ঠিকাদারের টাকা বাঁচাতে সর্বনাশ কৃষকের জমিতে
Published: 13th, March 2025 GMT
সুনামগঞ্জের শাল্লায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণের সময় এক কৃষককে উদ্দেশ্যমূলকভাবে ক্ষতিগ্রস্ত করার অভিযোগ উঠেছে। এ জন্য বদলানো হয়েছে বাঁধটির পরিকল্পনা ও নকশায়। কৃষকদের অভিযোগ, ঠিকাদারের টাকা বাঁচানোর জন্যই এই কাজ করা হয়েছে। যদিও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তারা এসব বক্তব্য অস্বীকার করেছেন।
ঘটনার শিকার পিকলু চন্দ্র তালুকদার উপজেলার বাহাড়া ইউনিয়নের ডুমরা গ্রামের বাসিন্দা। ওই গ্রামসহ আশপাশের গ্রামের কৃষকরা জানান, শাল্লা উপজেলায় ৫৫৫৩ কিলোমিটার থেকে ৬৭৫৩ কিলোমিটার পর্যন্ত ছায়ার হাওর সাব-মার্সিবল বাঁধের সিসি ব্লক, বাঁধের কাজ ২০২৪ সালের ২৮ নভেম্বর শুরু হয়েছে। বাঁধটি সুলতানপুর সেতুর কাছে এসে নদীর পার থেকে প্রায় ২৩০ মিটার পশ্চিমে বাঁকা করে কৃষক পিকলু তালুকদারের জমির মাঝখান দিয়ে মাটি ফেলা হয়েছে। অথচ জমির পূর্বদিকে জমির পার থেকে প্রায় ২৫০ ফুট খাসজমি ও নদীর পারসংলগ্ন প্রায় ৫০ ফুট প্রশস্ত জায়গা রয়েছে।
জানা গেছে, পিকলুর বাবা প্রবোধ চন্দ্র তালুকদার আট কেয়ার (২৮ শতাংশে কেয়ার, তিন কেয়ারে এক একর) জমি রেখে মারা যান। পরে ওই জমি সমানভাবে ভাগ হয় দুই ছেলে পিকলু ও কল্লোল তালুকদারের মধ্যে। তাদের জমির দুই কেয়ার পড়েছে ছায়ার হাওরের দুর্বিলা অংশে। হাওরের এই অংশে ১৭ কোটি টাকা ব্যয়ে বাঁধের কাজ গেল ৪-৫ বছর ধরেই ঢিমেতালে চলছে।
জমির ওপর বাঁধের মাটি ফেলায় জীবন-জীবিকা নিয়ে সংকটে পড়েছেন বলে জানান পিকলু চন্দ্র তালুকদার। তিনি প্রতিকার চেয়ে সুনামগঞ্জের জেলা প্রশাসক ও শাল্লার ইউএনও বরাবর অভিযোগ করেছেন। পিকলু তালুকদার বলেন, বাঁধটি তাঁর জমির কাছে এসেই খোড়ের (প্রাকৃতিকভাবে সৃষ্ট গভীর গর্ত) দোহাই দিয়ে সোজা না রেখে, বাঁকা করে তাঁর জমির ওপর দিয়ে নিচ্ছে। তিনি
বাধা দিলেই কর্মকর্তারা কাজ করা হবে না বলেন। তবে তিনি চলে যেতেই ঠিকাদারের লোকজন
কাজ শুরু করে। তিনি লিখিত অভিযোগ দিলেও ঠিকাদার কাজ বন্ধ না করে তাদের মতো করেই করছেন। এই সামান্য জমিটুকুকেই নিজের সম্বল জানিয়ে পিকলু প্রশ্ন ছুড়ে দেন, এটি নিয়ে নিলে তিনি পরিবার নিয়ে কীভাবে চলবেন?
স্থানীয় কৃষকরাও মনে করেন, বাঁধটি বর্তমান জায়গা থেকে মাত্র ২০-২৫ ফুট পূর্বদিকে সরিয়ে নির্মাণ করলেই পিকলুর জমি ঠিক থাকতো, বাঁধটিও সোজা ও টেকসই হতো। কিছু মাটি ও ব্লক বেশি লাগবে, এতে ঠিকাদারের খরচ বেশি হবে– এ কারণেই প্রান্তিক এই কৃষকের সারাজীবনের ক্ষতি করে ফেলা হয়েছে। বিষয়টি কিছুতেই মানতে পারছেন না তারা।
এ বিষয়ে বক্তব্য জানতে স্থায়ী বাঁধ নির্মাণকারী প্রতিষ্ঠান মেসার্স এনলাজ ট্রেডার্সের পরিচালককে একাধিকবার কল দিলেও ধরেননি। সুনামগঞ্জ পাউবো’র (পওর বিভাগ-২) নির্বাহী প্রকৌশলী মো.
এর আগে কেউ এমন অভিযোগ করেনি উল্লেখ করে এই প্রকৌশলী আরও বলেন, ‘বহু পিআইসি হয়েছে এখানে। তখন উনার (কৃষক পিকলু তালুকদার) জীবন-জীবিকা কোথায় ছিল, বাঁধ
তো আমরা আজ জমির ওপর উঠাইনি। তিনি যদি মনে করেন বাধা সৃষ্টি করে ঠিকাদারের কাছ থেকে অবৈধ সুবিধা নিতে পারবেন, সেটা হবে না। তিনি কাজ করতে না দিলে আমরা করবো না, অন্য জায়গায় কাজ করবো।’
প্রকৌশলী ইমদাদুল হকের বক্তব্য জানিয়ে পিকলু তালুকদারের মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, ‘দুই বছর আগে আমার জমির ওপর সামান্য মাটি ফেলা হয়েছিল। আমরা বাধা দেওয়ার পর তারা কথা দিয়েছিল, আর মাটি পড়বে না। এখন বাঁধের বরাদ্দের টাকা বাঁচিয়ে লুটপাটের জন্যই নকশা বদলিয়ে আমার জমির ওপর দিয়ে নেওয়া হচ্ছে।’
ইউএনও পিয়াস চন্দ্র দাস কৃষক পিকলু তালুকদারের অভিযোগ পেয়েছেন। তিনি পাউবোর দায়িত্বশীল কর্মকর্তাদের কাছে সেটি পাঠিয়েছেন।
উৎস: Samakal
কীওয়ার্ড: ক জ কর
এছাড়াও পড়ুন:
কুড়িগ্রামে সারের দাবিতে সড়কে কৃষকদের বিক্ষোভ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় সারের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন কৃষকরা। এসময় তারা উপজেলা কৃষি কর্মকর্তাকে অবরুদ্ধ করেন।
রবিাবর (১৪ সেপ্টেম্বর) দুপুরে ২টার দিকে উপজেলার সোনাহাট স্থলবন্দর সড়ক অবরোধ করেন কৃষকরা। একপর্যায়ে তারা ভূরুঙ্গামারী উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সারোয়ার তৌহিদকে অবরুদ্ধ করেন। বিকেল ৫টার দিকে ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্রের আশ্বাসে অবরোধ তুলে নেন কৃষকরা।
আরো পড়ুন:
বাগেরহাটে হরতাল কর্মসূচিতে পরিবর্তন
ফরিদপুরে মহাসড়ক ও রেলপথ অবরোধ, ভোগান্তি চরমে
আন্দোলনরত কৃষকরা জানান, তীব্র সার সংকট দেখা দিয়েছে। রোপা আমন ধানে সার দিতে না পেরে ক্ষতির মুখে পড়ছেন তারা।
ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ জানান, কৃষকরা বিকেল ৫টার দিকে অবরোধ তুলে নিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
ইউএনও দীপ জন মিত্র জানান, কৃষকরা কেন সার পাচ্ছেন না, সেটি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা/বাদশাহ/মাসুদ