‘সারাদিন ভ্যান চালিয়ে ৪০০ থেকে ৫০০ টাকা আয় হয়। চাল, ডাল, মাছ কিনতেই টাকা শেষ। স্ত্রী-সন্তানের জন্য ভালো খাবারের ব্যবস্থা করতে পারি না। বাজারের আগুনে পুড়ছি প্রতিদিন।’ আক্ষেপ করে কথাগুলো বলছিলেন পৌরসভার ভ্যানচালক স্বাধীন চন্দ্র বর্মণ। 

বেশ কিছুদিন ধরে সুন্দরগঞ্জের ভোগ্যপণ্যের বাজারে বেসামাল পরিস্থিতি বিরাজ করছে। কাঁচাবাজারে স্বস্তি দেখা দিলেও নিত্যপণ্যের দাম লাগামহীনভাবে বেড়ে গেছে। নিম্ন আয়ের মানুষের মধ্যে অস্বস্তি দেখা দিয়েছে। বাজার নজরদারির ঘাটতি এবং অতি মুনাফালোভী ব্যবসায়ীদের কারসাজির কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ছয় মাসের ব্যবধানে ২০ ভাগ বেড়ে গেছে বলে দাবি সাধারণ ক্রেতাদের। অন্যদিকে খুচরা ব্যবসায়ীরা মনে করেন, চাহিদার তুলনায় সরবরাহ কম; আমদানিনির্ভরতা, বাজার সিন্ডিকেট, মজুতদারির কারণে বেড়েই চলছে নিত্যপণ্যের দাম। 

উপজেলার বিভিন্ন হাটবাজার ঘুরে দেখা গেছে, পাইকারি বাজারের চেয়ে খুচরা বাজারে প্রতিটি পণ্যের দাম দুই থেকে পাঁচ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। প্রতি লিটার সয়াবিন তেল ১৮০ টাকা, সরিষার তেল ২১০, পাম অয়েল ১৫৫, সুপার তেল ১৬০, প্রতি কেজি চিনি ১২৪, ছোলাবুট ১০০, ছোলার ডাল ১২০ ও ডিম প্রতি হালি ৪২ টাকা দরে বিক্রি হচ্ছে। মসলার দাম ৫০ ভাগ বেড়ে গেছে। প্রতি কেজি জিরা ৬৫০ টাকা, বড় এলাচ ২ হাজার ৯০০, সাদা এলাচ ৫০০, দারচিনি ৪৬০, গোলমরিচ ১ হাজার ২০০ ও লবঙ্গ ১ হাজার ৬০০ টাকা দরে বিক্রি হচ্ছে। 

শান্তিরাম গ্রামের দিনমজুর হাফিজার রহমান বলেন, কাজকর্ম নেই বললেই চলে। সপ্তাহে তিন থেকে চার দিন কাজ করি। বাকি দিন বসে থাকতে হয়। প্রতিদিনের ৫০০ টাকা মজুরি দিয়ে চাল-ডাল কিনে পাঁচজনের সংসার চালানো কষ্টকর হয়ে পড়েছে। রোজার মধ্যে ভালো-মন্দ খাবারের ব্যবস্থা করব, তার জো নেই। 

সুন্দরগঞ্জ বাজারের বিক্রেতা কেশব চন্দ্র মহাজন ও কোম্পানির কাছ থেকে পণ্য কেনেন। প্রতিদিনের বাজারদর ফোনে জানিয়ে দেন। মহাজন ও কোম্পানি দাম বাড়ালে তাদের করার কিছু নেই বলে জানান তিনি। 

কাঁচামাল দোকানি আসাদুল ইসলাম বলেন, প্রতিটি পণ্যের দাম নাগালের মধ্যে রয়েছে। রসুন, আদা, পেয়াঁজ, আলু, বেগুনের দাম সামান্য বাড়ছে। প্রতিদিন সবজির দাম ওঠানামা করে।

ইএনও নাজির হোসেন বলেন, রমজান উপলক্ষে বাজার মনিটর করা হয়েছে। ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব যবস

এছাড়াও পড়ুন:

গাইবান্ধায় চোর সন্দেহে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে পিটিয়ে হত্যা

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় তিস্তা নদীর দুর্গম চরাঞ্চলে গরু চোর সন্দেহে আব্দুস সালাম (৫০) নামে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা। এ ঘটনায় দুলালী বেগম (৪৩) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

শনিবার (১ নভেম্বর) সকালে উপজেলার বেলকা ইউনিয়নের বেলকা নবাবগঞ্জ গ্রামের তিস্তার চরে তাকে পিটিয়ে হত্যা করা হয়। খবর পেয়ে সুন্দরগঞ্জ থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

আরো পড়ুন:

গাজীপুরে যুবককে কুপিয়ে হত্যা

ঝিনাইদহে কৃষকের হাত-পা ও গলা বাঁধা মরদেহ উদ্ধার

নিহত আব্দুস সালাম একই ইউনিয়নের রামডাকুয়া গ্রামের ওমেদ আলীর ছেলে। স্বজনরা জানান, সালাম দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় মানবেতর জীবন যাপন করছিল। 

আটক দুলালী বেগম বেলকা নবাবগঞ্জ গ্রামের আব্দুল গণি মিয়ার স্ত্রী।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, ‘‘খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। হত্যাকাণ্ডে গ্রেপ্তার দুলালী বেগম ছাড়াও যারা জড়িত ছিল, তা শনাক্তে তদন্ত চলছে।’’ 

নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৩১ অক্টোবর) গভীর রাতে সালাম আব্দুল গণি মিয়ার গোয়ালঘরে প্রবেশ করে। বিষয়টি টের পেয়ে দুলালী বেগম স্বামী ও আশপাশের লোকজনকে খবর দেয়। স্থানীয়রা সালামকে রশি দিয়ে বেঁধে বেধড়ক মারধর করে। একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়লে তাকে পুকুরপাড়ে রেখে দেওয়া হয়। ভোরের দিকে আবার তাকে পাশের গোয়ালঘরে নিয়ে নির্যাতন চালানো হয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

অভিযুক্ত আব্দুল গণি মিয়া বলেন, ‘‘কয়েক দিন আগে শ্যালো মেশিন চুরি হয়ে গেছে। রাতে গোয়ালে সালামকে দেখি। তাই প্রতিবেশীদের খবর দেই। পরে তারা এসে মারধর করে।’’ 

আটক দুলালী বেগম বলেন, ‘‘এক সপ্তাহ আগে মেশিন হারিয়েছে। রাতে শব্দ শুনে দেখি গোয়ালের বাঁধন খুলছে। পরে লোকজন এসে মারধর করে।’’ 

নিহতের স্বজনরা জানান, আব্দুস সালাম দীর্ঘদিন ধরে মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন এবং মানুষের সাহায্যে জীবন চলত। তার বিরুদ্ধে আগে কখনো চুরির অভিযোগ ওঠেনি। তারা দাবি করেন, পরিকল্পিতভাবে নির্যাতন করে তাকে হত্যা করা হয়েছে। নিহতের তিনটি ছোট ছেলে রয়েছে, বাবাকে হারিয়ে তারা অসহায় অবস্থায় পড়েছে। 

বেলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্যাহ জানান, ঘটনাস্থল দুর্গম চরাঞ্চল হওয়ায় খবর পেতে দেরি হয়। স্বজনদের বক্তব্য অনুযায়ী নিহত ব্যক্তি মানসিকভাবে অসুস্থ ছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) বিদ্রোহ কুমার কুণ্ডু, সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল হাকিম আজাদ এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করেন।

ঢাকা/মাসুম/বকুল

সম্পর্কিত নিবন্ধ

  • সাঁকো বিড়ম্বনার ৪০ বছর 
  • গাইবান্ধায় চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা, নারী আটক
  • গাইবান্ধায় চোর সন্দেহে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে পিটিয়ে হত্যা