৫ কো‌টি ৯০ লাখ ২৭ হাজার ৬১২ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জ‌নের পাশাপা‌শি ৩২ কো‌টি টাকার আ‌য়ের উৎস আড়াল করেছেন সা‌বেক বাণিজ‌্যমন্ত্রী টিপু মুনশি।পাশাপা‌শি স্বামীর দুর্নী‌তি‌তে স্ত্রী আইরিন মালবিকা মুন‌শি অবৈধ সম্পদ অর্জন ক‌রে‌ছেন ৪ কো‌টি ১৮ লাখ ২৩ হাজার ৭৩০টাকা।

দুর্নী‌তি দমন ক‌মিশ‌নের অনুসন্ধা‌নে চাঞ্চল‌্যকর এই তথ‌্য পাওয়া গেছে।

অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদের মালিকানা অর্জন ও দখলে রাখা অপরাধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় টিপু মুন‌শি ও তার স্ত্রীর বিরুদ্ধে পৃথক মামলা ক‌রে‌ছে দুর্নী‌তি দমন ক‌মিশন।

টিপু মুন‌শির দুই কন‌্যার বিরু‌দ্ধেও অনুসন্ধা‌নের সিদ্ধান্ত নি‌য়ে‌ছে দুদক। বৃহস্প‌তিবার (৬ মার্চ) দুদ‌কের মহাপ‌রিচালক (অনুসন্ধান ও তদন্ত) আক্তার হো‌সেন এ তথ‌্য জানান।

প্রথম মামলায় বলা হয়, সা‌বেক বা‌ণিজ‌্যমন্ত্রী টিপু মুনশির নামে মোট ১১,৯৫,৫৯,৪৫৬ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। উক্ত সময়ে তার সর্বমোট গ্রহণযোগ্য আয় পাওয়া যায় ৬,০৫,৩১,৮৪৪ টাকা। এক্ষেত্রে তার জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদের পরিমাণ ৫,৯০,২৭,৬১২।

এছাড়া টিপু মুনশির নিজ নামে ১১টি ব্যাংক হিসাবের মাধ্যমে মোট ১৭,৫৫,৭৯,৬৩৩ টাকা জমা ও ১৪,৬২,৭৮,৮১৭ টাকা উত্তোলনসহ সর্বমোট ৩২,১৮,৫৮,৪৫০ টাকা হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তরপূর্বক আয়ের উৎস আড়াল করেছেন যা অনুসন্ধানে প্রাথমিকভাবে প্রমাণিত হয়। ফলে অনুসন্ধান টিমের সুপারিশের আলোকে কমিশননের অভিযোগ সংশ্লিষ্ট টিপু মুনশির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা তৎসহ মানিলন্ডারিং আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় একটি মামলার অনুমোদন করা হয়।

দ্বিতীয় মামলার এজাহা‌রে বলা হয়, টিপু মুনশির স্ত্রী আইরিন মালবিকা মুনশির এর নামে মোট ৬,২৫, ৬৮,৬২৭ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। উক্ত সময়ে তার সর্বমোট গ্রহণযোগ্য আয় পাওয়া যায় ২,০৭,৪৪,৮৯৭ টাকা। এক্ষেত্রে তার জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদের পরিমাণ ৪,১৮,২৩,৭৩০ টাকা।

অনুসন্ধান টিম টিপু মুনশির স্ত্রী আইরিন মালবিকা মুনশির বিরুদ্ধে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৪,১৮,২৩,৭৩০ টাকার সম্পদের মালিকানা অর্জন ও দখলে রাখা অপরাধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় মামলার সুপারিশ করেন।

এদিকে টিপু মুনশির দুই মেয়ে তানিয়া অনন্যা মুনশি এবং তৃষা মুনশির নামে কয়েকটি ব্যাংক হিসাব বিবরণী, তারা বিভিন্ন কোম্পানির পরিচালক ও তাদের নামে বিভিন্ন কোম্পানির শেয়ার থাকায় তাদের বিষয়ে বিস্তারিত অনুসন্ধানের জন্য অনুমোদন দিয়েছে কমিশন।

ঢাকা/নঈমুদ্দীন/এসবি 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর য় র উৎস দমন ক

এছাড়াও পড়ুন:

মনোনয়ন দৌড়ে এবারও হেরে গেলেন মনির খান

জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান— যার কণ্ঠে প্রেম, ব্যথা আর প্রার্থনার সুরে ভেসেছে একটি প্রজন্ম। তিনবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই শিল্পী শুধু গানে নয়, রাজনীতিতেও সক্রিয় ছিলেন দীর্ঘদিন ধরে।

বিএনপির কেন্দ্রীয় সহ-সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন মনির খান। ঝিনাইদহ-৩ আসন থেকে মনোনয়নপ্রত্যাশী ছিলেন এই কণ্ঠশিল্পী। কিন্তু শেষপর্যন্ত প্রার্থী তালিকায় জায়গা হয়নি তার। সেই আসনে দল মনোনয়ন দিয়েছে মেহেদী হাসান রনিকে।

আরো পড়ুন:

নির্বাচন: বিএনপির যে প্রার্থীদের সঙ্গে লড়বেন এনসিপির শীর্ষ নেতারা

বিএনপির প্রার্থী তালিকায় নেই তারকারা

মনোনয়ন না পেলেও মনির খান প্রতিক্রিয়া দিয়েছেন ইতিবাচকভাবে। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন, “অভিনন্দন মেহেদী হাসান রনি, ঝিনাইদহ-৩-এ বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী। শুভকামনা রইল।”

শিল্পীর এই পোস্টে প্রশংসা করেছেন ভক্তরা। রাজনীতিতেও তার সংযম ও সৌজন্যতা তুলে ধরেছেন অনেকেই।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারকাদের মনোনয়ন পাওয়া নিয়ে গুঞ্জন থাকলেও শেষপর্যন্ত বিএনপির ঘোষিত ২৩৭ আসনের প্রার্থী তালিকায় কোনো শিল্পী বা অভিনেতার নাম নেই। মনির খানের পাশাপাশি মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে বেশি আলোচিত ছিলেন নায়ক উজ্জ্বল ও হেলাল খান, কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা ও বেবী নাজনীন।

ঢাকা/রাহাত/রাসেল

সম্পর্কিত নিবন্ধ