চৌধুরী আলম গুম: মায়াসহ ১৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ
Published: 10th, March 2025 GMT
পনেরো বছর আগে বিএনপি নেতা ঢাকার সাবেক ওয়ার্ড কমিশনার মুক্তিযোদ্ধা চৌধুরী আলম গুমের ঘটনায় আওয়ামী লীগ নেতা সাবেক মন্ত্রী মোফাজ্জাল হোসেন চৌধুরী মায়া, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানসহ ১৮ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় অভিযোগ দায়ের করা হয়েছে।
ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে চৌধুরী আলমের ছেলে আবু সাঈদ চৌধুরী সোমবার এই অভিযোগ দাখিল করেন। তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।
অন্য যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তারা হলেন- স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম,
ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট, সাবেক সেনা কর্মকর্তা কমান্ডার সোহায়েল, তৎকালীন র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (বরখাস্ত) কর্নেল মো.
অভিযোগটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ১৯৭৩ অনুযায়ী রেজিস্ট্রিভুক্ত করে অভিযোগ আনা ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে। ২০১০ সালের ২৫ জুন সন্ধায় চৌধুরী আলম ফার্মগেট সংলগ্ন ইন্দিরা রোড কালিন্দী এপার্টমেন্টের সামনে থেকে নিখোঁজ হন। এরপর তার আর খোঁজ মেলেনি। ওয়ান-ইলেভেনের পর চৌধুরী আলমের বিরুদ্ধে ১০টি মামলা দায়ের হয়। ওই সময় গ্রেপ্তার হয়ে টানা ২৭ মাস কারাভোগ করেন তিনি।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন