বিএনপি ও দলের শীর্ষ নেতাদের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে কিছু মানুষ বিএনপিকে এক কোণে ঠেলে দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন বলেছেন, ‘ঈর্ষান্বিত কতিপয় মানুষ, কতিপয় দল, কতিপয় লোক বিএনপিকে এক কোণে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। তারা বিএনপিকে আওয়ামী লীগের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। বিএনপিকে ভারতের দালাল হিসেবে আখ্যায়িত করার চেষ্টা করছে।’

আজ মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের ডন চেম্বার এলাকায় সলিমুল্লাহ সড়কের ওপর আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা আব্বাস এসব কথা বলেন। যারা বিএনপিকে ‘ভারতের দালাল’ হিসেবে আখ্যায়িত করার চেষ্টা করছে তাদের উদ্দেশে বিএনপির এই নেতা বলেছেন, ‘আমাদের বিএনপি কখনোই ভারতের তাঁবেদারি করে নাই। যদি তাঁবেদারি করত রাষ্ট্রপতি জিয়াউর রহমান জীবিত থাকতেন, উনি মারা যেতেন না। উনি ভারতের তাঁবেদারি করেন নাই বলে উনাকে আত্মাহুতি দিতে হয়েছে, মরতে হয়েছে।’

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো, দ্রুত নির্বাচনী রূপরেখা ঘোষণাসহ বিভিন্ন দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই সমাবেশের আয়োজন করে নারায়ণগঞ্জ জেলা বিএনপি। এতে সভাপিতত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদ।

সংসদ নির্বাচনের আগে বাংলাদেশে অন্য কোনো নির্বাচন নয় উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, ‘১৭ বছর রাজপথে লড়াই করেছি। আমাদের পাঁচ হাজার নেতা জীবন দিয়েছে। হাজার হাজার নেতা-কর্মী আহত অবস্থায় আছে। আমার মতো লোক আমি ১৩ বার জেল খেটেছি। এই মঞ্চে যারা আছে সবাই মামলা খেয়েছে, কমবেশি। এটা স্থানীয় সরকার নির্বাচনের জন্য নয়। এটা সংসদ নির্বাচনের জন্য।’

আরও পড়ুনআমরা কি ১৭ বছর ধরে আন্দোলন করছি স্থানীয় নির্বাচনের জন্য, প্রশ্ন গয়েশ্বর রায়ের৫৬ মিনিট আগে

যারা স্থানীয় নির্বাচনের কথা বলছেন, তাঁদের উদ্দেশে মির্জা আব্বাস বলেন, ‘আপনাদের উদ্দেশ্য দুরভিসন্ধিমূলক। আপনাদের উদ্দেশ্য ষড়যন্ত্রমূলক। কোনো পরিস্থিতিতেই দেশের মঙ্গলের জন্য এটা আপনারা চান না।’

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলামের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, সহ–সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান, মুহাম্মদ গিয়াস উদ্দিন, আজহারুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূইয়া, সাবেক মন্ত্রী রেজাউল করিম, বিএনপির কেন্দ্রীয় সহ–অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান, মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন, সদস্যসচিব আবু আল ইউসুফ প্রমুখ।

আরও পড়ুননির্বাচন বিলম্বিত হলে কারা সুবিধাপ্রাপ্ত হবে, এটা দেখার বিষয়: তারেক রহমান১ ঘণ্টা আগে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব এনপ ক ব এনপ র র জন য রহম ন

এছাড়াও পড়ুন:

সুজন নারায়ণগঞ্জ জেলা কার্যকরী কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত 

সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর নারায়ণগঞ্জ জেলা কার্যকরী কমিটির   ২০২৪ -২০২৬  প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে সংগঠনের সভাপতি ধীমান সাহা জুয়েলে’র  সভাপতিত্বে এবং  সাধারণ সম্পাদক আশু আশরাফুলের সঞ্চালনায় আলী আহমদ চুনকা নগর পাঠাগারে প্রানবন্ত এবং আনন্দমুখর পরিবেশে  এ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় উক্ত কমিটির ভবিষ্যৎ কার্যক্রমের বিভিন্ন বিষয়ে সম্পর্কে আলোচনা করা হয়। আলোচ্য বিষয়সমূহের মধ্যে যে সকল সিন্ধান্ত সমূহ গৃহীত হয়েছে সেগুলোর মধ্যে অন্যতম হলো জেলা কমিটির সদস্য সংগ্রহ,উপজেলা কমিটি গঠন,আঞ্চলিক সমস্যার মধ্যে যানজট নিরসন, জলাবদ্ধতা নিরসন,শব্দ দূষণ,  বায়ু দূষণ ও নদী দূষণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে  বিশেষ ভূমিকা পালন করা সহ আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা হয়। 

সুজন এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সভাপতির নেতৃত্বে ১২ নভেম্বর সুজনের প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথভাবে ও শান্তিপূর্ণ পরিবেশে  পালন করা হবে।  সকাল ১১ টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার হতে শোভাযাত্রা এবং  র‌্যালী অনুষ্ঠিত হবে। পরবর্তীতে কেক কাটার মধ্যে দিয়ে আলোচনা অনুষ্ঠান শুরু হবে। এই সময় সুজনের নারায়ণগঞ্জ জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট শাহিদুল ইসলাম টিটু, সহ-সভাপতি এম আর হায়দার রানা, অর্থ সম্পাদক রাজলক্ষ্মী, সদস্য এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, সহ কমিটির আরো নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। ‘

আলোচনা শেষে সভাপতি, সকলের সু স্বাস্থ্য কামনা করে অনুষ্ঠান সমাপ্তি  ঘোষনা করেন।
 

সম্পর্কিত নিবন্ধ

  • সোনারগাঁয়ের কাইকারটেক হাটে নির্বাচনী প্রচারণায় মামুন মাহমুদ 
  • রূপগঞ্জে ইসলামী আন্দোলনের নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • তারুণ্যের চোখে আধুনিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার
  • বাংলাদেশ পরিবেশ আন্দোলন না’গঞ্জ জেলা আঞ্চলিক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
  • নির্বাচন আসলেই ধর্মকে ব্যবহারের চেষ্টা দেখা যায় : সালাহউদ্দিন আহমেদ
  • ফতুল্লায় গভীর রাতে ছাত্রলীগের ঝটিকা মশাল মিছিল, আটক ৫
  • নারীর মর্যাদা সুরক্ষা ও ক্ষমতায়নে সিদ্ধিরগঞ্জে মহিলাদলের উঠান বৈঠক
  • সাংবাদিক শাওনের মায়ের মৃত্যুতে বন্দর পেশাদার সাংবাদিক ফোরামের শোক
  • আজাদের নির্দেশে বিশনন্দী ইউনিয়নে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ
  • সুজন নারায়ণগঞ্জ জেলা কার্যকরী কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত