মেহেরপুরে ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ
Published: 11th, March 2025 GMT
মেহেরপুরের গাংনী পৌরসভায় ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় এ ঘটনায় ঘটে। এতে একজন ফল বিক্রেতা আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি পৌরশহরের পয়োনিষ্কাশনব্যবস্থার (ড্রেনেজ লাইন) কাজ শেষ হয়েছে। গতকাল সন্ধ্যায় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মকবুল হোসেন ফুটপাতে দোকান বসানোর চেষ্টা করছিলেন। এ সময় যুবদল কর্মী মনিরুল ইসলাম তাঁর সমর্থক নিয়ে সেখানে হাজির হন এবং কিছু দোকানের ভাগ দাবি করেন। এতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে লাঠিসোঁটা নিয়ে তাঁরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। বিএনপির কর্মী ও ফুটপাতের ফল বিক্রেতা আবদুল আলীমকে লাঠিপেটা করা হয়। তাঁকে প্রথমে গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে পরে তাঁকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মকবুল হোসেন প্রথম আলোকে বলেন, যুবদল কর্মী মনিরুল ইসলাম ফুটপাতের জায়গা দখল করতে তাঁর কর্মীদের নিয়ে আক্রমণ করেন। সেখানে সাধারণ মানুষ কিছু বুঝে ওঠার আগেই আবদুল আলীমকে পেটানো হয়।
মনিরুল ইসলাম বলেন, ‘মকবুল হোসেন তাঁর কর্মীদের নিয়ে ফুটপাত দখল করে দোকান বরাদ্দ দিচ্ছিলেন। সেখানে আগে আমাদের দোকান ছিল। ড্রেনেজ লাইন নির্মাণ হওয়ায় দোকান সরিয়ে নেওয়া হয়েছে। ড্রেনেজ লাইন ঠিক হওয়ার পরে আগের স্থানে দোকান বসাতে চাইলে মকবুল হোসেন লাঠিসোঁটা নিয়ে আক্রমণ করেন।’
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানি ইসরাইল বলেন, ঘটনার পর বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আপাতত পরিস্থিতি স্বাভাবিক।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: মকব ল হ স ন ব এনপ র
এছাড়াও পড়ুন:
তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।
বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।
উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।
ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।
এএএম//