পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু) বলেছেন, পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হলে নারী-পুরুষের বৈষম্য দূর হবে না। পার্বত্য চট্টগ্রামের আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠার জন্য নারীর ভূমিকা ছিল অনন্য। তাই নারী অধিকার প্রতিষ্ঠার জন্য সমাজব্যবস্থার পরিবর্তন প্রয়োজন।

আজ শনিবার রাঙামাটিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন সন্তু লারমা। শহরের স্থানীয় উন্নয়ন সংস্থা আশিকা হলরুমে জনসংহতি সমিতির (জেএসএস) সহযোগী সংগঠন মহিলা সমিতি ও হিল উইমেন্স ফেডারেশনের উদ্যোগে আয়োজিত হয় এ সভা। এতে সভাপতিত্ব করেন মহিলা সমিতির সভাপতি রিতা চাকমা। বক্তব্য দেন জেলা পরিষদের সদস্য রাঙাবী তঞ্চঙ্গ্যা, পরিষদ সদস্য নাইউপ্র মারমা মেরী, আইনজীবী সুস্মিতা চাকমা, সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সহসভাপতি ভবতোষ চাকমা, বরকল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিধান চাকমা, সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সাধারণ সম্পাদক শান্তি বিজয় চাকমা প্রমুখ।

আলোচনা সভায় সন্তু লারমা আরও বলেন, সমাজব্যবস্থার আমূল পরিবর্তন না হলে নারীর অধিকার ও মর্যাদার পথ সুগম হতে পারে না। বিপ্লবের মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রামে সমাজব্যবস্থা পরিবর্তন না হলে নারী অধিকার ও সমমর্যাদা প্রতিষ্ঠা করা সম্ভব নয়।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বিবাহবিচ্ছেদের পর আত্মহত্যা করতে চেয়েছিলেন চাহাল

এ বছরের মার্চে পাঁচ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন ভারতের লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল। ইউটিউবার–অভিনেত্রী ধনশ্রী বর্মার সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় তাঁর। ভারতের ইউটিউবার রাজ শামানির সঙ্গে পডকাস্টে সংসার ভাঙা নিয়ে কথা বলেছেন চাহাল।

ভারতের হয়ে ২০২৩ সালে সর্বশেষ খেলা এই লেগ স্পিনার জানিয়েছেন, কয়েক বছর ধরেই তাঁর ও ধনশ্রীর মধ্যে সম্পর্কটা ভালো যাচ্ছিল না। তবু তাঁরা এই সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগপর্যন্ত ব্যক্তিগত জীবনের ঝামেলা সামনে নিয়ে আসেননি। তিনি আরও জানিয়েছেন, বিবাহবিচ্ছেদের পর তিনি কঠিন সময়ের মধ্য দিয়ে যান এবং একপর্যায়ে আত্মহত্যা করার কথাও ভাবেন।

আরও পড়ুনকাঁধের চোটে ভারতের বিপক্ষে আর খেলতে পারবেন না ওকস১ ঘণ্টা আগে

ভারতের হয়ে ৭২ ওয়ানডে ও ৮০ টি–টোয়েন্টি খেলা চাহালের কাছে রাজ শামানি জানতে চেয়েছিলেন, ঠিক কী কারণে তাঁদের সম্পর্কটা ভেঙে গেল? ৩৫ বছর বয়সী চাহালের উত্তর, ‘বেশ কিছুদিন ধরে সমস্যা হচ্ছিল। কিন্তু আমরা সিদ্ধান্ত নিই চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমরা ব্যাপারটা সামনে আনব না।’

২০১৬ সালের জুনে ভারতের হয়ে অভিষেক চাহালের। চার বছর পর ধনশ্রীকে বিয়ে করেন তিনি। চাহাল জানিয়েছেন, জাতীয় দলে হয়ে খেলায় তাঁর ব্যস্ত হয়ে পড়া এবং ধনশ্রীরও নিজ ক্যারিয়ার নিয়ে মনোযোগী হয়ে পড়ায় কেউ কাউকে সময় দিতে পারেননি। সাংসারিক ঝামেলার এটাই মূল কারণ বলে মনে করেন চাহাল।

যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী বর্মা

সম্পর্কিত নিবন্ধ