আমরা ছোটবেলা থেকেই ইংলিশ শিখতে ভুল করি। আর এ ভুলের মাশুল দেই বড় হয়েও। ইংলিশ না জানার ফলে কত চাকরি ও উন্নত ক্যারিয়ার গড়ার সুযোগ হাতছাড়া করি, তার ইয়ত্তা নেই।

শিশুরা যেন আনন্দ নিয়ে সঠিকভাবে ইংলিশ শিখতে পারে, সেজন্য এ বইমেলায় প্রকাশিত হয়েছে সাইফুল ইসলামের নতুন বই ‘ছোটদের ইংলিশ থেরাপি’। বইটি পাওয়া যাবে অমর একুশে বইমেলায় নিরাপদ প্রকাশনীর ২৫০ নম্বর স্টলে।

নতুন এ বইটির বৈশিষ্ট্য হলো— সবচেয়ে সহজ ও ব্যবহারিক পদ্ধতি, শুদ্ধ উচ্চারণ শেখার কার্যকরি ফর্মুলা, ছন্দে ছন্দে ইংলিশের জড়তা কাটানো, বৈজ্ঞানিক পদ্ধতিতে শব্দের অর্থ শেখা, বাক্য গঠনের সবচেয়ে সহজ পদ্ধতি, মেধা বৃদ্ধির চ্যালেঞ্জ ও বিভিন্ন খেলা। এর মাধ্যমে ছোটদের চিন্তাশক্তি ও সৃজনশীলতা বৃদ্ধি হবে।

আরো পড়ুন:

বইমেলায় কুবি শিক্ষিকার গল্পগ্রন্থ ‘বুমেরাং’

প্রেম কিংবা রক্ত-ঝরা কবিতা ‘প্রেমিকাদের কিছুটা বোকা হতে হয়’

সাইফুল ইসলাম বলেন, “বইটির লেখক হিসেবে আমার লক্ষ্য ছিল ইংরেজি শেখাকে শিশুদের জন্য সহজ, মজাদার ও কার্যকর করা। আমি লক্ষ্য করেছি, অনেক শিশু ইংরেজি শেখায় সমস্যায় পড়ে। কারণ প্রচলিত পদ্ধতিগুলো কঠিন ও একঘেয়ে মনে হয়। তাই আমি এমন একটি বই ডিজাইন করেছি, যেখানে সহজ ব্যাখ্যা, আকর্ষণীয় অনুশীলন ও বাস্তব জীবনের কথোপকথনের মাধ্যমে শিশুদের আত্মবিশ্বাস গড়ে তুলতে সাহায্য করবে।”

তিনি বলেন, “শেখা আনন্দদায়ক হওয়া উচিত। এজন্য বইটিতে রঙিন ছবি, মজার অনুশীলন ও ইন্টারএকটিভ কনটেন্ট যুক্ত করেছি, যা শিশুদের শেখার প্রতি আগ্রহী করে তুলবে। বইটি শুধু ব্যাকরণ ও শব্দভাণ্ডার শেখার জন্য নয়— এটি শিশুদের ইংরেজিতে স্বাভাবিকভাবে ও নির্ভয়ে যোগাযোগ করতে সাহায্য করবে। আশা করি, ‘ছোটদের ইংলিশ থেরাপি’ শিশু, অভিভাবক ও শিক্ষকদের জন্য একটি সহায়ক বন্ধু হয়ে উঠবে এবং ইংরেজি শেখার অভিজ্ঞতাকে আনন্দময় করে তুলবে।

সাইফুল ইসলাম ইংলিশ থেরাপির প্রতিষ্ঠাতা ও চিফ ইন্সট্রাক্টর। রকমারি ও বইফেরীর মতো প্ল্যাটফর্মে তাঁর বই বারবার বেস্টসেলার হয়েছে।

এ পর্যন্ত তিনি জেসিআই বাংলাদেশ টেন আউটস্ট্যান্ডিং ইয়াং পারসনস (টিওওয়াইপি) ২০২৩, বেস্ট নিউবি রাইজিং টিচার অ্যাওয়ার্ড, রকমারি বেস্ট সেলার এওয়ার্ড ২০২৪, ডিআরআর অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড, এবং মজার ইশকুলের সেরা স্বেচ্ছাসেবক পুরস্কার অর্জন করেন।

ঢাকা/আশিক/মেহেদী

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর বইম ল

এছাড়াও পড়ুন:

নোয়াখালীতে পলাতক আওয়ামী লীগ নেতাকে আশ্রয় দেওয়ায় তাঁতী দলের নেতা বহিষ্কার

নোয়াখালীর হাতিয়া উপজেলায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলাউদ্দিনকে নিজ বাড়িতে আশ্রয় দেওয়ার অভিযোগে জাতীয়তাবাদী তাঁতী দলের এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত মোহাম্মদ সৈকত উপজেলার বুড়িরচর ইউনিয়ন তাঁতী দলের সভাপতি ছিলেন। আজ শুক্রবার বিকেলে জেলা তাঁতী দলের সদস্যসচিব মোরশেদ আলম প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে বৃহস্পতিবার রাতে জেলা তাঁতী দলের আহ্বায়ক ইকবাল করিম সোহেল ও সদস্যসচিব মোরশেদ আলমের যৌথ স্বাক্ষরিত চিঠিতে বহিষ্কারের আদেশ দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মোহাম্মদ সৈকতকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে ইউনিয়ন পর্যায়ে কমিটি মূল্যায়নে ব্যর্থ হওয়ায় হাতিয়া উপজেলা তাঁতী দলের দক্ষিণ কমিটিকে সতর্ক করা হয়েছে।

দলীয় সূত্র জানায়, বৃহস্পতিবার ভোরে হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের জোড়খালী গ্রামে সৈকতের বাড়ি থেকে সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিনকে গ্রেপ্তার করে হাতিয়া থানা–পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে ১০টি ককটেল উদ্ধার করা হয়। আলাউদ্দিন ও মোহাম্মদ সৈকত সম্পর্কে ফুফা–ভাগনে।

এ বিষয়ে মোহাম্মদ সৈকত প্রথম আলোকে বলেন, ‘আমাদের বাড়িতে অনেকগুলো পরিবার থাকে। আমি ব্যবসার কাজে দিনের বেশির ভাগ সময় বাইরে থাকি। আলাউদ্দিন কখন বাড়িতে এসেছেন, তা আমার জানা নেই। আমাদের ঘর থেকে তাঁর শ্বশুরদের ঘর অনেক দূরে। উদ্দেশ্যমূলকভাবে আমাকে জড়ানো হয়েছে।’

নোয়াখালী জেলা তাঁতী দলের সদস্যসচিব মোরশেদ আলম বলেন, আওয়ামী লীগের পলাতক নেতাকে আত্মগোপনে থাকার সুযোগ করে দেওয়ায় মোহাম্মদ সৈকতকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি উপজেলার দক্ষিণাঞ্চলের তাঁতী দল কমিটিকেও সতর্ক করা হয়েছে।

আরও পড়ুনহাতিয়ায় শ্বশুরবাড়িতে পালিয়ে থাকা সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার৩১ জুলাই ২০২৫

সম্পর্কিত নিবন্ধ