সূর্যের ত্রিমাত্রিক ছবি তুলতে চান বিজ্ঞানীরা
Published: 27th, February 2025 GMT
সূর্যের কেন্দ্রের তাপমাত্রা প্রায় দেড় কোটি ডিগ্রি সেলসিয়াস। আর তাই দীর্ঘদিন ধরেই সূর্যের বায়ুমণ্ডল আর সৌরবায়ুর উৎপত্তির কারণ জানতে চান বিজ্ঞানীরা। এবার এ বিষয়ে বিস্তারিত তথ্য জানতে ‘পোলারিমেট্রি’ নামের একটি মহাকাশযান পাঠানোর পরিকল্পনা করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। নতুন এ অভিযানের মাধ্যম প্রথমবারের মতো সূর্যের করোনা বা বাইরের অংশের ত্রিমাত্রিক ছবি ধারণ করা সম্ভব হবে বলে আশা করছেন বিজ্ঞানীরা।
নাসার তথ্যমতে, ‘পোলারিমেট্রি টু করোনা অ্যান্ড হেলিওস্ফিয়ার’ নামের এই অভিযানকে সংক্ষেপে পাঞ্চ মিশন বলা হচ্ছে। এই অভিযানের অংশ হিসেবে আগামীকাল শুক্রবার পোলারিমেট্রি নামের একটি মহাকাশযান উৎক্ষেপণ করা হবে। মহাকাশযানটিতে চারটি স্যুটকেস আকারের উপগ্রহ আছে, যার প্রতিটির ওজন প্রায় ৬৪ কেজি। পৃথিবীর নিম্ন কক্ষপথে প্রায় দুই বছর অবস্থান করবে মহাকাশযানটি।
আরও পড়ুনসূর্যের ভেতরটা কেমন, দেখুন বাংলাদেশি পদার্থবিদের তোলা ছবিতে১৪ নভেম্বর ২০২৪সৌরবায়ু পরিমাপের জন্য আলোর পোলারাইজেশন ব্যবহার করতে পারে পোলারিমেট্রি। এর ফলে সৌরমণ্ডলকে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করে সূর্যের গঠন ও সৌরবায়ুর বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারবে মহাকাশযানটি। অভিযানে প্রাপ্ত তথ্য কাজে লাগিয়ে করোনাল ম্যাস ইজেকশনের (সিএমই) বিবর্তনের মানচিত্র নতুন করে তৈরি করা সম্ভব হবে।
আরও পড়ুনলাল-নীল-সবুজ সূর্যের রহস্য উন্মোচন১০ জানুয়ারি ২০২৫পোলারিমেট্রি মহাকাশযানে চারটি ক্যামেরা আছে, যা স্বয়ংক্রিয়ভাবে ছবি তুলতে পারে। সূর্যের আলোর তরঙ্গও নিয়মিত বিশ্লেষণ করতে পারে মহাকাশযানটি। নতুন এ অভিযানের বিষয়ে সৌর পদার্থবিদ দিব্যেন্দু নন্দী জানিয়েছেন, ‘এই মহাকাশযানের মাধ্যমে আমরা সৌরবায়ুর গঠন পদ্ধতিসহ কীভাবে বিবর্তিত বা ত্বরান্বিত হয় তা জানতে পারব।’
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
আরও পড়ুনসূর্য না থাকলে কী হবে২০ মার্চ ২০২৪.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সৌদি আরবের কাছে ৩৫০ কোটি ডলারের ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র
সৌদি আরবের কাছে ৩৫০ কোটি ডলারের ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সৌদি আরব সফরের আগে শুক্রবার এ অনুমোদন দেওয়া হলো।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলেছে, ক্ষেপণাস্ত্র বিক্রি নিয়ে সৌদি আরবের সঙ্গে চুক্তির বিষয়টি তারা কংগ্রেসকে জানিয়েছে। এই ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে থাকবে মধ্যপাল্লার ১ হাজার ‘এআইএম–১২০’ ক্ষেপণাস্ত্র। আকাশে থাকা লক্ষ্যবস্তু ধ্বংস করার জন্য কোনো আকাশযান থেকে (এয়ার টু এয়ার) এই ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া যায়।
আগামী ১৩ থেকে ১৬ মে সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফর করবেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে সম্প্রতি প্রয়াত পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে ইতালির রাজধানী রোমে সংক্ষিপ্ত সফর করেছিলেন তিনি। এটিই ছিল দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পর মার্কিন প্রেসিডেন্টের প্রথম বিদেশ সফর।
তেলসমৃদ্ধ সৌদি আরবের সঙ্গে বড় ধরনের বাণিজ্যচুক্তি করার কথা আগে থেকেই বলে আসছিলেন ট্রাম্প। এ ছাড়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে মস্কো ও কিয়েভের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালন করছে রিয়াদ।