কমপ্লিট শাটডাউনে তৃতীয় দিনেও অচল শেবাচিম
Published: 19th, February 2025 GMT
বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে (শেবাচিম) শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউনের তৃতীয় দিন বুধবারও ক্যাম্পাস অচল ছিল। কলেজের প্রশাসনিক কার্যক্রম ও শিক্ষার্থীদের ক্লাস হয়নি। শূন্য পদে শিক্ষক নিয়োগ ও সদ্য বদলি হওয়া শিক্ষকদের ফিরিয়ে আনার দাবিতে সোমবার শিক্ষার্থীরা কমপ্লিট শাটডাউন ঘোষণা করে প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা লাগিয়ে দেন।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা প্রশাসনিক শাখার গেটের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন।
শিক্ষার্থী নাইমুর রহমান বলেন, শিক্ষক সংকট ইস্যুতে সাধারণ শিক্ষার্থীদের কর্মসূচির কারণে কলেজের ক্লাস-পরীক্ষাসহ একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে। গত ১৭ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে স্মারকলিপি দিয়ে কলেজ প্রশাসন ও স্বাস্থ্য অধিদপ্তরকে দাবির কথা জানিয়েছেন শিক্ষার্থীরা। এখন পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক কোনো উদ্যোগ নেননি।
তিনি বলেন, শিক্ষক সংকট নিরসন না হলে আন্দোলন চলবে। এ কারণে ২৪ ফেব্রুয়ারি ডেন্টাল অনুষদের প্রফেশনাল পরীক্ষা ও ২৮ ফেব্রুয়ারি একই অনুষদের ভর্তি পরীক্ষার কার্যক্রম ব্যাহত হলে এর দায়ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে নিতে হবে।
নিউনেটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা.
উল্লেখ্য, বর্তমানে শেবাচিমে শিক্ষকদের ৩৩৪টি পদের মধ্যে ১৮৮টি শূন্য রয়েছে।
উৎস: Samakal
কীওয়ার্ড: বর শ ল
এছাড়াও পড়ুন:
আবার ‘লাস্ট মিনিট শো’, জন্মদিনের রাতে স্লটকে জয় উপহার ফন ডাইকের
লিভারপুল ৩–২ আতলেতিকো মাদ্রিদ
জন্মদিনের রাতে এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে!
রেফারি শেষ বাঁশি বাজাতেই মাঠে ঢুকে পড়লেন আর্নে স্লট। লিভারপুলের সমর্থকেরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে থাকলেন, দল জেতায় অভিনন্দনও জানালেন। মুখে চওড়া হাসি নিয়ে হাত নেড়ে স্লট সেই অভিবাদনের জবাব দিলেন।
ভার্জিল ফন ডাইকের সঙ্গে আলিঙ্গনের সময় স্লটকে একটু বেশিই খুশি মনে হলো। কারণ, লিভারপুল অধিনায়ক ফন ডাইক ত্রাতার ভূমিকায় আবির্ভূত না হলে তাঁর বিশেষ রাতটা যে অনেকটাই পানসে হয়ে যেত!
২০২৫–২৬ মৌসুমে শেষ মুহূর্তে জয়সূচক গোল করাকে অভ্যাস বানিয়ে ফেলেছে লিভারপুল। যেটিকে বলা হচ্ছে লাস্ট মিনিট শো, কয়েকটি সংবাদমাধ্যম নাম দিয়েছে স্লট টাইম।
এবার সেই শো–এর নায়ক ফন ডাইক। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তাঁর হেডারেই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ড্রয়ের পথে থাকা ম্যাচটা ৩–২ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগে শুভসূচনা করল লিভারপুল।
এ নিয়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল লিভারপুল। সবকটি ম্যাচে অলরেডরা জয়সূচক গোল করল ৮০ মিনিটের পর; এর তিনটিই যোগ করা সময়ে।