Prothomalo:
2025-11-03@07:35:36 GMT

দেশের বাজারে নতুন রাউটার

Published: 4th, March 2025 GMT

বাংলাদেশের বাজারে কিউডি ব্র্যান্ডের ‘ডব্লিউআর৩৬০০’ মডেলের ওয়াই-ফাই ৭ প্রযুক্তির রাউটার এনেছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি। ওয়াই-ফাই ৭ প্রযুক্তির গতি ওয়াই-ফাই ৬-এর চেয়ে বেশি হওয়ায় রাউটারটির মাধ্যমে সহজেই বিভিন্ন যন্ত্রে দ্রুতগতির ইন্টারনেট ব্যবহার করা সম্ভব। রাউটারটির দাম ধরা হয়েছে ৮ হাজার ৭৫০ টাকা। আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্মার্ট মেশ প্রযুক্তির রাউটারটির মাধ্যমে সর্বোচ্চ ২০০টি যন্ত্র ইন্টারনেটের সঙ্গে যুক্ত করা যায়। স্মার্ট কন্ট্রোল ও ম্যানেজমেন্ট সুবিধার রাউটারটিতে ডব্লিউপিএ৩ এনক্রিপশন ও উন্নত ফায়ারওয়াল সিস্টেম থাকায় স্বচ্ছন্দে ইন্টারনেট ব্যবহার করা সম্ভব।

আরও পড়ুনজানেন কি ওয়াই-ফাই রাউটারে কত টাকার বিদ্যুৎ খরচ হয়০৪ মার্চ ২০২৩

ভিপিএন সার্ভার ও ইন্টারনেট অব থিংস (আইওটি) সংযোগ সমর্থিত রাউটারটির মাধ্যমে ২.

৪, ৫ ও ৬ গিগাহার্টজ ব্যান্ডে দ্রুতগতির ইন্টারনেট ব্যবহার করা যায়। কিউডি অ্যাপ দিয়ে নিয়ন্ত্রণের পাশাপাশি ক্লাউড কন্ট্রোলের মাধ্যমে দূর থেকেও রাউটারটির কার্যক্রম পর্যবেক্ষণ করা সম্ভব।

আরও পড়ুনওয়াই-ফাইয়ের গতি ৫০ শতাংশ বাড়বে এই ৫ উপায়ে২৩ জানুয়ারি ২০২৩

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

মঙ্গলবার কুয়াকাটায় রাস উৎসব, গঙ্গা স্নান বুধবার

প্রায় ২০০ বছর ধরে পটুয়াখালীর কলাপাড়ার মদনমোহন সেবাশ্রম মন্দির ও কুয়াকাটার রাধা-কৃষ্ণ মন্দিরে পৃথক আয়োজনে রাস উৎসব পালন করে আসছেন সনাতন ধর্মাবলম্বীরা। এবছরও জাঁকজমকপূর্ণ আয়োজনে হবে এ উৎসব। রাস উৎসব উপলক্ষে কলাপাড়ায় বসছে ৫ দিনব্যাপী মেলা। 

কলাপাড়ায় সরেজমিনে ঘুরে দেখা গেছে, শেষ সময়ে প্রস্তুত করা হচ্ছে মন্দিরের আঙ্গিনাসহ রাধা ও কৃষ্ণের ১৭ জোড়া প্রতিমা।

মঙ্গলবার পূর্ণিমা তিথিতে রাত ৯টা ২২ মিনিটে অধিবাসের মধ্যে দিয়ে শুরু হবে রাস পূজার আনুষ্ঠানিকতা। পরের দিন বুধবার সন্ধ্যা ৭টা ৬ মিনিটে এ তিথি শেষ হবে। সেদিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কুয়াকাটা সৈকতে গঙ্গা স্নান করবেন পুণ্যার্থীরা। এর পর মন্দিরের আঙ্গিনায় রাধা-কৃষ্ণের যুগল প্রতিমা দর্শন করবেন তারা। তাই, দুই মন্দিরেই ১৭ জোড়া প্রতিমা বানানো হয়েছে। প্যান্ডেল সাজানোর কাজ শেষ। চলছে লাইটিং ও সাজসজ্জার কাজ। 

এ উৎসব উপলক্ষে কলাপাড়ার মন্দির প্রাঙ্গণ, কুয়াকাটার মন্দির প্রাঙ্গণ ও সৈকতে অস্থায়ীভাবে বসছে শতাধিক পোশাক, প্রসাধনী, খেলনা ও গৃহস্থালী সামগ্রীর দোকান। কুয়াকাটায় তিন দিনব্যাপী উৎসব হলেও কলাপাড়ায় এ উৎসব চলবে পাঁচ দিন। এসব দোকানে অন্তত ৩০ লাখ টাকার পণ্য বিক্রির আশা করছেন আয়োজকরা। 

কলাপাড়ার শ্রী শ্রী মদনমোহন সেবাশ্রমের রাস উদযাপন কমিটির সভাপতি দিলীপ কুমার হাওলাদার বলেছেন, আজকের মধ্যেই আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হবে। হিন্দু ধর্মালম্বীদের এ উৎসব হলেও এখানে ৫ দিনব্যাপী মেলায় সব ধর্মের মানুষের আগমন ঘটে। আমাদের মন্দির প্রাঙ্গণে অন্তত ৭০টি দোকান বসেছে। আশা করছি, শান্তিপূর্ণভাবে রাস উৎসব সম্পন্ন হবে। 

কুয়াকাটার রাধা-কৃষ্ণ মন্দিরের সাধারণ সম্পাদক নীহার রঞ্জন মন্ডল বলেছেন, আগামীকাল রাতভর মন্দির প্রাঙ্গণে ধর্মীয় অনুষ্ঠান চলবে। পরদিন সকালে গঙ্গা স্নান হবে। লাখো পুণ্যার্থীর আগমনের আশা করছি আমরা। বুধবারও গঙ্গা স্নান হবে। উৎসব উপলক্ষে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

কলাপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউসার হামিদ বলেছেন, রাস উৎসব উপলক্ষে কুয়াকাটায় ১ লাখ পুণ্যার্থী সমাগমের আশা করছি। আইনশৃঙ্খলা রক্ষায় নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। আশা করছি, শান্তিপূর্ণভাবে এ অনুষ্ঠান সম্পন্ন হবে। 

ঢাকা/ইমরান/রফিক

সম্পর্কিত নিবন্ধ