বরগুনায় স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামী মো. আবুল কালাম থানায় আত্মসমর্পণ করেছে। রোববার সন্ধ্যার পর বরগুনা পৌর শহরের কলেজ রোডে এ ঘটনা ঘটে। 

জানা যায়, নিহত আছমা আক্তার পুতুল বরগুনার বেতাগী উপজেলার চান্দখালী এলাকার ইউনুচ মিয়ার মেয়ে। আছমা আক্তার পূবালী ব্যাংকের বরগুনা শাখায় অফিস সহকারী হিসেবে কাজ করতেন। 

নিহতের মেয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী রাকা মনি (১৩) জানান, আছমা আক্তারের এক জোড়া হাতের বালা অনেকদিন আগে বিক্রি করেছে স্বামী আবুল কালাম। এ নিয়ে অনেক আগে থেকেই তাদের মধ্যে ঝগড়া বিবাদ চলছিল। তাছাড়া আছমার আয় করা টাকা জোড় করে নিয়ে যেতেন আবুল কালাম। এ ঘটনাকে কেন্দ্র করেই রোববার সন্ধ্যার পর নিজ বাসায় ছুরিকাঘাতে হত্যা করা হয় আছমাকে। 

বরগুনা থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান বলেন, হত্যাকারী আবুল কালাম সন্ধ্যা ৭টার দিকে থানায় আসে। এরপর ঘটনাস্থলে গিয়ে আছমাকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। 

তিনি আরও বলেন, কি কারণে হত্যা করা হয়েছে তা এখনও নিশ্চিত করা যায়নি। এদিকে সর্বশেষ খবর লেখা পর্যন্ত হত্যাকারী আবুল কালামকে নিয়ে ছুরি উদ্ধারে অভিযান চালাচ্ছে পুলিশ।

পূবালী ব্যাংক, বরগুনা শাখার ব্যবস্থাপক মো.

জাকির হোসাইন বলেন, আছমা আক্তার খুবই ভালো একজন স্টাফ ছিলেন। রোববার অফিস করে সন্ধ্যার পরে ব্যাংক থেকে বাসায় ফিরে গেছেন। তার কিছুক্ষণ পরেই এমন ঘটনা শুনতে পাই। 

উৎস: Samakal

কীওয়ার্ড: য র পর বরগ ন

এছাড়াও পড়ুন:

তাজউদ্দীন আহমদ দলমতের ঊর্ধ্বে একজন রাষ্ট্রনায়ক: শারমিন আহমদ

স্বাধীনতাযুদ্ধকে যখন শুধু আওয়ামী লীগিকরণ করা হচ্ছিল, তখন তাজউদ্দীন আহমদ সেটার বিরোধিতা করেছিলেন বলে মন্তব্য করেছেন তাঁর কন্যা শারমিন আহমদ। তিনি বলেন, তাজউদ্দীন আহমদ শুধু আওয়ামী লীগের নয়। উনি পুরো জাতির। তাজউদ্দীন আহমদ দলমতের ঊর্ধ্বে একজন রাষ্ট্রনায়ক।

আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘তাজউদ্দীন আহমদ স্মারক বক্তৃতা-২০২৫’ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শারমিন আহমদ। সেখানেই তিনি এ কথাগুলো বলেন।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের সময় ভারতের সঙ্গে বাংলাদেশের চুক্তি নিয়ে কথা বলেন শারমিন আহমদ। তিনটি শর্তের ওপর ভিত্তি করে এই চুক্তি হয় বলে জানান তিনি। তিনি বলেন, সে সময় তাজউদ্দীন আহমদ, সৈয়দ নজরুল ইসলাম ইন্দিরা গান্ধীকে বলেছিলেন, স্বীকৃতি বাদে বন্ধুত্ব হয় না। সেই স্বীকৃতি হতে হবে সমতার ভিত্তিতে। সে সময় তাজউদ্দীন আহমদ ভারতীয় সেনাবহিনীর একক কমান্ডে বাংলাদেশে প্রবেশ করতে চাওয়ার বিরোধিতা করেছিলেন উল্লেখ করে তিনি বলেন, তাজউদ্দীন আহমদ বলেছিলেন, ‘না, এটি যৌথ কমান্ডের ভিত্তিতে হবে। এটি আমাদের মুক্তিযুদ্ধ।’

আরও পড়ুনজন্মদিনে ডায়েরিতে যা লিখেছিলেন তাজউদ্দীন আহমদ২৩ জুলাই ২০২৫আরও পড়ুনতাজউদ্দীন আহমদ দেশের স্বাধীনতার প্রধান পুরুষ২৮ জুলাই ২০২৫

শারমিন আহমদ বলেন, তাজউদ্দীন আহমদ প্রতিরোধ না করলে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের চুক্তিপত্রে লেখা থাকত ভারতের কাছে পাকিস্তান বাহিনী আত্মসমর্পণ করেছে। দেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশ সরকার যখনই মনে করবে, তখনই ভারতীয় বাহিনীকে প্রত্যাবর্তন করতে হবে, এটিই ছিল তৃতীয় শর্ত বলে জানান শারমিন আহমদ। তিনি বলেন, বঙ্গবন্ধু ওই শর্তের ভিত্তিতেই ভারতীয় বাহিনীকে প্রত্যাবর্তনের জন্য বলেন।

আরও পড়ুনতাজউদ্দীন আহমদ: রোজনামচার মানুষটিকে বোঝা২৩ জুলাই ২০২৫

অনুষ্ঠানে হতাশা প্রকাশ করে শারমিন আহমদ বলেন, এসব ইতিহাস পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়নি। এসব ইতিহাস সংরক্ষণ করা হয়নি বলেই ভারতীয়রা এ দেশ স্বাধীন করেছে, এমন বয়ান তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, এটা খুব লজ্জার ব্যাপার। এই তথ্যগুলো নিয়ে ইতিহাসকে সমৃদ্ধ করতে হবে। কেননা, গৌরবমণ্ডিত ইতিহাস সংরক্ষণ না করা হলে জাতি আরও দ্বিধাবিভক্ত হয়ে যাবে।

অনুষ্ঠানটি আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়। স্মারক বক্তা ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। তাঁর বর্ক্তৃতার শিরোণাম ছিল ‘তাজউদ্দীন আহমদের ডায়েরি : ঐতিহাসিকতা ও রাজনৈতিকতা।’ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান।

সম্পর্কিত নিবন্ধ

  • তাজউদ্দীন আহমদ দলমতের ঊর্ধ্বে একজন রাষ্ট্রনায়ক: শারমিন আহমদ
  • মাদকাসক্ত ছেলেকে পিটিয়ে হত্যা, থানায় আত্মসমর্পণ বাবা-মায়ের
  • ‘মাদকাসক্ত’ ছেলেকে পিটিয়ে হত্যার পর থানায় আত্মসমর্পণ মা-বাবার
  • আসামি না হয়েও স্বেচ্ছায় কারাগারে যাওয়া সেই যুবক প্রতারণা মামলায় গ্রেপ্তার