বইমেলায় সাইফুলের ‘ছোটদের ইংলিশ থেরাপি’
Published: 22nd, February 2025 GMT
আমরা ছোটবেলা থেকেই ইংলিশ শিখতে ভুল করি। আর এ ভুলের মাশুল দেই বড় হয়েও। ইংলিশ না জানার ফলে কত চাকরি ও উন্নত ক্যারিয়ার গড়ার সুযোগ হাতছাড়া করি, তার ইয়ত্তা নেই।
শিশুরা যেন আনন্দ নিয়ে সঠিকভাবে ইংলিশ শিখতে পারে, সেজন্য এ বইমেলায় প্রকাশিত হয়েছে সাইফুল ইসলামের নতুন বই ‘ছোটদের ইংলিশ থেরাপি’। বইটি পাওয়া যাবে অমর একুশে বইমেলায় নিরাপদ প্রকাশনীর ২৫০ নম্বর স্টলে।
নতুন এ বইটির বৈশিষ্ট্য হলো— সবচেয়ে সহজ ও ব্যবহারিক পদ্ধতি, শুদ্ধ উচ্চারণ শেখার কার্যকরি ফর্মুলা, ছন্দে ছন্দে ইংলিশের জড়তা কাটানো, বৈজ্ঞানিক পদ্ধতিতে শব্দের অর্থ শেখা, বাক্য গঠনের সবচেয়ে সহজ পদ্ধতি, মেধা বৃদ্ধির চ্যালেঞ্জ ও বিভিন্ন খেলা। এর মাধ্যমে ছোটদের চিন্তাশক্তি ও সৃজনশীলতা বৃদ্ধি হবে।
আরো পড়ুন:
বইমেলায় কুবি শিক্ষিকার গল্পগ্রন্থ ‘বুমেরাং’
প্রেম কিংবা রক্ত-ঝরা কবিতা ‘প্রেমিকাদের কিছুটা বোকা হতে হয়’
সাইফুল ইসলাম বলেন, “বইটির লেখক হিসেবে আমার লক্ষ্য ছিল ইংরেজি শেখাকে শিশুদের জন্য সহজ, মজাদার ও কার্যকর করা। আমি লক্ষ্য করেছি, অনেক শিশু ইংরেজি শেখায় সমস্যায় পড়ে। কারণ প্রচলিত পদ্ধতিগুলো কঠিন ও একঘেয়ে মনে হয়। তাই আমি এমন একটি বই ডিজাইন করেছি, যেখানে সহজ ব্যাখ্যা, আকর্ষণীয় অনুশীলন ও বাস্তব জীবনের কথোপকথনের মাধ্যমে শিশুদের আত্মবিশ্বাস গড়ে তুলতে সাহায্য করবে।”
তিনি বলেন, “শেখা আনন্দদায়ক হওয়া উচিত। এজন্য বইটিতে রঙিন ছবি, মজার অনুশীলন ও ইন্টারএকটিভ কনটেন্ট যুক্ত করেছি, যা শিশুদের শেখার প্রতি আগ্রহী করে তুলবে। বইটি শুধু ব্যাকরণ ও শব্দভাণ্ডার শেখার জন্য নয়— এটি শিশুদের ইংরেজিতে স্বাভাবিকভাবে ও নির্ভয়ে যোগাযোগ করতে সাহায্য করবে। আশা করি, ‘ছোটদের ইংলিশ থেরাপি’ শিশু, অভিভাবক ও শিক্ষকদের জন্য একটি সহায়ক বন্ধু হয়ে উঠবে এবং ইংরেজি শেখার অভিজ্ঞতাকে আনন্দময় করে তুলবে।
সাইফুল ইসলাম ইংলিশ থেরাপির প্রতিষ্ঠাতা ও চিফ ইন্সট্রাক্টর। রকমারি ও বইফেরীর মতো প্ল্যাটফর্মে তাঁর বই বারবার বেস্টসেলার হয়েছে।
এ পর্যন্ত তিনি জেসিআই বাংলাদেশ টেন আউটস্ট্যান্ডিং ইয়াং পারসনস (টিওওয়াইপি) ২০২৩, বেস্ট নিউবি রাইজিং টিচার অ্যাওয়ার্ড, রকমারি বেস্ট সেলার এওয়ার্ড ২০২৪, ডিআরআর অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড, এবং মজার ইশকুলের সেরা স্বেচ্ছাসেবক পুরস্কার অর্জন করেন।
ঢাকা/আশিক/মেহেদী
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
নির্বাচন: বিএনপির যে প্রার্থীদের সঙ্গে লড়বেন এনসিপির শীর্ষ নেতারা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতাদের যেসব আসনে নির্বাচন করার কথা রয়েছে, সেখানেও প্রার্থী ঘোষণা করেছে বিএনপি।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আরো পড়ুন:
বিএনপির প্রার্থী তালিকায় নেই তারকারা
কুষ্টিয়ায় মনোনয়নবঞ্চিত সোহরাব- সমর্থকদের বিক্ষোভ
বিএনপির ঘোষিত আসনভিত্তিক তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে, ঢাকা-১১ (বাড্ডা-ভাটারা-রামপুরা) আসনের তাদের প্রার্থী এম এ কাইয়ুম। এই আসনে নির্বাচন করতে পারেন এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।
রংপুর-৪ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ এনামুল হক ভরসা। এই আসনে নির্বাচন করতে পারেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।
পঞ্চগড়-১ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ নওশাদ জমির। এই আসনে নির্বাচন করার সম্ভাবনা রয়েছে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের।
কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী। এই আসনে নির্বাচন করতে পারেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
চাঁদপুর-৫ আসনে বিএনপির প্রার্থী করা হয়েছে মো. মমিনুল হককে। এই আসনে নির্বাচন করতে পারেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
এ বিষয়ে জানতে চাইলে এনসিপির মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন রাইজিংবিডি ডটকমকে বলেন, “এখন পর্যন্ত আমাদের দলের আসনভিত্তিক মনোনয়ন চূড়ান্ত করা হয়নি। যখন চূড়ান্ত করা হবে, আপনাদের জানানো হবে।”
এর আগে রবিবার (৩ নভেম্বর) সমসাময়িক রাজনৈতিক প্রসঙ্গে এক সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “আমরা ৩০০ আসন ধরে এগোচ্ছি। ঢাকা থেকেই আমি দাঁড়াব। আর কে কোন আসনে দাঁড়াবেন, আমরা প্রার্থী তালিকা এ মাসেই দিতে পারি।”
অবশ্য বিএনপি ও এনসিপি চূড়ান্ত মনোনয়ন না দেওয়া পর্যন্ত যে কোনো আসনে যেকোনো সময় পরিবর্তন আসতে পারে বলে তারা ঘোষণা দিয়ে রেখেছে।
ঢাকা/রায়হান/রাসেল