কমপ্লিট শাটডাউনে তৃতীয় দিনেও অচল শেবাচিম
Published: 19th, February 2025 GMT
বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে (শেবাচিম) শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউনের তৃতীয় দিন বুধবারও ক্যাম্পাস অচল ছিল। কলেজের প্রশাসনিক কার্যক্রম ও শিক্ষার্থীদের ক্লাস হয়নি। শূন্য পদে শিক্ষক নিয়োগ ও সদ্য বদলি হওয়া শিক্ষকদের ফিরিয়ে আনার দাবিতে সোমবার শিক্ষার্থীরা কমপ্লিট শাটডাউন ঘোষণা করে প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা লাগিয়ে দেন।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা প্রশাসনিক শাখার গেটের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন।
শিক্ষার্থী নাইমুর রহমান বলেন, শিক্ষক সংকট ইস্যুতে সাধারণ শিক্ষার্থীদের কর্মসূচির কারণে কলেজের ক্লাস-পরীক্ষাসহ একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে। গত ১৭ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে স্মারকলিপি দিয়ে কলেজ প্রশাসন ও স্বাস্থ্য অধিদপ্তরকে দাবির কথা জানিয়েছেন শিক্ষার্থীরা। এখন পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক কোনো উদ্যোগ নেননি।
তিনি বলেন, শিক্ষক সংকট নিরসন না হলে আন্দোলন চলবে। এ কারণে ২৪ ফেব্রুয়ারি ডেন্টাল অনুষদের প্রফেশনাল পরীক্ষা ও ২৮ ফেব্রুয়ারি একই অনুষদের ভর্তি পরীক্ষার কার্যক্রম ব্যাহত হলে এর দায়ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে নিতে হবে।
নিউনেটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা.
উল্লেখ্য, বর্তমানে শেবাচিমে শিক্ষকদের ৩৩৪টি পদের মধ্যে ১৮৮টি শূন্য রয়েছে।
উৎস: Samakal
কীওয়ার্ড: বর শ ল
এছাড়াও পড়ুন:
যৌন হেনস্তার অভিযোগ, মুখ খুললেন ‘৯৬’ তারকা বিজয়
বড় পর্দায় খলনায়ক হিসেবে পরিচিত দক্ষিণ ভারতীয় অভিনেতা বিজয় সেতুপতিকে এবার বাস্তবেও ভিলেন বানানোর চেষ্টা চলছে—এমনটাই দাবি করছেন তিনি নিজেই। সম্প্রতি রাম্যা মোহন নামের এক নারী সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বিরুদ্ধে যৌন হেনস্তা ও আর্থিক লেনদেন ঘিরে গুরুতর অভিযোগ আনেন। তবে সেই পোস্ট এখন মুছে ফেলা হয়েছে। এত দিন বিষয়টি নিয়ে চুপ থাকলেও সম্প্রতি মুখ খুলেছেন বিজয়।
‘ডেকান ক্রনিকল’-এর সঙ্গে এক আলাপচারিতায় বিজয় সেতুপতি জানান, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। অভিনেতা বলেন, ‘যাঁরা আমাকে একটুও চেনেন, তাঁদের কাছে এই অভিযোগ নিছক হাস্যকর মনে হবে। আমি জানি আমি কে। এমন কুরুচিকর অভিযোগে বিচলিত হই না। তবে আমার পরিবার ও কাছের বন্ধুরা এই ঘটনা নিয়ে উদ্বিগ্ন। আমি তাঁদের আশ্বস্ত করেছি—চিন্তার কিছু নেই।’
সিনেমার দৃশ্যে বিজয় সেতুপতি। আইএমডিবি