শেরপুরের ঝিনাইগাতি উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আয়েশা ছিদ্দিকা রুপালিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে ঝিনাইগাতির তেঁতুলতলা এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা আছে।

অভিযোগ আছে, আয়েশা ছিদ্দিকা রুপালি ৫ আগস্টের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের পক্ষে নানা পোস্ট দিচ্ছিলেন এবং অন্তর্বর্তী সরকারের সমালোচনাসহ নানা গুজব ছড়াচ্ছিলেন। তাকে গ্রেপ্তার করতে কয়েক মাস ধরে খুঁজছিল পুলিশ। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে ঝিনাইগাতি উপজেলায় দাপুটে নেত্রী ছিলেন রুপালি। কাউকে পরোয়া করতেন না তিনি। বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের নানাভাবে হয়রানি করেছেন রুপালি।

ঝিনাইগাতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.

আল আমিন জানিয়েছেন, আয়েশা ছিদ্দিকা রুপালির বিরুদ্ধে মামলা আছে। গ্রেপ্তারের পর আদালতের নির্দেশে তাকে জেলহাজাতে পাঠানো হয়েছে।

ঢাকা/তারিকুল/রফিক

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।

বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।

উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।

ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।

এএএম//

সম্পর্কিত নিবন্ধ