দেশী কারিগরদের হাতে তৈরি গহনা নিয়ে কাজ করছেন ‘আট কুঠুরি নয় দরজা’-এর কর্ণধার হাফসা মোসলেম।  কি নেই তার কালেকশনে? গোল্ড প্লেটেড, সিলভার প্লেটেড, তামা, পিতলের গহনা সব পাওয়া যায় ‘আট কুঠুরি নয় দরজা’তে। এটি একটি অনলাইন উদ্যোগ।

হাফসা মোসলেম রাইজিংবিডির পাঠকদের উদ্দেশ্যে বলেন,  ‘‘গত কয় এক মাসের অভিজ্ঞতা থেকে আটকুঠুরি নয় দরজা এবারের ঈদে বাজেট কমিয়ে তামা পিতলের গহনা নিয়ে বেশী কাজ করছে। আর এমনিতেও আটকুঠুরি নয় দরজার সিগনেচার গহনা তামা-পিতলই। তবে বাজেট কমিয়ে ছোট নেকলেস সেট এবার বেশী করা হয়েছে। পিতলের তৈরী নেকলেস এর পাশাপাশি বালা,আংটি ,নুপুরও থাকছে।এছাড়ার কালো ব্রাশের উপর ইলেকট্রোপ্লেটিং করা নেকলেস আমার ক্লায়েন্টদের বেশি পছন্দ।’’

তিনি আরও বলেন, ‘‘আমাদের যেহেতু দেশী পিতলের গহনা বেশী তৈরি হয় আমার কাছে তাই মনে হয় গোল্ড প্লেডেট/সিলভার প্লেডেট এর চাইতে আমাদের কাছে আমাদের অডিয়েন্স পিতলের গহনাই বেশী চাচ্ছে,আসলে প্রতিটা ব্যবসায়ীর অডিয়েন্স আলাদা হয় আমার অডিয়েন্স বা ক্লায়েন্ট যেটাই নলেন না কেন তারা পিতলের গহনাটাই বেশি পছন্দ করেন।’’

আরো পড়ুন:

নওশাবার ঈদ কালেকশন

পোশাকে থাকুক আরাম আর উৎসবের আমেজ

হাফসা মোসলেম নিজে গহনার ডিজাইন করেন। মনের মাধুরি মিশিয়ে এক একটি ডিজাইন ফুটিয়ে তোলেন তিনি। ঈদের গয়নায় উৎসবের আমেজের দিকটি যেমন খেয়াল রেখেছেন তেমনি এই ডিজাইনার জানেন, ঈদ মানে বিয়ের মৌসুমও। তাই ‘আট কুঠুরি নয় দরজা’র কালেকশনের বিশেষ স্থান পেয়েছে বিয়ের গহনাও।  

হাফসা মোসলেম বলেন, ‘‘ঈদের পর পরই আমাদের দেশে একটা বিয়ের মৌসুম চলে আসে তখন গোল্ড প্লেডেট গহনাটাই ক্লায়েন্ট বেশি পছন্দ করেন। এই দিকটি বিবেচনা করে বাজের ফ্রেন্ডলি গোল্ড প্লেডেট গহনা রাখা হয়েছে এবারের কালেকশনে।’’

দরদাম: আট কুঠুরির নয় দরজার নেকলেসের দরদাম শুরু হয় ৬৫০ টাকা থেকে। 

রাইজিংবিডি জানতে চেয়েছিল এই ডিজাইনারের নিজের পছন্দের গয়না সম্পর্কে। হাফসা মোসলেম বললেন, তিনি সব সময়ই অল্প সাজগোজ করতে পছন্দ করেন। কারণ তার নিজের কাছে মনে হয় তাকে খুব বেশি ভারী সাজগোজে মানায় না! তার পছন্দ হালকা সাজগোজ এর সাথে হালকা গহনা। গহনার মধ্যে সবচেয়ে বেশী পছন্দ ফিঙ্গার রিং। 

হাফসা মোসলেমের নাকি মাঝে মাঝে  ইচ্ছা হয়, নিজের কালেকশনের সব ফিঙ্গার রিং নিজের জন্য রেখে দিতে। 

ঢাকা/লিপি

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ঈদ প শ ক ঈদ র ক ল কশন আট ক ঠ র ন কল স আম দ র ড জ ইন পছন দ

এছাড়াও পড়ুন:

যে কারণে সালাহ-ফন ডাইকদের কাছে এই শিরোপা বিশেষ

একসময় ইংলিশ ফুটবলের রাজা তারাই ছিল। ষাটের দশকের মাঝামাঝি থেকে আশির দশকের শেষ পর্যন্ত তো বলতে গেলে লিভারপুলেরই একচ্ছত্র আধিপত্য ছিল ইংল্যান্ডের শীর্ষ লিগে। তখন অবশ্য নামটা প্রিমিয়ার লিগ ছিল না, ছিল প্রথম বিভাগ লিগ। ১৯৯২ সালে প্রিমিয়ার লিগ নাম হওয়ার পর থেকে যেন লিভারপুলের দুর্ভাগ্যের শুরু। প্রথম বিভাগ যুগে ১৮টি লিগ জেতা লিভারপুল প্রিমিয়ার লিগ যুগে এসে জিততেই ভুলে গেল!

প্রিমিয়ার লিগে শুরু হলো ম্যানচেস্টার ইউনাইটেডের একচ্ছত্র রাজত্ব। স্যার অ্যালেক্স ফার্গুসনের অধীন ১৩বার লিগ জিতে ইউনাইটেডের মোট লিগ শিরোপা হয়ে গেল ২০টি। লিভারপুলকে পেরিয়ে তারা হয়ে গেল ইংল্যান্ডের ইতিহাসে সবচেয়ে সফল ক্লাব।

ইউনাইটেডের সেই আধিপত্যও শেষ হলো ২০১৩ সালে ফার্গুসনের অবসরের পর। কিন্তু রাজত্ব ফিরে পেল না লিভারপুল। ইংলিশ ফুটবলের নতুন রাজা হয়ে ওঠল ম্যানচেস্টার সিটি। পেপ গার্দিওলার অধীন সর্বশেষ সাত মৌসুমে ছয়বার শিরোপা জিতে সিটি একের পর এক নতুন রেকর্ড গড়তে থাকল।

আরও পড়ুনলাল সমুদ্রে গোল উৎসবে চ্যাম্পিয়ন লিভারপুল১১ ঘণ্টা আগে

মাঝে ২০১৯-২০ মৌসুমে ৩০ বছর পর লিভারপুল পেল ইংলিশ লিগের শিরোপার স্বাদ। তবে পৃথিবী তখন করোনা মহামারি চলছে। শিরোপা উৎসব হলো না লিভারপুলের মনের মতো।

এবার আর্নে স্লটের অধীন প্রথম মৌসুমেই আবার চ্যাম্পিয়ন লিভারপুল। সেটাও কী রাজকীয়ভাবে! চার ম্যাচ হাতে রেখে, নিজেদের মাঠ অ্যানফিল্ডে, ভরা গ্যালারির সামনে। লিভারপুলের এটি ২০তম লিগ শিরোপা, ইউনাইটেডের সঙ্গে যৌথভাবে তারাও এখন ইংল্যান্ডের সবচেয়ে সফল ক্লাব।

ইতিহাস গড়া এই ট্রফি জেতার পর কী বলছেন লিভারপুলের খেলোয়াড়েরাকোডি গাকপোর উদ্‌যাপন

সম্পর্কিত নিবন্ধ

  • জবি ছাত্রীর আত্মহত্যার প্ররোচনার মামলায় আটক তরুণ
  • সুইডেনে বন্দুকধারীর হামলায় নিহত ৩
  • চ্যাম্পিয়ন হওয়ার পরও লিভারপুলের কোন খেলোয়াড়েরা পদক পাবেন না
  • বিশ্বের বড় বড় উৎসব কোথায় হয়
  • প্রাগে পুরস্কৃত ‘নট আ ফিকশন’,অনলাইনে মুক্তি ১ মে
  • ফসলের ক্ষেতে আশার আলো
  • কানে ‘আলী’, দায়িত্ব নিলো সংস্কৃতি মন্ত্রণালয়
  • এবার লন্ডনে পুরস্কার জিতল ‘প্রিয় মালতি’
  • আকাশ থেকে ঝরে পড়ছে চকলেট
  • যে কারণে সালাহ-ফন ডাইকদের কাছে এই শিরোপা বিশেষ