হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার ধলেশ্বরী নদীর একটি জলমহালের দখল নিয়ে দুই পক্ষে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের প্রায় শতাধিক মানুষ আহত হয়েছেন। সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় আইনশৃঙ্খলাবাহিনী অভিযান চালিয়ে ছয়জনকে আটক করেছে। 

রোববার বিকালে হবিগঞ্জের লাখাই উপজেলায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.

বন্দে আলী বিষয়টি নিশ্চিত করেছেন। 

স্থানীয়রা জানায়, পাঁচ বছর আগে উন্নয়ন প্রকল্পের আওতায় ধরেশ্বরী নদীর পাশে কাইঞ্জা বিলটি সর্বোচ্চ দরদাতা হিসেবে পায় হারিছ মিয়া। তবে তৎকালীন স্থানীয় সাংসদ আবু জাহির প্রভাব খাটিয়ে একই উপজেলার মুড়াকড়ি ইউনিয়নের কৃষ্ণা দাসকে অবৈধভাবে বিলটি দখলে দেয়। পরে হারিছ মিয়া উচ্চ আদালতে মামলা করেন। কিন্তু দীর্ঘ তিন বছর বিলটি অবৈধভাবে ভোগদখল করে আসছিলেন কৃষ্ণ দাস। ২০২৪ সালের ৫ আগস্ট আ. লীগ সরকারের পতনের পর হারিছ মিয়ার লোকজন বিলটি দখলে নেয়। সম্প্রতি কৃষ্ণ দাসের পক্ষ নিয়ে লাখাই উপজেলার আরিফ আহমেদ বিলটির পুনর্দখল করেন। এ নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। রোববার দুপুরে থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এ সময় উভয় পক্ষের প্রায় শতাধিক লোকজন আহত হয়। আহতরা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

আহতদের মধ্যে সোহেল মিয়া, আক্কাস মিয়া, ছোবারক মিয়া,আফিয়া বেগম, মো. ফজল মিয়া, সুমন মিয়া, ইয়াছিন মিয়া, নূল আলম, স্বপন মিয়া, মলাই মিয়া, শাহীন মিয়া, সবুজ মিয়া, সজিব মিয়া, আমিন মিয়া, রিপন মিয়া, শিজিল মিয়া, আকাইদ মিয়া, বাদল মিয়া, জামাল মিয়া, হিরন মিয়া, খায়রুল মিয়া, জমসেদ আলী, ইদ্রিস ভূইয়া, মোবাস্বর মিয়া, ফারুক মিয়া, মো. মিলন, শেখ রিপন, মো. তাজুল ইসলাম, মো. সাগর মিয়া, মো. নাজিম মিয়া, আলামিন মিয়া, রকি মিয়া, খায়রুল বাশার, জাজিরুল ইসলাম, ওমর ফারুক, তুষার মিয়া, মামুন মিয়া, কাউছার মিয়া, মিনার উদ্দিন ও নজরুল মিয়ার নাম জানা গেছে।

এ বিষয়ে কথা বলতে আরিফ আহমেদ রোপনের মোবাইলে কল করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

জলমহালের বিষয়ে লাখাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাকসুদুর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা আক্তারকে কল দিলেও তারা রিসিভ করেননি।

তবে লাখাই উপজেলার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী সমকালকে বলেন, কিছুদিন পর পর বিলের দখল নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। তাদের কোন পক্ষই থানায় এসে কোন অভিযোগ দেয়নি। আজও বিল নিয়ে সংঘর্ষ হয়েছে। ঘটনাস্থল থেকে আমরা ৬ জনকে আটক করেছি। তবে পরিস্থিতি শান্ত আছে।

উৎস: Samakal

কীওয়ার্ড: স ঘর ষ আহত ল খ ই উপজ ল র স ঘর ষ

এছাড়াও পড়ুন:

জামাইয়ের ছুরিকাঘাতে শাশুড়ি খুন

ময়মনসিংহের মুক্তাগাছায় পারিবারিক কলহের জেরে জামাইয়ের ছুরিকাঘাতে শাশুড়ি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন একজন। বুধবার দিবাগত রাতে উপজেলার হরিরামপুর ব্যাপারী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ফজিলা খাতুন (৪৫) উপজেলার হরিরামপুর ব্যাপারী গ্রামের বাসিন্দা মৃত জালাল উদ্দিনের স্ত্রী। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মনির মিয়া (৩০) উপজেলার হরিরামপুর ব্যাপারী গ্রামের সেলিম মিয়ার ছেলে। ঘটনার রাতে স্ত্রী রুমা আক্তারের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বাড়ি থেকে বের হয়ে যান মনির। পরে রাত আনুমানিক আড়াইটার দিকে তিনি বাড়ি ফিরে আসেন এবং চার বছরের ছেলে রোহানকে নিয়ে চলে যেতে চান। এতে স্ত্রীর সঙ্গে তার আবারও বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে মনির হাতে থাকা ছুরি দিয়ে স্ত্রীকে আঘাত করতে গেলে শাশুড়ি ফজিলা খাতুন বাধা দেন। তখন মনির শাশুড়িকে ছুরিকাঘাত করেন। পাশাপাশি স্ত্রীকেও আঘাত করেন তিনি। পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে ফজিলা খাতুনের মৃত্যু হয়।

মুক্তাগাছা থানার ওসি মো. কামাল হোসেন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো। তবে অভিযুক্ত পালিয়েছে। তাকে ধরার চেষ্টা চলছে।

সম্পর্কিত নিবন্ধ