তৃণমূল পর্যায়ে গণতান্ত্রিক প্রক্রিয়ার শুদ্ধচর্চা নিশ্চিতের বিষয়টি দলীয় নেতৃত্ব নির্বাচনেই আভাস দিচ্ছে বিএনপি। মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে শুরু হয়েছে সেই প্রক্রিয়া।

মঙ্গলবার বিকেলে মোস্তফাপুর বিএনপির সম্মেলন শেষে তৃণমূল কাউন্সিলরদের ভোটে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে। ইউনিয়নে সভাপতি ইমরান হোসেন, সাধারণ সম্পাদক মজনু মিয়া ও সাংগঠনিক সম্পাদক পদে রুহেল আহমেদ নির্বাচিত হয়েছেন।

দলীয় সূত্র জানায়, মৌলভীবাজারে বিএনপিকে ঢেলে সাজানোর ক্ষেত্রে কমিটি গঠনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে জেলা বিএনপি। সম্প্রতি তৃণমূলে দলীয় কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন করছে সদর উপজেলা বিএনপি। সম্মেলন আয়োজনের মধ্য দিয়ে সরাসরি কাউন্সিলরদের ভোটে আগামীর নেতৃত্ব নির্বাচন করা হচ্ছে। 

মোস্তফাপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আজিজুল আলম কোরেশী মান্নুর সভাপতিত্বে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি এম নাসের রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সুনীল কুমার দাশ, ফখরুল ইসলাম, বকসি মিসবাউর রহমান, মুজিবুর রহমান মজনু প্রমুখ।

অন্যদের মাঝে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি আয়াছ আহমদ, আহ্বায়ক কমিটির সদস্য শ্যামলী সূত্রধর, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ ফয়সল আহমদ, তোফায়েল আহমদ তুয়েল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মোহিত, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান ও মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক জনি আহমদ।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: র রহম ন ব এনপ র

এছাড়াও পড়ুন:

টেকনাফে মোটরসাইকেলে বাসের ধাক্কা, নিহত ১

কক্সবাজার-টেকনাফ সড়কে বাসের ধাক্কায় জকির আহমদ জেকি (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জকির আহমদ জেকি হোয়াইক্যং হোয়াব্রাং এলাকার মৃত নাগু সওদাগরের ছেলে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

তিনি জানান, ‘পালকি পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস হ্নীলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সামনে চলে আসে। এতে মোটরসাইকেলটি বাসের নিচে চাপা পড়ে। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের লবণ মাঠে উল্টে যায়। সেসময় স্থানীয়রা ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে হ্নীলা ও টেকনাফের বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় জকির আহমদ জেকি মারা যান। 

দুর্ঘটনার খবর পেয়ে হোয়াইক্যং নয়াপাড়া হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায় এবং সড়কের যান চলাচল স্বাভাবিক করে।

সালাহউদ্দিন নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, “মোটরসাইকেলটি অতিরিক্ত গতিতে চলছিল। হ্নীলা স্টেশন থেকে হোয়াব্রাংয়ের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সামনে ঢুকে পড়ে, মুহূর্তেই বাসটি উল্টে যায়।”

স্থানীয়দের অভিযোগ, হ্নীলা-টেকনাফ সড়কে বেপরোয়া গতিতে যান চলাচলের কারণে দুর্ঘটনা বেড়ে গেছে। এ জায়গায় ট্রাফিক নিয়ন্ত্রণ ও নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।

ঢাকা/তারেকুর/এস

সম্পর্কিত নিবন্ধ

  • রাজধানীর দক্ষিণখানে নিজ বাসা থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
  • নির্বাচনের আগে একটি দল জাতির মধ্যে বিভক্তি সৃষ্টি করতে চায়: সালাহউদ্দিন আহমদ
  • টেকনাফে মোটরসাইকেলে বাসের ধাক্কা, নিহত ১