খাবারের সঙ্গে চেতনানাশক, নারী ও শিশুসহ অচেতন ১২
Published: 26th, February 2025 GMT
লক্ষ্মীপুরের কমলনগরে খাবারের সঙ্গে চেতনানাশক খাইয়ে একই বাড়ির চার শিশু, নারীসহ ১২ জনকে অচেতন করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে উপজেলার চরফলকন ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। অচেতনদের মধ্যে ৯ জনকে লক্ষ্মীপুর সদর হাসপাতাল ও ৩ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগীদের মধ্যে ১১ জনের নাম জানা গেছে। তারা হলেন– মো.
ভুক্তভোগীদের প্রতিবেশী ও স্থানীয় কমিউনিটি ক্লিনিকের (সিএইচসিপি) হেলথকেয়ার প্রোভাইডার মো. কামরুল হাসান জানান, এক প্রতিবেশীর বাড়িতে বিয়ের অনুষ্ঠান উপলক্ষে ওই বাড়ির লোকজন সেখানে যাতায়াত করছিলেন। বিয়ের অনুষ্ঠান দেখতে যাওয়ার কারণে বাড়িতে যখন কেউ ছিল না তখন দুর্বৃত্তরা তাদের রান্না করা খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে রাখে। পরে ওই খাবার খেয়ে বাড়ির তিনটি পরিবারের ১২ জন সদস্য অচেতন হয়ে পড়েন। পরিবারের অপর সদস্যরা রাতে বাড়ি ফিরে কারও সাড়া না পেয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে সবাইকে অচেতন অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়দের সহযোগিতায় সবাইকে হাসপাতালে নেন তারা। তবে ওই বাড়ির একজন ব্যক্তি রাতের খাবার খুবই কম খেয়েছেন। সে কারণে পরিবারের অন্যদের মতো তিনি গুরুতর অসুস্থ হননি। বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় আবুবকর ছিদ্দিক, নুরুন্নবী, সালেহা বেগমসহ কয়েকজন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ভুক্তভোগী পলি আক্তারের ভাষ্য, মঙ্গলবার বিকেলে প্রতিদিনের মতো রাতের রান্না শেষ করে পরিবারের সবাই মিলে প্রতিবেশীর এক বাড়িতে বিয়ের অনুষ্ঠান উপভোগ করতে যান। এরপর বাড়িতে ফিরে এসে রান্না করা হাঁসের মাংস দিয়ে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। এ সময় দুই শিশু বমি করলেও বিষয়টি পরিবারের সদস্যরা অনুমান করতে পারেননি। পরে জ্ঞান ফিরে দেখেন তিনি হাসপাতালে।
কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. সোহেল রানা জানান, অচেতন অবস্থায় নিয়ে আসা শিশুসহ ৯ জনকে উন্নত চিকিৎসার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তিনজনকে প্রাথমিক চিকিৎসা শেষে পর্যবেক্ষণে রাখা হয়েছে। অসুস্থদের খাবারের সঙ্গে নেশা জাতীয় দ্রব্য খাওয়ানো হয়েছে বলে ধারণা করছেন তিনি।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার বিষয় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
আবার ‘লাস্ট মিনিট শো’, জন্মদিনের রাতে স্লটকে জয় উপহার ফন ডাইকের
লিভারপুল ৩–২ আতলেতিকো মাদ্রিদ
জন্মদিনের রাতে এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে!
রেফারি শেষ বাঁশি বাজাতেই মাঠে ঢুকে পড়লেন আর্নে স্লট। লিভারপুলের সমর্থকেরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে থাকলেন, দল জেতায় অভিনন্দনও জানালেন। মুখে চওড়া হাসি নিয়ে হাত নেড়ে স্লট সেই অভিবাদনের জবাব দিলেন।
ভার্জিল ফন ডাইকের সঙ্গে আলিঙ্গনের সময় স্লটকে একটু বেশিই খুশি মনে হলো। কারণ, লিভারপুল অধিনায়ক ফন ডাইক ত্রাতার ভূমিকায় আবির্ভূত না হলে তাঁর বিশেষ রাতটা যে অনেকটাই পানসে হয়ে যেত!
২০২৫–২৬ মৌসুমে শেষ মুহূর্তে জয়সূচক গোল করাকে অভ্যাস বানিয়ে ফেলেছে লিভারপুল। যেটিকে বলা হচ্ছে লাস্ট মিনিট শো, কয়েকটি সংবাদমাধ্যম নাম দিয়েছে স্লট টাইম।
এবার সেই শো–এর নায়ক ফন ডাইক। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তাঁর হেডারেই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ড্রয়ের পথে থাকা ম্যাচটা ৩–২ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগে শুভসূচনা করল লিভারপুল।
এ নিয়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল লিভারপুল। সবকটি ম্যাচে অলরেডরা জয়সূচক গোল করল ৮০ মিনিটের পর; এর তিনটিই যোগ করা সময়ে।