দেশী কারিগরদের হাতে তৈরি গহনা নিয়ে কাজ করছেন ‘আট কুঠুরি নয় দরজা’-এর কর্ণধার হাফসা মোসলেম। কি নেই তার কালেকশনে? গোল্ড প্লেটেড, সিলভার প্লেটেড, তামা, পিতলের গহনা সব পাওয়া যায় ‘আট কুঠুরি নয় দরজা’তে। এটি একটি অনলাইন উদ্যোগ।
হাফসা মোসলেম রাইজিংবিডির পাঠকদের উদ্দেশ্যে বলেন, ‘‘গত কয় এক মাসের অভিজ্ঞতা থেকে আটকুঠুরি নয় দরজা এবারের ঈদে বাজেট কমিয়ে তামা পিতলের গহনা নিয়ে বেশী কাজ করছে। আর এমনিতেও আটকুঠুরি নয় দরজার সিগনেচার গহনা তামা-পিতলই। তবে বাজেট কমিয়ে ছোট নেকলেস সেট এবার বেশী করা হয়েছে। পিতলের তৈরী নেকলেস এর পাশাপাশি বালা,আংটি ,নুপুরও থাকছে।এছাড়ার কালো ব্রাশের উপর ইলেকট্রোপ্লেটিং করা নেকলেস আমার ক্লায়েন্টদের বেশি পছন্দ।’’
তিনি আরও বলেন, ‘‘আমাদের যেহেতু দেশী পিতলের গহনা বেশী তৈরি হয় আমার কাছে তাই মনে হয় গোল্ড প্লেডেট/সিলভার প্লেডেট এর চাইতে আমাদের কাছে আমাদের অডিয়েন্স পিতলের গহনাই বেশী চাচ্ছে,আসলে প্রতিটা ব্যবসায়ীর অডিয়েন্স আলাদা হয় আমার অডিয়েন্স বা ক্লায়েন্ট যেটাই নলেন না কেন তারা পিতলের গহনাটাই বেশি পছন্দ করেন।’’
আরো পড়ুন:
নওশাবার ঈদ কালেকশন
পোশাকে থাকুক আরাম আর উৎসবের আমেজ
হাফসা মোসলেম নিজে গহনার ডিজাইন করেন। মনের মাধুরি মিশিয়ে এক একটি ডিজাইন ফুটিয়ে তোলেন তিনি। ঈদের গয়নায় উৎসবের আমেজের দিকটি যেমন খেয়াল রেখেছেন তেমনি এই ডিজাইনার জানেন, ঈদ মানে বিয়ের মৌসুমও। তাই ‘আট কুঠুরি নয় দরজা’র কালেকশনের বিশেষ স্থান পেয়েছে বিয়ের গহনাও।
হাফসা মোসলেম বলেন, ‘‘ঈদের পর পরই আমাদের দেশে একটা বিয়ের মৌসুম চলে আসে তখন গোল্ড প্লেডেট গহনাটাই ক্লায়েন্ট বেশি পছন্দ করেন। এই দিকটি বিবেচনা করে বাজের ফ্রেন্ডলি গোল্ড প্লেডেট গহনা রাখা হয়েছে এবারের কালেকশনে।’’
দরদাম: আট কুঠুরির নয় দরজার নেকলেসের দরদাম শুরু হয় ৬৫০ টাকা থেকে।
রাইজিংবিডি জানতে চেয়েছিল এই ডিজাইনারের নিজের পছন্দের গয়না সম্পর্কে। হাফসা মোসলেম বললেন, তিনি সব সময়ই অল্প সাজগোজ করতে পছন্দ করেন। কারণ তার নিজের কাছে মনে হয় তাকে খুব বেশি ভারী সাজগোজে মানায় না! তার পছন্দ হালকা সাজগোজ এর সাথে হালকা গহনা। গহনার মধ্যে সবচেয়ে বেশী পছন্দ ফিঙ্গার রিং।
হাফসা মোসলেমের নাকি মাঝে মাঝে ইচ্ছা হয়, নিজের কালেকশনের সব ফিঙ্গার রিং নিজের জন্য রেখে দিতে।
ঢাকা/লিপি
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ঈদ প শ ক ঈদ র ক ল কশন আট ক ঠ র ন কল স আম দ র ড জ ইন পছন দ
এছাড়াও পড়ুন:
ডাইনির সাজে শাবনূর!
ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর এখন অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাস করছেন। মাঝেমধ্যে সোশ্যাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে নিজের খবর জানান দেন তিনি। এবার সেই পর্দার প্রিয় নায়িকা হাজির হয়েছেন এক ভিন্ন সাজে—ডাইনির রূপে!
প্রতি বছর ৩১ অক্টোবর বিশ্বের নানা প্রান্তে পালিত হয় ঐতিহ্যবাহী হ্যালোইন উৎসব। পশ্চিমা বিশ্বে এটি এক জনপ্রিয় দিন, যেখানে মানুষ নানা ভুতুড়ে সাজে নিজেদের উপস্থাপন করে। যদিও অনেকেই মনে করেন এটি কেবল ভূতের সাজের উৎসব, আসলে মৃত আত্মাদের স্মরণেই হাজার বছরের ঐতিহ্যবাহী এ দিনটি উদযাপিত হয়।
আরো পড়ুন:
পর্দায় ‘মহল্লা’র ভালো-মন্দ
বাবা হওয়ার কোনো বয়স আছে? সত্তরে কেলসির চমক
সেই উৎসবের আমেজে এবার শামিল হয়েছেন শাবনূরও। ইনস্টাগ্রামে পোস্ট করা এক ছবিতে দেখা গেছে, ছেলে আইজানকে সঙ্গে নিয়ে তিনি সেজেছেন ভয়ংকর এক ডাইনির সাজে—চোখের কোণ বেয়ে নেমে আসছে লাল রক্তের রেখা, সঙ্গে এক ‘ভূতুড়ে’ চেহারার চরিত্র।
ছবির ক্যাপশনে শাবনূর লিখেছেন, “আমি সাধারণ মা নই, আমি একজন দুর্দান্ত মা—যিনি একজন ডাইনিও! হ্যালোইনের শুভেচ্ছা, বাচ্চারা!”
পোস্টের শেষে তিনি যোগ করেছেন, “এটা শুধু মজা করার জন্য।”
ভক্তরা কমেন্টে ভরিয়ে দিয়েছেন শুভেচ্ছা ও প্রশংসায়। কেউ লিখেছেন, “শাবনূর মানেই চমক,’ কেউ আবার জানিয়েছেন, ‘হ্যালোইনেও আপনি আমাদের শাবনূরই—ভালোবাসা রইল।”
ঢাকা/রাহাত/লিপি