সূর্যের ত্রিমাত্রিক ছবি তুলতে চান বিজ্ঞানীরা
Published: 27th, February 2025 GMT
সূর্যের কেন্দ্রের তাপমাত্রা প্রায় দেড় কোটি ডিগ্রি সেলসিয়াস। আর তাই দীর্ঘদিন ধরেই সূর্যের বায়ুমণ্ডল আর সৌরবায়ুর উৎপত্তির কারণ জানতে চান বিজ্ঞানীরা। এবার এ বিষয়ে বিস্তারিত তথ্য জানতে ‘পোলারিমেট্রি’ নামের একটি মহাকাশযান পাঠানোর পরিকল্পনা করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। নতুন এ অভিযানের মাধ্যম প্রথমবারের মতো সূর্যের করোনা বা বাইরের অংশের ত্রিমাত্রিক ছবি ধারণ করা সম্ভব হবে বলে আশা করছেন বিজ্ঞানীরা।
নাসার তথ্যমতে, ‘পোলারিমেট্রি টু করোনা অ্যান্ড হেলিওস্ফিয়ার’ নামের এই অভিযানকে সংক্ষেপে পাঞ্চ মিশন বলা হচ্ছে। এই অভিযানের অংশ হিসেবে আগামীকাল শুক্রবার পোলারিমেট্রি নামের একটি মহাকাশযান উৎক্ষেপণ করা হবে। মহাকাশযানটিতে চারটি স্যুটকেস আকারের উপগ্রহ আছে, যার প্রতিটির ওজন প্রায় ৬৪ কেজি। পৃথিবীর নিম্ন কক্ষপথে প্রায় দুই বছর অবস্থান করবে মহাকাশযানটি।
আরও পড়ুনসূর্যের ভেতরটা কেমন, দেখুন বাংলাদেশি পদার্থবিদের তোলা ছবিতে১৪ নভেম্বর ২০২৪সৌরবায়ু পরিমাপের জন্য আলোর পোলারাইজেশন ব্যবহার করতে পারে পোলারিমেট্রি। এর ফলে সৌরমণ্ডলকে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করে সূর্যের গঠন ও সৌরবায়ুর বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারবে মহাকাশযানটি। অভিযানে প্রাপ্ত তথ্য কাজে লাগিয়ে করোনাল ম্যাস ইজেকশনের (সিএমই) বিবর্তনের মানচিত্র নতুন করে তৈরি করা সম্ভব হবে।
আরও পড়ুনলাল-নীল-সবুজ সূর্যের রহস্য উন্মোচন১০ জানুয়ারি ২০২৫পোলারিমেট্রি মহাকাশযানে চারটি ক্যামেরা আছে, যা স্বয়ংক্রিয়ভাবে ছবি তুলতে পারে। সূর্যের আলোর তরঙ্গও নিয়মিত বিশ্লেষণ করতে পারে মহাকাশযানটি। নতুন এ অভিযানের বিষয়ে সৌর পদার্থবিদ দিব্যেন্দু নন্দী জানিয়েছেন, ‘এই মহাকাশযানের মাধ্যমে আমরা সৌরবায়ুর গঠন পদ্ধতিসহ কীভাবে বিবর্তিত বা ত্বরান্বিত হয় তা জানতে পারব।’
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
আরও পড়ুনসূর্য না থাকলে কী হবে২০ মার্চ ২০২৪.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ইউটিউবে দিনে মাত্র আধা ঘণ্টা ব্যয় করেই শিখতে পারেন ইংরেজি
যেকোনো ভাষা শেখার প্রথম শর্ত হলো, বলতে ও শুনতে শেখা। কিন্তু আমরা ইংরেজি শেখা শুরু করি ব্যাকরণ দিয়ে। এ জন্য দীর্ঘদিন পড়েও আমরা বেশির ভাগ মানুষ ভালো ইংরেজি শিখতে পারি না। অধিকাংশ মানুষের বলায়, শোনায়, নয় তো লেখায় কমবেশি সমস্যা থেকেই যায়।
আপনি শিক্ষার্থী, চাকরিজীবী, অভিভাবক—যা–ই হোন না কেন, ইংরেজিতে নিজেকে খুবই দুর্বল মনে করলে এবং শেখার ইচ্ছা থাকলে এই কাজগুলো করুন।
১০ দিনে, ৩০ দিনে, ৩ মাসে ইংরেজি শেখার যত বই আছে, স্রেফ সরিয়ে রাখুন। এগুলো আপনি কেনেন ঠিকই কিন্তু তিন দিনও ঠিকমতো খুলে দেখেন না।
স্পোকেন ইংলিশের কোচিং বন্ধ করে দিন। কারণ, এই কোচিংয়ে আপনি ভর্তি হন ঠিকই কিন্তু এক সপ্তাহ যাওয়ার পর আর যান না। কিংবা কোচিংয়ে গিয়েও খুব বেশি লাভ আপনার হয়নি।
আপনার মুঠোফোন আছে, আইপ্যাড আছে, বাসায় ইন্টারনেট আছে। প্রতিদিন নিশ্চয়ই ইউটিউব, ফেসবুকে এটা-সেটা দেখে সময় ব্যয় করেন। আজ থেকে টানা ৩০ দিন ইংরেজি শেখায় দিন, আর এই সময়টা শুধু ইউটিউবে দেবেন।
ইংরেজি শেখার নানা চ্যানেল পাবেন ইউটিউবে