আমরা ছোটবেলা থেকেই ইংলিশ শিখতে ভুল করি। আর এ ভুলের মাশুল দেই বড় হয়েও। ইংলিশ না জানার ফলে কত চাকরি ও উন্নত ক্যারিয়ার গড়ার সুযোগ হাতছাড়া করি, তার ইয়ত্তা নেই।

শিশুরা যেন আনন্দ নিয়ে সঠিকভাবে ইংলিশ শিখতে পারে, সেজন্য এ বইমেলায় প্রকাশিত হয়েছে সাইফুল ইসলামের নতুন বই ‘ছোটদের ইংলিশ থেরাপি’। বইটি পাওয়া যাবে অমর একুশে বইমেলায় নিরাপদ প্রকাশনীর ২৫০ নম্বর স্টলে।

নতুন এ বইটির বৈশিষ্ট্য হলো— সবচেয়ে সহজ ও ব্যবহারিক পদ্ধতি, শুদ্ধ উচ্চারণ শেখার কার্যকরি ফর্মুলা, ছন্দে ছন্দে ইংলিশের জড়তা কাটানো, বৈজ্ঞানিক পদ্ধতিতে শব্দের অর্থ শেখা, বাক্য গঠনের সবচেয়ে সহজ পদ্ধতি, মেধা বৃদ্ধির চ্যালেঞ্জ ও বিভিন্ন খেলা। এর মাধ্যমে ছোটদের চিন্তাশক্তি ও সৃজনশীলতা বৃদ্ধি হবে।

আরো পড়ুন:

বইমেলায় কুবি শিক্ষিকার গল্পগ্রন্থ ‘বুমেরাং’

প্রেম কিংবা রক্ত-ঝরা কবিতা ‘প্রেমিকাদের কিছুটা বোকা হতে হয়’

সাইফুল ইসলাম বলেন, “বইটির লেখক হিসেবে আমার লক্ষ্য ছিল ইংরেজি শেখাকে শিশুদের জন্য সহজ, মজাদার ও কার্যকর করা। আমি লক্ষ্য করেছি, অনেক শিশু ইংরেজি শেখায় সমস্যায় পড়ে। কারণ প্রচলিত পদ্ধতিগুলো কঠিন ও একঘেয়ে মনে হয়। তাই আমি এমন একটি বই ডিজাইন করেছি, যেখানে সহজ ব্যাখ্যা, আকর্ষণীয় অনুশীলন ও বাস্তব জীবনের কথোপকথনের মাধ্যমে শিশুদের আত্মবিশ্বাস গড়ে তুলতে সাহায্য করবে।”

তিনি বলেন, “শেখা আনন্দদায়ক হওয়া উচিত। এজন্য বইটিতে রঙিন ছবি, মজার অনুশীলন ও ইন্টারএকটিভ কনটেন্ট যুক্ত করেছি, যা শিশুদের শেখার প্রতি আগ্রহী করে তুলবে। বইটি শুধু ব্যাকরণ ও শব্দভাণ্ডার শেখার জন্য নয়— এটি শিশুদের ইংরেজিতে স্বাভাবিকভাবে ও নির্ভয়ে যোগাযোগ করতে সাহায্য করবে। আশা করি, ‘ছোটদের ইংলিশ থেরাপি’ শিশু, অভিভাবক ও শিক্ষকদের জন্য একটি সহায়ক বন্ধু হয়ে উঠবে এবং ইংরেজি শেখার অভিজ্ঞতাকে আনন্দময় করে তুলবে।

সাইফুল ইসলাম ইংলিশ থেরাপির প্রতিষ্ঠাতা ও চিফ ইন্সট্রাক্টর। রকমারি ও বইফেরীর মতো প্ল্যাটফর্মে তাঁর বই বারবার বেস্টসেলার হয়েছে।

এ পর্যন্ত তিনি জেসিআই বাংলাদেশ টেন আউটস্ট্যান্ডিং ইয়াং পারসনস (টিওওয়াইপি) ২০২৩, বেস্ট নিউবি রাইজিং টিচার অ্যাওয়ার্ড, রকমারি বেস্ট সেলার এওয়ার্ড ২০২৪, ডিআরআর অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড, এবং মজার ইশকুলের সেরা স্বেচ্ছাসেবক পুরস্কার অর্জন করেন।

ঢাকা/আশিক/মেহেদী

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর বইম ল

এছাড়াও পড়ুন:

‘মাস্তান’কে ছাড়া রিয়ালের অ্যানফিল্ড–অভিযান এবং সালাহর রেকর্ডের হাতছানি

অ্যানফিল্ডে যাওয়ার ঠিক আগে হঠাৎ দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। লিভারপুলের বিপক্ষে আজ রাতে খেলতে পারবেন না ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। দলের মেডিকেল বিভাগ জানিয়েছে, আর্জেন্টাইন এই মিডফিল্ডার ভুগছেন ‘স্পোর্টস হার্নিয়া’-তে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা লিখেছে, মাস্তানতুয়োনো কবে ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে আজকের ম্যাচে তাঁর না থাকার বিষয়টি নিশ্চিত।

গতকাল অনুশীলনেও ছিলেন না মাস্তানতুয়োনো। সাধারণত প্রতিপক্ষের মাঠে গিয়ে ম্যাচের আগের দিন অনুশীলন করে রিয়াল। কিন্তু এবার কোচ জাবি আলোনসো একটু ভিন্ন পথ বেছে নিয়েছেন। অ্যানফিল্ডে সাংবাদিকদের সামনে কৌশল প্রকাশ না করে তিনি শেষ অনুশীলন সেরেছেন ক্লাবের নিজস্ব মাঠ ভালদেবাসে। মার্কার বিশ্লেষণ, প্রতিপক্ষ যেন শেষ মুহূর্তে কিছু বুঝে না ফেলে, সে জন্যই আলোনসোর এ সিদ্ধান্ত।
রিয়ালের বর্তমান ফর্ম অবশ্য কোনোভাবেই লুকানো যাচ্ছে না। লা লিগায় গত পরশু রাতে ভ্যালেন্সিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে এটি তাদের ১৩তম জয়। একমাত্র হারের স্বাদ লিগে। ১২৬ বছরের ইতিহাসে রিয়ালের এর চেয়ে ভালো সূচনা হয়েছে মাত্র দুবার, সর্বশেষ ১৯৬১-৬২ মৌসুমে।

লিভারপুলের অনুশীলনে ভার্জিল ফন ডাইক ও মোহাম্মদ সালাহ

সম্পর্কিত নিবন্ধ