এসএসসিতে বরিশাল বোর্ডে পাসের হারের দিক থেকে গত বছরের মতো এবারো পিরোজপুর জেলায় সবার শীর্ষে রয়েছে। আর সবার নীচের অবস্থানে রয়েছে বরগুনা জেলা।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম‌্যান অধ্যাপক মো. ইউনুস আলী সি‌দ্দিকী। এ সময় উপ‌স্থিত ছিলেন শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জিএম শহীদুল ইসলাম।

অধ্যাপক মো.

ইউনুস জানান, এ বছর গড় পাসের হারে পিরোজপুর জেলার অবস্থান রয়েছে সবার শীর্ষে। এ জেলায় মোট পাসের হার ৬৫ দশমিক ৩৮। তবে গত বছরের থেকে এবারে এ পিরোজপুরসহ সব জেলায় পাসের হার অনেক কম। এ জেলায় গত বছর পাসের হার ছিল।

আরো পড়ুন:

শাবিপ্রবিতে জুলাই শহীদদের স্মরণে ১ আগস্ট ম্যারাথন

বরিশাল বোর্ডের ১৬ বিদ্যালয়ে শতভাগ ফেল

এরপর দ্বিতীয় অবস্থানে থাকা বরিশাল জেলার পাসের হার ৫৭ দশমিক ২০, যা গত বছর ছিল ৯০ দশমিক ৬৪।  তৃতীয় অবস্থানে থাকা পটুয়াখালী জেলার পাসের হার ৫৫ দশমিক ৭২, যা গত বছর ছিল ৮৩ দশমিক ৮০। চতুর্থ অবস্থানে থাকা ভোলা জেলার পাসের হার ৫৪ দশমিক ৭০, যা গত বছর ছিল ৮৯ দশমিক ২৭। পঞ্চম অবস্থানে থাকা ঝালকাঠি জেলার পাসের হার ৫১ দশমিক ৭৭, যা গত বছর ছিল ৯০ দশমিক ৫২ এবং ষষ্ঠ অবস্থানে থাকা বরগুনা জেলার পাসের হার ৫০ দশমিক ৮৪, যা গত বছর ছিল ৮৩ দশমিক ৮০।

অপরদিকে, এ বছর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পাসের হার সব থেকে বেশি। এরপর ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের অবস্থান। জিপিএ-৫ এর দিক থেকে সবচেয়ে বেশি পেয়েছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। এ বিভাগে মোট ২ হাজার ৯২০ জন জিপিএ-৫ পেয়েছে।

এছাড়া মানবিক বিভাগ থেকে ১ হাজার ৫৯২ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৩৫ জন জিপিএ-৫ পেয়েছে।

ঢাকা/পলাশ/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর এসএসস র ফল গত বছর ছ ল অবস থ ন বর শ ল দশম ক

এছাড়াও পড়ুন:

অভিনেত্রী সালি কর্কল্যান্ড মারা গেছেন

হলিউড অভিনেত্রী সালি কর্কল্যান্ড মারা গেছেন। মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার পাম স্প্রিংয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮৪ বছর। যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম ভ্যারাইটি এ খবর প্রকাশ করে।

সালির মুখপাত্র মাইকেল গ্রিন ভ্যারাইটি-কে জানান, কর্কল্যান্ড গতকাল ভোরে ক্যালিফোর্নিয়ার পাম স্প্রিংসে মারা গেছেন। গত অক্টোবরে গোসল করার সময় পড়ে গিয়ে পাঁজর ও পায়ে আঘাত পান। গত সপ্তাহে তাকে হসপিস কেয়ারে নেওয়া হয়। এর আগেও হাড়ের সমস্যায় ভুগেছেন সালি; পরবর্তীতে রক্তপ্রবাহেও তা ছড়িয়ে পড়ে, পাশাপাশি তার ডিমেনশিয়া ধরা পড়েছিল। 

আরো পড়ুন:

জ্যাকি চ্যানের মৃত্যুর গুঞ্জনে যা জানা গেল

‘জেমস বন্ড’ সিরিজের পরিচালক মারা গেছেন

গোল্ডেন গ্লোব পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সালি কর্কল্যান্ড নিউ ইয়র্কে জন্মগ্রহণ করেন। লি স্ট্রাসবার্গের সঙ্গে অভিনয় বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন তিনি। অফ-ব্রডওয়ে প্রোডাকশনস ও অ্যাভান্ট-গার্ড থিয়েটার দিয়ে ক্যারিয়ার শুরু করেন কর্কল্যান্ড। পরে অ্যান্ডি ওয়ারহলের ফ্যাক্টরিতে যোগ দেন। তার অভিনীত প্রথম চলচ্চিত্র ‘দ্য ১৩ মোস্ট বিউটিফুল উইমেন’। অ্যান্ডি ওয়ারহল নির্মিত এ সিনেমা ১৯৬৪ সালে মুক্তি পায়। এরপর ‘ব্লু’ এবং ‘কামিং অ্যাপার্ট’ সিনেমায় অভিনয় করেন।  

সত্তর দশকে ‘কোজাক’, ‘বারেটা’, ‘থ্রিস কোম্পানি’ সিরিজে অতিথি চরিত্রে অভিনয় করেন কর্কল্যান্ড। তাছাড়া ‘দ্য ওয়ে উই ওয়ার’, ‘সিন্ড্রেলা লিবার্টি’, দ্য সিটিং’, ‘আ স্টার ইজ বর্ন’ এর মতো বিখ্যাত চলচ্চিত্রে ছোট চরিত্রে দেখা যায় এই অভিনেত্রীকে।  

১৯৮৪ সালে ‘ফেইটল গেমস’ সিনেমায় প্রথম প্রধান চরিত্র অভিনয় করে কর্কল্যান্ড। ১৯৮৭ সালে ‘আনা’ সিনেমায় অভিনয় করেন তিনি। এ সিনেমার জন্য অস্কারে মনোনয়ন পান এই অভিনেত্রী। এরপর ‘জেএফকে’, ‘ব্রুস অলমাইটি’, ‘হোপ ফর দ্য হলিডেস’সহ অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেন এই তারকা। 

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ

  • বন্ধুকে আসামি করে মামলা করলেন নিহতের বোন
  • শ্রীলঙ্কাকে থাকতে রাজি করিয়েছেন পাকিস্তান সেনাবাহিনীর প্রধান
  • রোনালদোর লাল কার্ড, পর্তুগালকে চমকে দিল আয়ারল্যান্ড
  • স্পিন-জালে আয়ারল‌্যান্ডকে ‘শিকার’ বাংলাদেশের
  • বিপিএলের নিলামে দেশি খেলোয়াড়দের বাজেট সাড়ে ৪ কোটি
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নেবে ৪০ জন, আবেদন শেষ ১৩ নভেম্বর
  • ফুটবল খেলতে খেলতে মাঠেই ঢলে পড়লেন তরুণ, হাসপাতালে মৃত ঘোষণা
  • নাটোর জেলা পরিষদের এককালীন শিক্ষাবৃত্তি, আবেদন শেষ ২১ ডিসেম্বর
  • অভিনেত্রী সালি কর্কল্যান্ড মারা গেছেন
  • এসএসসি-এইচএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ডিআরইউ