণ করবে।”
ঢাকা/ইকবাল/মেহেদী
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন