বাড়তি সুবিধা নিয়ে প্রশ্ন করায় ক্ষেপে গেলেন গম্ভীর
Published: 5th, March 2025 GMT
হাইব্রিড মডেলে হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারত নিজেদের সব ম্যাচ খেলছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে। যেখানে অন্যদলগুলো দুবাই-পাকিস্তান মিলিয়ে খেলতে হচ্ছে। এমনকি ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে স্বাগতিক পাকিস্তানকেও দুবাই যেতে হয়েছিল। ভারতের সঙ্গে সেমিফাইনালে খেলতে হতে পারে, তাই পাকিস্তান থেকে দুবাই উড়ে এসেছিল অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। শেষ পর্যন্ত সেমিফাইনালে অস্ট্রেলিয়ার সঙ্গে খেলেছে ভারত। পুরো টুর্নামেন্টেই ভারত বাড়তি সুবিধা পাচ্ছে বলে মন্তব্য করেছে ক্রীড়া সংশ্লিষ্ট অনেকেই। নানান সমালোচনার পর অবশেষে এ নিয়ে মুখ খুলেছেন গৌতম গম্ভীর।
ফাইনালে ওঠার পর সংবাদ সম্মেলনে এ নিয়ে স্বাভাবিকভাবেই ভারত কোচ গৌতম গম্ভীরের সামনে প্রশ্ন উঠেছিল। যে প্রশ্নের উত্তর দিতে গিয়ে ক্ষেপে গিয়েছেন গম্ভীর। তিনি বলেন, ‘এই ভেন্যু আমাদের জন্য যতটা নিরপেক্ষ, অন্য যেকোনো দলের জন্যও ততটাই নিরপেক্ষ। শেষ কবে এখানে খেলেছি, তা আমার মনে নেই।’
অতিরিক্ত সুবিধা নিয়ে গম্ভীর বললেন, ‘অতিরিক্ত সুবিধা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। কীসের অতিরিক্ত সুবিধা? আমরা এখানে একদিনও অনুশীলন করিনি। আমরা আইসিসি একাডেমিতে অনুশীলন করছি। ওখানকার কন্ডিশন আর এখানকার কন্ডিশন ১৮০ ডিগ্রি আলাদা। কিছু মানুষ সব সময় অভিযোগ করতেই ভালোবাসে। আসলে তাদের উচিত বড় হওয়া। তাই, আমি মনে করি না যে আমাদের কোনো অতিরিক্ত সুবিধা ছিল।’
সেমিফাইনালে হারের পর অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথকে প্রশ্ন করা হয়েছিল এ নিয়ে। জবাবে স্মিথ বললেন, ‘হ্যাঁ, দেখুন, আমি এতে আগ্রহী নই। আমার মনে হয় এটাই সত্যি। এই পিচ ওদের খেলার স্টাইলের সঙ্গে মানানসই। তবে বাস্তবতা হচ্ছে ওরা আমাদের বিধ্বস্ত করেছে। জয়টা ভারতের প্রাপ্য ছিল।’
১১ বল বাকি থাকতে ৪ উইকেটে অস্ট্রেলিয়াকে হারিয়েছে ভারত। ম্যাচ শেষে রোহিত বললেন, ‘না জেতা পর্যন্ত নিশ্চিন্ত হতে পারছিলাম না। ওদের ইনিংস শেষ হওয়ার পর মনে হচ্ছিল, জিততে গেলে আমাদের ভাল ব্যাট করতে হবে। আমরা সেটাই করেছি। সবাই ঠান্ডা মাথায় খেলেছে।’
.উৎস: Samakal
কীওয়ার্ড: আম দ র ফ ইন ল গম ভ র
এছাড়াও পড়ুন:
আমির খান আলোচিত যে ৭ সিনেমা ফিরিয়ে দিয়েছিলেন
‘সাজন’
লরেন্স ডিসুজার এই রোমান্টিক সিনেমাটি উপমহাদেশজুড়েই ব্যাপক জনপ্রিয়তা পায়, সিনেমাটির গানগুলোও মানুষের মুখে মুখে ফেরে। বিভিন্ন ভাষায় সিনেমাটির রিমেক হয়। তবে মূল সিনেমাটিই আদতে একটি ফরাসি নাটক থেকে অনুপ্রাণিত। আলোচিত এ হিন্দি সিনেমায় অভিনয় করেন সঞ্জয় দত্ত, মাধুরী দীক্ষিত ও সালমান খান। এ ছাড়া ছিলেন কাদের খান। ১৯৯১ সালে এটি ছিল সবচেয়ে ব্যবসাসফল হিন্দি সিনেমা। শুরুতে এ ছবির প্রস্তাব যায় আমির খানের কাছে। কিন্তু তাঁর কাছে চরিত্রটি পছন্দ হয়নি। আমির খান জানান, চরিত্রটির সঙ্গে তিনি কোনোভাবেই একাত্মবোধ করতে পারছেন না, তাই ফিরিয়ে দেন।