রূপগঞ্জে জিয়ামঞ্চ দলের হামলায় আহত তাঁতী দল নেতা
Published: 11th, July 2025 GMT
রূপগঞ্জে মৃদুল হাসান নামে তাঁতীদলের এক নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার সদর ইউনিয়নের বাগবেড় এলাকায় এ ঘটনা ঘটে। মৃদুল হাসান বিএনপির অঙ্গসংগঠন উপজেলা তাঁতীদলের সদস্য সচিব ও রুপগঞ্জ সদর ইউনিয়নের বাঘবের সিটি মার্কেট এলাকার বাসিন্দা হাসান আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানাযায় , কয়েকমাস ধরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তার সাথে উপজেলা জিয়া মঞ্চ দলের সভাপতি জজ মিয়ার বিরোধ চলে আসছিল। এমনকি বিভিন্ন সময় এলাকায় জজ মিয়াসহ তার লোকজন অপকর্ম করতে গেলে বাধা দিতেন মৃদুল হাসান। এর জেরে তাকে কুপিয়ে জখম করেছে বলে ধারণা পরিবারের।
আহত মৃদুল হাসান জানান, বৃহস্পতিবার রাতে সে তার সহকর্মী দ্বীন ইসলামকে নিয়ে মোটর সাইকেল যোগে বাড়ী ফেরার পথে বাগবেড় বাজার এলাকায় এলে পূর্বপরিকল্পিতভাবে জজ মিয়ার লোকজন দেশিয় অস্ত্রসস্ত্র নিয়ে তার উপর হামলা করে। প্রথমে হামলাকারীরা দ্বীন ইসলামকে মারধোর করলে সে ভয়ে পালিয়ে যায়।
পরে মৃদুলকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাধারী কুপিয়ে গুরুতর জখম করে। আশেপাশের লোকজন তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।
এব্যাপারে জজ মিয়ার সাথে তার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ঘটনাটি সম্পূর্ন মিথ্যা বলে অবহিত করে। মৃদুলের সাথে রিফাতের অভ্যন্তরীন বিরোধ ছিল। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে এ বিষয়ে তার কিছু জানা নেই । তাকে এ ঘটনায় ফাসানোর চেষ্টা চলছে বলে জানান তিনি।
এব্যাপারে রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম বলেন, উপজেলা তাতি দলের সদস্য সচিবকে কুপিয়ে জখমের সংবাদ পেয়ে সাথে সাথে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি।পূর্ব শত্রুতার জেরে এ হামলার ঘটনা ঘটে থাকতে পারে। পরিস্থিতি এখন স্বাভাবিক আছে।
এ ঘটনায় লিখিত অভিযোগ পেলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: র পগঞ জ ন র য়ণগঞ জ র পগঞ জ এল ক য় জজ ম য় উপজ ল এ ঘটন
এছাড়াও পড়ুন:
সিলেট বিভাগের ১৯ আসনে প্রার্থী ঘোষণা খেলাফত মজলিসের
সিলেট বিভাগের ১৯ আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে খেলাফত মজলিস। দলীয় প্রতীক ‘দেয়াল ঘড়ি’ নিয়ে তারা নির্বাচন করবেন। গতকাল শুক্রবার নগরীর জিন্দাবাজারের একটি হোটেলে সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠাতা মহাসচিব ও দলের বর্তমান উপদেষ্টা অধ্যক্ষ মুহাম্মদ মাসউদ খান ঘোষণা করেন।
সম্ভাব্য প্রার্থীরা হলেন সুনামগঞ্জ-১ আসনে সিলেট জেলা খেলাফত মজলিসের সহসভাপতি মোহাম্মদ ফজর আলী, সুনামগঞ্জ-২ আসনে জেলার সিনিয়র সহসভাপতি সাখাওয়াত হোসেন মোহন, সুনামগঞ্জ-৩ আসনে লন্ডন মহানগর খেলাফতের তথ্য ও গবেষণা সম্পাদক শেখ মুশতাক আহমদ, সুনামগঞ্জ-৪ আসনে যুক্তরাজ্যের লুটন শাখা খেলাফতের সহ-সেক্রেটারি মাওলানা আমিরুল ইসলাম ও সুনামগঞ্জ-৫ আসনে লন্ডন মহানগর খেলাফতের সহসভাপতি মাওলানা আবদুল কাদির।
সিলেট-১ আসনে মহানগর খেলাফত মজলিসের সভাপতি মাওলানা তাজুল ইসলাম হাসান, সিলেট-২ আসনে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, সিলেট-৩ আসনে জেলা সাধারণ সম্পাদক মাওলানা দিলওয়ার হোসাইন, সিলেট-৪ আসনে কেন্দ্রীয় ওলামাবিষয়ক সম্পাদক মুফতি আলী হাসান উসামা, সিলেট-৫ আসনে জেলার উপদেষ্টা মুফতি আবুল হাসান, সিলেট-৬ আসনে যুক্তরাজ্য দক্ষিণ শাখা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা সাদিকুর রহমান। মৌলভীবাজার-১ আসনে কাতার খেলাফত মজলিসের সহসভাপতি মাওলানা লুকমান আহমদ, মৌলভীবাজার-২ আসনে অধ্যক্ষ সাইফুর রহমান খোকন, মৌলভীবাজার-৩ আসনে মাওলানা আহমদ বিলাল ও মৌলভীবাজার-৪ আসনে মাওলানা নূরুল মুত্তাকীন জুনায়েদ।
হবিগঞ্জ-১ আসনে জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা আবদুল কাইয়ুম জাকি, হবিগঞ্জ-২ আসনে জেলা আমির মাওলানা আবদুল বাসিত আজাদ, হবিগঞ্জ-৩ আসনে জেলা সাধারণ সম্পাদক ছরওয়ার রহমান চৌধুরী ও হবিগঞ্জ-৪ আসনে দলের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।